রহিমা ফুডের বোর্ড সভার তারিখ নির্ধারণ

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড লিমিটেড বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১৩ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ৪টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন শেষ হওয়া বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। বিনিয়োগকারীদের জন্য আসবে লভ্যাংশের ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. তিতাস গ্যাস
  2. ইফাদ অটোস
  3. বেক্স ফার্মা
  4. বেক্সিমকো লিমিটেড
  5. স্কয়ার ফার্মা
  6. সাইফ পাওয়ার
  7. কাসেম ড্রাইসেল
  8. কেডিএস এক্সেসরিজ
  9. ইউনাইটেড এয়ার
  10. আমান ফিড।

ঘুরে দাঁড়ালো দেশের শেয়ারবাজার

index upনিজস্ব প্রতিবেদক :

টানা পতনের পর সূচকের উর্ধগতির মধ্য দিয়ে দেশের শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। আগের দিনের তুলনায় প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে। বেশিরভাগ কোম্পানির দরও বেড়েছে। ডিএসইতে ৩০৪ কোটি টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারের দর সর্বনিম্ন অবস্থানে থাকায় বিনিয়োগকারীরা ক্রয়ের দিকে ঝুঁকেছেন। অল্প দরে শেয়ার কিনে অধিক মুনাফার আশায় বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছেন।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় বুধবারে সূচকের বড় ধরনের পতনের পর বৃহস্পতিবারে সকালে সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শুরু হয়। সকালে লেনদেনের গতি কিছুটা ভাল থাকলেও দিনশেষে তা আরো বাড়ে। এভাবেই দিনশেষে বৃহস্পতিবার ডিএসইর সার্বিক সূচকটি ৬২ বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। দিনটিতে ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৮টি, কমেছে ৫৪টি আর অপরিবর্তিত ৩১টি কোম্পানির শেয়ারের দর।

বৃহস্পতিবার ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে তিতাস গ্যাস। লেনদেনে এগিয়ে যে সব কোম্পানি তা হলো – ইফাদ অটোস, বেক্স ফার্মা, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার, কাসেম ড্রাইসেল, কেডিএস এক্সেসরিজ, ইউনাইটেড এয়ার ও আমান ফিড।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৫৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৫০টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

রিজেন্ট টেক্সটাইলের ড্রয়ের ফলাফল প্রকাশ

logo-regentনিজস্ব প্রতিবেদক :

সদ্য আবেদন জমা নেওয়া রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ফলাফল প্রকাশ করা হয়েছে। সকাল ১০ টায় চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রামে এ লটারি ড্র অনুষ্ঠানটি শুরু হয়।

ফলাফল দেখতে ক্লিক করুন

ব্যাংক কোড

সারারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

মিউচ্যুয়াল ফান্ড

জানা গেছে, এ কোম্পানিটির আইপিও আবেদন ১৪ অক্টোবর বুধবার থেকে ২৫ অক্টোবর রবিবার পর্যন্ত জমা নেওয়া হয়। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য ছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

হামিদ ফেব্রিক্সের ইপিএস ৩৬ পয়সা

hamid-fabrics-ltdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক খাতের হামিদ ফেব্রিক্স লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-সেপ্টেম্বর ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, প্রতিবেদন অনুযায়ী এ কোম্পনির ইপিএস কমেছে ৭১.৪৩ শতাংশ। প্রথম প্রান্তিকে হামিদ ফেব্রিক্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা, শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ১.১৭ টাকা এবং ৩০ সেপ্টেম্বর ২০১৫ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৯.৯৩ টাকা। যা আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ১.২৬ টাকা, এনওসিএফপিএস ছিল ০.২১ টাকা এবং ৩০ জু্ন এনএভি ছিল ৩৯.৫৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

অলটেক্সের বোর্ড সভা ১৭ নভেম্বর

altexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক খাতের কোম্পানি অলটেক্স লিমিটেড বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১৭ নভেম্বর শনিবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন শেষ হওয়া বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে। বিনিয়োগকারীদের জন্য আসবে লভ্যাংশের ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মেঘনা পেট্রোলিয়ামের ১০৫% লভ্যাংশ ঘোষণা

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানী খাতের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বিনিয়োগকারিদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, গতকাল বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ১৮.৮০ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৪.৫১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রিজেন্ট টেক্সটাইলের লটারি ড্র আজ

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

সদ্য আবেদন জমা নেওয়া রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি আজ ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রামে এ লটারি ড্র অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ কোম্পানিটির আইপিও আবেদন ১৪ অক্টোবর বুধবার থেকে ২৫ অক্টোবর রবিবার পর্যন্ত জমা নেওয়া হয়। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য ছিল।

কোম্পানটি শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন নিবে। ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা মূল্যে শেয়ার ইস্যুর করবে এ কোম্পানিটি।

গত ২৪ আগষ্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)র ৫৪৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী রিজেন্ট টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/বিএ