দর ও সূচকের পতনে আস্থাহীনতায় বিনিয়োগকারীরা

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের অর্থনীতির নেতিবাচক খবরের কারণে আস্থাহীনতায় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। বিনিয়োগ বাঁচাতে শেয়ার বিক্রি বাড়িয়ে দেওয়ার কারণে দর ও সূচকের পতন-প্রবণতা অব্যাহত রয়েছে। আজ রবিবার দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের প্রথমদিনে সূচক ও দরের পতনের সাথে কমেছে লেনদেন।

সংশ্লিষ্টদের মতে, অক্টোবরে রেমিটেন্স কমা, রপ্তানি-আমদানি থেকে আয় কমা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে বিদেশি বিনিয়োগে ভাটা পড়ার খবরের পাশাপাশি বিভিন্ন নিয়োন্ত্রণকারী সংস্থার কঠরতার কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগ করা থেকে বিরত থাকছে। সব মিলিয়ে আস্থাহীনতায় ভুগছে শেয়ারবাজারের সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

ডিএসইর তথ্য অনুযায়ী, রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০ কোটি ১১ লাখ ১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। বৃহস্পতিবারের চেয়ে রবিবারে ২০ কোটি ৭৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার কম লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৯.০১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৯ পয়েন্টে।

বৃহস্পতিবারে এই সূচক ছিল ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯.১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক .৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে সিএএসপিআই সূচক ১৫১.২১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৯৪.৭২ পয়েন্ট কমে ৮ হাজার ২৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১২৫.৫০ পয়েন্ট কমে ১২ হাজার ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১২.১২ পয়েন্ট কমে ৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৮.৪৩ পয়েন্ট কমে ৯৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবারে এই সূচক ছিল সিএএসপিআই সূচক ৪৪.১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ২৭.৮৪ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৬২.০৭ পয়েন্ট কমে ১২ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ১.৯৭ পয়েন্ট কমে ১ হাজার ৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই .০২ পয়েন্ট কমে ৯৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ১৪ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৩৮ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। বুধবার হয়েছিল ১৮ কোটি ৫৪ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। মঙ্গবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে কেডিএস ও সাইফ পাওয়ারটেক।

সিএসইতে রবিবারে ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২টির দাম বেড়েছে, কমেছে ১৬২টির আর অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, কেডিএস, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেল, বিএসআরএমএল লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএমএস স্টিল, লাফার্জ সুরমা, বেক্স ফার্মা ও তিতাস গ্যাস।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ইফাদ অটোস
  2. কেডিএস
  3. সাইফ পাওয়ারটেক
  4. কাশেম ড্রাইসেল
  5. বিএসআরএমএল লিমিটেড
  6. ইউনাইটেড পাওয়ার
  7. বিএসআরএমএস স্টিল
  8. লাফার্জ সুরমা
  9. বেক্স ফার্মা
  10. তিতাস গ্যাস।

ডিবিএইচের বোর্ড সভা ১১ নভেম্বর

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেযারবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেডের বোর্ড সভা আগামী ১১ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১১ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মাইডাস ফাইন্যান্স স্পট মার্কেটে যাচ্ছে

midasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মাইডাস ফাইন্যান্স লিমিটেড আগামী ৯ নভেম্বর সোমবার থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এই কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে।

কোম্পানিটির রেকর্ড ডেট ২২ নভেম্বর রবিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিনগুলোতে শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

মাইডাস ফাইন্যান্স লিমিটেড ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়াগকারিদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে যাচ্ছে আমান ফীড

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান আমান ফীড লিমিটেড আগামী ৯ নভেম্বর সোমবার থেকে ১০ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত এই কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির রেকর্ড ডেট ১১ নভেম্বর বুধবার। রেকর্ড ডেটের কারণে ওই দিনগুলোতে শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

আমান ফীড লিমিটেড ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়াগকারিদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আরামিটের দর বাড়ার কারণ নেই

ARAMITস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আরামিট লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বাজারবিশ্লেষণে দেখা যায়, গত ১ নভেম্বর শেয়ারটির দর ছিল ৩৪৬.৯০ টাকা। ৫ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ৪০৩.৩ টাকা। এসময় দর ২ ও ৩ তারিখে উঠানামা করলেও কতৃপক্ষ অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ৮ নভেম্বর ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রথম প্রান্তিকে মডার্ন ডাইংয়ের আয় ৩৫ পয়সা

modernস্টকমার্কেট ডেস্ক :

শেযারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি মডার্ন ডাইং এন্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় ৩৫ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩৫ পয়সা। একই প্রান্তিকে আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫৪ পয়সা।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল নেগেটিভ ৩৯ পয়সা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মুল্য (এনএভি) ১১ টাকা ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ টাকা ৫৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রথম প্রান্তিকে মেঘনা পেটের লোকসান কমেছে

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেযারবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি শেয়ার প্রতি লোকসান কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান .০৯২ টাকা। একই প্রান্তিকে আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ছিল .১০৯ টাকা। এই হিসেবে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান কমেছে .০১৭ টাকা।

এদিকে চলতি  বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহের পরিমাণ .০১৭৩ টাকা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল .০১৬ টাকা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মুল্য কমেছে ২ টাকা ৪৯ পয়সা। ২০১৫ সালের ৩০ জুনে এর পরিমাণ কমেছিল ২ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০১৫ সম্বনিত লোকসান দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা। শেয়ারহোল্ডারদের ইক্যুয়িটির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা।
স্টকমার্কেটবিডি.কম/বিএ

লোকসানে মেঘনা কনডেন্সড মিল্ক

megna milkস্টকমার্কেট ডেস্ক :

শেযারবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৭৯ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটি শেয়ার প্রতি এ লোকসান দিয়েছে। একই প্রান্তিকে আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ছিল ১ টাকা ০৭৫ পয়সা।

এদিকে চলতি  বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ কমেছে ৩৪ পয়সা। আগের  বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ টাকা ২৮ পয়সা। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মুল্য কমেছে ২৮ টাকা ৬৫ পয়সা। ২০১৫ সালের ৩০ জুনে এর পরিমাণ কমেছিল ২৭ টাকা ৫৭ পয়সা।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০১৫ সম্বনিত লোকসান দাঁড়িয়েছে ১০৮ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। শেয়ারহোল্ডারদের ইক্যুয়িটির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৪৫ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।
স্টকমার্কেটবিডি.কম/বিএ

১২ নভেম্বর অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও শাহজিবাজার পাওয়ারের বোর্ড সভা

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত দুই কোম্পানি প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানি দুইটি আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) ৩০ সেপ্টম্বর ২০১৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ