সিঅ্যান্ডএ টেক্সটাইলের ১২% লভ্যাংশ ঘোষণা

cnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ডেল্টা স্পিনার্সের বোর্ড সভা ৪ নভেম্বর

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর বুধবার। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. লাফার্জ সুরমা
  2. শাহজিবাজার পাওয়ার
  3. ইউনাইটেড এয়ারওয়েজ
  4. কেডিএস এক্সেসরিজ
  5. সিঅ্যান্ডএ টেক্সটাইল
  6. স্কয়ার ফার্মা
  7. আমান ফিড
  8. সিভিও পেট্রো
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  10. খুলনা পাওয়ার।

ডিএসইতে লেনদেন ২৯৭ কোটি টাকা

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় বাজারে আজ মঙ্গলবার লেনদেন ও সূচক পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এদিন লেনদেন হয়েছে ২৯৭ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৭ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ১১৮ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ৪১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৫ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ, কেডিএস এক্সেসরিজ, সিঅ্যান্ডএ টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আমান ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং খুলনা পাওয়ার কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শেয়ারবাজারের কেলেঙ্কারী মামলায় দুজন খালাস

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

শেয়াররবাজার কেলেঙ্কারী এক মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন পুঁজিবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির আজ মঙ্গলবার এ রায় দেন।

এই দুই আসামি হলেন নবীউল্লাহ নবী ও সাত্তার-উজ-জামান শামীম। তাঁদের মধ্যে নবীউল্লাহ মারা গেছেন। মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা চলে না মন্তব্য করে আদালত তাঁকে খালাস দেন। সাত্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেন আদালত।

অবৈধভাবে প্লেসমেন্ট শেয়ার বিক্রির অভিযোগে গ্রিন বাংলা কমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটির মালিক নবীউল্লাহ ও কর্মী সাত্তারের বিরুদ্ধে মামলাটি ছিল। র‍্যাব ২০১০ সালে নবীউল্লাহকে গ্রেপ্তার করে। পরে কারাগারে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় করা চিটাগং সিমেন্ট ক্লিংকার কোম্পানি সংক্রান্ত মামলার রায় ৮ নভেম্বর ঘোষণা করা হবে। এই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন টি কে গ্রুপ অব কোম্পানির স্বত্বাধিকারী আবু তৈয়ব, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রকিবুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক শহীদুল হক বুলবুল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ পাঁচ কোম্পানি

devidenedনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে—মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড ও দুলা মিয়া কটন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড : মেঘনা গ্রুপের এই কোম্পানি ২০০১ সালে কুমিল্লার লাকসামে প্রতিষ্ঠিত হয়। ওই বছরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০০৯ ও ২০১০ সালে কোম্পানিটি ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া আর কোনো বছরের জন্য লভ্যাংশ দেওয়া হয়নি। ওই দুই বছর কোম্পানিটি যথাক্রমে ৮৭ লাখ ৬০ হাজার টাকা ও ৯৪ লাখ ৯০১ হাজার টাকা মুনাফা করে। বাকি বছরগুলোতে এর লোকসান হয়েছে।

২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে দুই টাকা নয় পয়সা ও শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৭ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কুমিল্লায় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২-এ মেঘনা কমিউনিটি সেন্টারে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ৭ ডিসেম্বর।

মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ : মেঘনা গ্রুপের এ প্রতিষ্ঠান ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তবে এ পর্যন্ত কোনো বছরেই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়নি। তালিকাভুক্তির পর প্রতিবছর কোম্পানিটির লোকসান হয়েছে।

২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা ও শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে দুই টাকা ৪০ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর দুপুর ১২টায় কুমিল্লায় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২-এ মেঘনা কমিউনিটি সেন্টারে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ৭ ডিসেম্বর।

শ্যামপুর সুগার মিলস লিমিটেড : ২০০০ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রতিবছর লোকসানে পড়ায় কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩৩ কোটি ৭৬ লাখ টাকা, শেয়ারপ্রতি লোকসান ৬৭ টাকা ৫২ পয়সা ও শেয়ারপ্রতি নিট দায় ৫২৯ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টায় রংপুরের শ্যামপুরে কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৭ নভেম্বর।

জিল বাংলা সুগার মিলস লিমিটেড : খাদ্য ও আনুষঙ্গিক খাতের রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান গত ১৬ বছরে কোনো লভ্যাংশ দেয়নি। ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ৩৪ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি লোকসান ৫৬ টাকা ৮৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট দায় ৩৩৩ টাকা ৮০ পয়সা।

কোম্পানিটির এজিএম আগামী ১২ ডিসেম্বর দুপুর ৩টায় জামালপুর শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৭ নভেম্বর।

দুলা মিয়া কটন : ২০১২ সাল থেকে এ পর্যন্ত কোনো বছরের জন্য লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে দুই টাকা ৫০ পয়সা ও শেয়ারপ্রতি নিট দায় ৩৬ টাকা ৭৬ পয়সা। ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় এর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৭ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম

তৃতীয় প্রান্তিকে এবি ব্যাংকের আয় কম

ab-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির এ আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবি ব্যাংকের শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১.৪০ টাকা।

এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস কমেছে ৮৭.৮৫ শতাংশ।

অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ১.৫৮ টাকা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২.৭৫ টাকা। এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির ইপিএস কমেছে ৪২.৫৪ শতাংশ।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদের পরিমাণ ছিল ৩৫.৫২ টাকা। আগের বছরের একই সময়ে এ সম্পদের পরিমাণ ছিল ৩১.৫৫ টাকা।

১৯৮৩ সালে এবি ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বেক্সিমকো ফার্মার ইপিএস ১ টাকা ০৯ পয়সা

beximcoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৯ পয়সা। যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮০ শতাংশ কম। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১১ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি,১৫ – সেপ্টেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইবনে সিনার আয় বেড়েছে

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৬৫ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ০৪ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি,১৫ – সেপ্টেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৭০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রেনউইক যজ্ঞেশ্বরের ১২ শতাংশ নগদ লভ্যাংশ

timthumb.phpস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেনউইক যজ্ঞেশ্বরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর কুষ্টিয়ায় রেনইউক রোডে অবস্থিত মিল প্রাঙ্গনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

২০১৫ সালের ৩০ জুন্ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৬১ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.০৮ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ঋণাত্মক ৩০.৬১ টাকা। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩ টাকা।

আগের বছর কোম্পানিটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।