ডিএসইতে যান্ত্রিক ত্রুটি : বিলম্বে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

লেনদেনযন্ত্রে কারিগরি ত্রুটির কারণে আজ রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে বিঘ্ন দেখা দিয়েছে। সকাল পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে লেনদেন শুরু হয়নি।

এসময় ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, ২২ নভেম্বরের লেনদেন ত্রুটিজনিত কারণে বিলম্বিত হবে। সমস্যার সমাধান হলে ডিএসইতে লেনদেন শুরু করা হবে।

বিধান অনুযায়ী, প্রতি কার্যদিবসে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে তা বেলা আড়াইটা পর্যন্ত চলে। অর্থাৎ, স্বাভাবিক কার্যদিবসে প্রতিদিন চার ঘণ্টা লেনদেন হয়।

এর আগেও ডিএসইতে একাধিকবার যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেনে বিলম্বসহ লেনদেন বাতিলের ঘটনাও ঘটেছে।

ডিএসইতে গত কয়েক বছরে একাধিক দফায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিনিয়োগকারীসহ বাজার বিশ্লেষকেরাও।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইস্টার্ন ক্যাবলসের ১২% লভ্যাংশ ঘোষণা

eastern cableস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ক্যাবলস শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জানুয়ারি বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ