সায়হাম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

saihamস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকরিদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ৩২ টাকা ৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এএমসিএল প্রাণের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’

amclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সারবিস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩০ জুনসমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০১৫ সালের ৩১ মার্চ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি বিনিয়োগকারিদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভার আহ্বান

talluস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ বোর্ড সভার আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আগামী ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

তাল্লু স্পিনিং মিলস লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

৫% শতাংশ লভ্যাংশ ঘোষণা দেশবন্ধু পলিমারের

deshbandhuস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ১০ টাকা ৬০ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে যাচ্ছে জুট স্পিনার্স

jute_spinnersস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড আগামী ১ থেকে ১১ নভেম্বর স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১ নভেম্বর রবিবার থেকে ১১ নভেম্বর বুধবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ১২ নভেম্বর বৃহস্পতিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, কোম্পানিটির গত বোর্ড সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ইউনাইটেড এয়ারওয়েজের বোর্ড সভা দিন পরিবর্তন

united airস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড সভা দিন এ সময় পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বোর্ড সভাটি ২৮ অক্টোবর বিকাল ৩টার পরিবর্তে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

ইউনাইটেড এয়ারওয়েজ (বাংলাদেশ) লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তৃতীয় প্রান্তিকে লোকসানে ফারইস্ট ফাইনান্স

farestস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই’ ১৫ – সেপ্টেম্বর’ ১৫) ৩ মাসে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। একই সময় গত বছরে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছিল ৪১ পয়সা।

ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড এই বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি ’১৫ – সেপ্টেম্বর’ ১৫) হিসাব অনুযায়ী কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ পয়সা। গত বছরে একই সময় শেযার প্রতি আয় করেছিল ৭৯ পয়সা।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির ৯ মাসে (জানুয়ারি ’১৫ – সেপ্টেম্বর’ ১৫) শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে নেগেটিভ ২ টাকা ৩৮ পয়সা। গত বছর একই সময়ে ছিল নেগেটিভ ১ টাকা ৮১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১১.৭১ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৪ ছিল ১২.৬৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তাকাফুল ইন্সুরেন্সের মুনাফা বেড়েছে

takaful-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি আয়(ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়. প্রতিষ্ঠানটি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২৯ পয়সা। এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ১০ পয়সা।

তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেড প্রথম ৯ মাসের (জানুয়ারি’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। একই সময়ে আগের বছরের এ আয়ের পরিমাণ ছিল ৯৬ পয়সা। এ হিসাবে প্রথম ৯ মাসে ইপিএস কমেছে ১৪ পয়সা।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ৯ মাসে শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ১ টাকা ৩১ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৬৪ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ (এনএভি) ছিল ১৫ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৪ এ সম্পদের পরিমাণ ছিল ১৪ টাকা ৮০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বে লিজিং এন্ড ইনভেস্টমেন্টের আয় ৫৪ পয়সা

bayস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি কনসলিডেটেড আয়(ইপিএস) ৫৪ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়. আগের বছরের একই সময়ে এ কনসলিডেটেড আয়ের পরিমাণ ছিল ৫৫ পয়সা।

আবার, প্রতিষ্ঠানটি প্রথম ৯ মাসের (জানুয়ারি’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) শেয়ার প্রতি কনসলিডেটেড আয় হয়েছে ৮৯ পয়সা। একই সময়ে আগের বছরের এ আয়ের পরিমাণ ছিল ১ টাকা ৭১ পয়সা। এ হিসাবে প্রথম ৯ মাসে ইপিএস কমেছে ৮২ পয়সা।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ৯ মাসে শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ৫২ পয়সা। গত বছর একই সময়ে ছিল ১ টাকা ১৭ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ (এনএভি) ছিল ২১ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৪ এ সম্পদের পরিমাণ ছিল ২১ টাকা ৭১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তৃতীয় প্রান্তিকে মার্কেন্টাইল ব্যাংকের আয় কমেছে

mercantilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি কনসলিডেটেড আয়(ইপিএস) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়. প্রতিষ্ঠানটি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৬৯ পয়সা। এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস কমেছে ৫৫ পয়সা।

আবার, প্রতিষ্ঠানটি প্রথম ৯ মাসের (জানুয়ারি’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি কনসলিডেটেড আয় হয়েছে ৬৪ পয়সা। একই সময়ে আগের বছরের এ আয়ের পরিমাণ ছিল ১ টাকা ২৮ পয়সা। এ হিসাবে প্রথম ৯ মাসে ব্যাংকটির ইপিএস কমেছে ৬৪ পয়সা।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ৯ মাসে শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হচ্ছে ৬ টাকা ৯৪ পয়সা। গত বছর একই সময়ে ছিল ১০ টাকা ৮৭ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ (এনএভি) ছিল ১৯ টাকা ২৪ পয়সা। একই সময় ২০১৪ এ সম্পদের পরিমাণ ছিল ১৮ টাকা ১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ