ডিএসই ইনফো সার্ভিস চালু হচ্ছে আজ

dse1নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ারবাজার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বিনিয়োগকারীদের কাছে সহজে পৌঁছে দিতে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ‘ডিএসই ইনফো’ সার্ভিস চালু করবে। আজ বুধবার (২৫ নভেম্বর) নতুন এ সেবা চালু করা হবে বলে ডিএসই’র পক্ষ থেকে জানানো হয়েছে।

এ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপলিকেশনের (এ্যাপস) উদ্ভোধন করতে যাচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় ডিএসই ইনফো সার্ভিসের উদ্ভোধন করবেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপলিকেশনের (এ্যাপস) উদ্ভোধন করবে তথ্য ও প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও প্রযুক্তিমন্ত্রী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী।

ডিএসই’র জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, এতে শেয়ারবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য পাবেন বিনিয়োগকারীরা। ‘ডিএসই ইনফো’ সার্ভিস চালুর পর ডিসেম্বরে মোবাইল অ্যাপস চালু করা হবে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের সুবিধামতো ট্রেডিং (শেয়ার কেনা-বেচা) করতে পারবেন।

জানা যায়, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আইসিটি বিভাগ বিভিন্ন সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য ১০০টি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির কাজ করছে। এরই অংশ হিসেবে ডিএসই’র জন্যও একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। এর জন্য ডিএসই তার ওয়েবসাইটের সকল ডাটা সরবরাহ করে এ কাজে পূর্ণ সহায়তা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

  1. সাইফ পাওয়ারটেক
  2. আল-আরাফাহ ব্যাংক
  3. ইফাদ অটোস
  4. সামিট পাওয়ার
  5. বেক্সিমকো ফার্মা
  6. তিতাস গ্যাস
  7. ওয়ান ব্যাংক
  8. ইউনাইটেড পাওয়ার
  9. এমারেল্ড ওয়েল
  10. কাশেম ড্রাইসেলস।

শেয়ারের দর ও সূচকের পতনে লেনদেন

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দর ও সূচকের পতনে শেষ হয় লেনদেন। এদিন টাকার অংকে আগের দিনের তুলনায় উভয় বাজারে কমেছে লেনদেন।

মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৩৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২১২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার। যা গতকাল ছিল ৫৮৬ কোটি টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইফাদ অটোস, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস ট্রান্সমিসন, ওয়ান ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এমারেল্ড অয়লে ইন্ডাস্ট্রিজ এবং কাশেম ড্রাইসেলস।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২১.৪৯ পয়েন্ট কমে দিনশেষে ৮৫০৬.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ২৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

বুধবার তিন কোম্পানির লেনদেন স্থগিত

trade suspended logo mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক, সাভার রিফ্র্যাক্টরিজ এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের লেনদেন বুধবার স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিগুলোর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত করা হয়েছে।

আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে তিন কোম্পানির লেনদেন যথানিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

এলআর গ্লোবালের ট্রাস্টি সভা ১ ডিসেম্বর

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এল আর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড আগামী ১ ডিসেম্বর ট্রাস্টি সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯(১) অনুযায়ী মঙ্গলবার বেলা ২.৪৫ টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ফান্ডের ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছর ফান্ডটি ইউনিটহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

আইপিডিসির দর বাড়ার কারণ নেই

ipdcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বাজারবিশ্লেষণে দেখা যায়, গত ৫ নভেম্বর শেয়ারটির দর ছিল ২০.৫০ টাকা। যা ২২ নভেম্বর বেড়ে দাঁড়ায় ৩০.৩০ টাকা। এসময় দর উঠানামা করলেও কতৃপক্ষ অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ২২ নভেম্বর ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

কেয়া কসমেটিকসের লভ্যাংশ ঘোষণা ২৯ নভেম্বর

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন রবিবার বিকাল ৩টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

কেয়া কসমেটিকস লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

বিচ হ্যাচারির এজিএমের তারিখ পরিবর্তন

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বেলা সাড়ে ১১ টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

এর আগে আগামী ৮ ডিসেম্বর কোম্পানিটি এজিএমের তারিখ নির্ধারণ করে। এই সভা সংক্রান্ত অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

বাটা সুর অন্তর্বর্তীকালীন ২১৫% নগদ লভ্যাংশ

logo-bataস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪২.৬৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২১৯.৫১ টাকা।

গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩৯.৭২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১৯৩.৯৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ