১৩১ কোটি টাকা টাকার রাইট ছাড়বে ঢাকা ডায়িং

dhakaনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডায়িং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া কোম্পানিটি ১ টি সাধারণ শেয়ারের বিপরীতে ১.৫ টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৩১ কোটি টাকা সংগ্রহ করার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ ও রাইট শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটি ১৩ কোটি ৭ লাখ ৩০ হাজার ১৭৯ টি রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ প্রতিটি সাধারণ শেয়ারের পরিবর্তে ১.৫ টি রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্য হবে ১০ টাকা।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৩০ কোটি ৭৩ লাখ ১ হাজার ৭৯০ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ একটি স্পিনিং মিল এবং যন্ত্রপাতি ক্রয়, পণ্যের বহুমুখীকরণ, মূলধন যোগান, বিদ্যমান ঋণ পরিশোধ ইত্যাদি কাজে ব্যবহার করবে কোম্পানিটি। প্রথমবারের মতো কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে।

বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সাধারণ শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

ঢাকা ডায়িংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৬ ডিসেম্বর যথাক্রমে বেলা ১২ টা এবং বেলা সাড়ে ১২ টায় টঙ্গিতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।

রাইট শেয়ার ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে রাইট শেয়ারের জন্য নতুন রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.০৯ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২৫ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩.৩০ টাকা।

সায়হাম কটনের ৪৫ লাখ ডলার ঋণ

saiham-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সায়হাম কটন মিলস বৈদেশিক ঋণ গ্রহণ করবে। কোম্পানিটি এইচএসবিসি ব্যাংকের বৈদেশিক শাখা থেকে ৪৫ লাখ ডলার ঋণ গ্রহণ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদেশিক ঋণ প্রস্তাবের বিষয়টি বিনিয়োগ বোর্ডের অনুমোদন পেয়েছে। ৪.১০ শতাংশ সুদের সঙ্গে ৩ মাসের ‘লাইবর’সহ ২০টি ইনস্টলমেন্টে ঋণ পরিশোধ করবে কোম্পানিটি।

২০১২ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।