প্রথম প্রান্তিকে লোকসানে সমতা লেদার

samataস্টকমার্কেট ডেস্ক :

প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-সেপ্টেম্বর ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপেক্স লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী ইপিএস কমেছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে সমতা লেদারের শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৫২ টাকা এবং শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ০.০৩৪ টাকা (মাইনাস) এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৪.৫৫০ টাকা।

যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.০২৫ টাকা, এনওসিএফপিএস ছিল ০.৪২২ টাকা এবং ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে এনএভিপিএস ছিল ১৪.৮৭৬ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.০৭৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

বীকন ফার্মার এজিএমের তারিখ পরিবর্তন

BeakentLogo_smallস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) পরিবর্তীত তারিখ আগামী ২০ ডিসেম্বর করা হয়েছে। এর আগে এ কোম্পানির এজিএম ১০ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবার কথা ছিল।

উল্লেখ্য, ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরে কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি বিকন ফার্মা লিমিটেড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিস) হয়েছে ১২.৫৮ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

  1. তিতাস গ্যাস
  2. বাংলাদেশ স্টিল
  3. কাশেম ড্রাইসেলস
  4. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  5. সাইফ পাওয়ারটেক
  6. শাহজিবাজার পাওয়ার
  7. কেডিএস অ্যাক্সেসরিজ
  8. এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ
  9. লাফার্জ সুরমা সিমেন্ট
  10. স্কয়ার ফার্মা।

শেয়ারবাজারে ফের সূচকের পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

একদিনের উত্থানের পরে ফের শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। সপ্তাহের প্রথমদিন রবিবার শুরুতে ক্রয় চাপ থাকলেও প্রথম ঘন্টা পর বিক্রয় চাপ শুরু হওয়াতে ধীরে ধীরে পড়তে থাকে সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত আট মাসের সর্বনিম্ন লেনদেন হয়েছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৮৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ২২১ কোটি ৮৫ লাখ ৬ হাজার টাকা। যা গত ৮ মাসের সর্বনিম্ন। এর আগে গত ১৯ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিলো ১৬৬ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা।

এর আগে বৃহস্পতিবার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৪৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৮৯ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৩০৪ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার টাকা।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির। যা টাকার অংকে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৮ লাখ ৯১ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

বিএসআরএম স্টিলের উৎপাদন বন্ধ ঘোষণা

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলের উৎপাদন বন্ধ থাকবে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে উৎপাদন বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএমআরই উপলক্ষে ১৫ নভেম্বর রবিবার থেকে ২০ থেকে ২৫ দিন ফ্যাক্টরির উৎপাদন বন্ধ থাকবে। বিএমআরই সম্পন্ন হলে উৎপাদন ক্ষমতা ৬ লাখ মেট্রিক টন থেকে ৭ লাখ মেট্রিক টনে বৃদ্ধি পাবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিভিও পেট্রোকেমিক্যালের ইপিএস ৩.১১ টাকা

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) এসেছে ৩.১১ টাকা। আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১১ টাকা। আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.৩১ টাকা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৩৭.৪০ শতাংশ।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে ২.৮৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২.২৪ টাকা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমুল্য ছিল ২১.৩৫ টাকা। আগের বছর একই সময়ে এ সম্পদের পরিমাণ ছিল ১০.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রহিমা ফুড বিনিয়োগকারিদের কোনো লভ্যাংশ দেয়নি

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি রহিমা ফুড লিমিটেড বিনিয়োগকারিদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩.২২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

লোকসানে থেকেও সোনালী আঁশের লভ্যাংশ ঘোষণা

Sonali_Aanshস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেড গত বছর কর পরবর্তী লোকসান করেও বিনিয়োগকারিদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬০ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৩.৯৮ টাকা।

গত বছর কোম্পানিটি করপরবর্তী লোকসান করে ১৬ লাখ ২০ হাজার টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

এর আগের বছর সোনালী আঁশ লিমিটেড ১৬ লাখ ২০ হাজার টাকা কর পরবর্তী মুনাফা করতে সক্ষম হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ