৮০ কোটির বে-মেয়াদি ফান্ডের অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

ইউএফএস পপুলার লাইফ ইউনিট ফান্ড নামে একটি বে-মেয়াদি ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৮০ কোটি টাকা।

এর মধ্যে ফান্ডের উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর অংশ ২০ কোটি টাকা এবং বাকি ৬০ কোটি টাকা ইউনিট বিক্রয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

আজ ১১ নভেম্বর বুধবার বিএসইসি’র ৫৫৯তম কমিশন সভায় বে-মেয়াদি এ ফান্ডটির অনুমোদন দেয়া হয়েছে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস লিমিটেড। উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছে বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি:। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তিতাস গ্যাস দর পতনের তদন্ত করবে বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দরপতনের কারণ তদন্ত করবে বিএসইসি। এ জন্য ডিএসইতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার বিএসইসির ৫৫৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্র জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই জন সদস্যই নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে। গঠিত কমিটি ৫ কার্যদিবসের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি রবিবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো: এএমসিএল প্রাণ, আমরা টেকনোলজি এবং সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৬ নভেম্বর এএমসিএল প্রাণ এবং আমরা টেকনোলজির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ১২-১৫ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানির শেয়ার লেনদেন।

এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৬ নভেম্বর লেনদেন স্থগিত রাখবে এসব কোম্পানি।

এদিকে আগামী ২৫ নভেম্বর সাভার রিফ্যাক্টরিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ৯ কার্যদিবস অর্থাৎ ১২-২৪ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে এসব কোম্পানির শেয়ার লেনদেন।

এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ নভেম্বর লেনদেন স্থগিত রাখবে এসব কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. তিতাস গ্যাস
  2. সাইফ পাওয়ারটেক
  3. ইফাদ অটোস
  4. বেক্সিমকো
  5. স্কয়ার ফার্মা
  6. কেডিএস অ্যাক্সেসরিজ
  7. ইউনাইটেড পাওয়ার
  8. লাফার্জ সুরমা সিমেন্ট
  9. বেক্সিমকো ফার্মা
  10. বিএসআরএম স্টিলস।

শেয়ারবাজারে সাড়ে ৮ মাসে সর্বনিম্ন লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

টানা ছয় দিন ধরে শেয়ারবাজারে দরপতন অব্যাহত আছে। ধারাবাহিক দরপতনে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও দেশের দুই স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে দাঁড়িয়েছে ২৫৫ কোটি টাকা। যা গত সাড়ে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৪ মার্চ ডিএসইতে ২৫৫ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৫টির দর বেড়েছে, কমেছে ১৮৫টির আর অপরিবর্তিত আছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে ১ হাজার ৫৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ২৫৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৯ কোটি টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯৪ কোটি টাকা।

সিএসইতে সিএসসিএক্স সূচক ৭২ পয়েন্ট কমে ৮ হাজার ১১৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৯ পয়েন্ট কমে ৯৭৫ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১৫২ পয়েন্ট কমে ১১ হাজার ৮৪০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২১ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪৬ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ৯৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত আছে ৪০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

আরএসআরএমের ইপিএস ১.৩৬ টাকা

rsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ১১ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ২২ দশমিক ৫২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিভিও পেট্রোর বোর্ড সভা ১৪ নভেম্বর

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিভিও পেট্রো-কেমিক্যাল লিমিটেড বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বোর্ড সভা ১৪ নভেম্বর শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত (প্রথম প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এমারেল্ড অয়েলের বোর্ড সভা শনিবার

emarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে । ঘোষণা অনুযায়ী আগামী শনিবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এমারেল্ড অয়েলের বোর্ড সভা ১৪ নভেম্বর, শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত (প্রথম প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পদ্মা অয়েলের ১০০% লভ্যাংশ ঘোষণা

padma1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানী খাতের পদ্মা অয়েল লিমিটেড বিনিয়োগকারিদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ১৯.৬৩ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৩.৮৫ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এনভয় টেক্সটাইলের বোর্ড সভা ১৮ নভেম্বর

envoyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় ৪৫ মিনিটে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ