অ্যাপসে পাওয়া যাবে ডিএসই’র সব তথ্য

DSC_0089নিজস্ব প্রতিবেদক :

হাতের মোবাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব তথ্য পেতে মোবাইল অ্যাপ উন্মোচন করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ অাহমেদ পলক। এ অ্যাপসে ডিএসই’র সব তথ্য পাওয়া যাবে।

বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ অডিটরিয়ামে ‘ডিএসই ইনফো’ অ্যাপটি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ অাহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. হেলাল উদ্দীন নিজামী।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

  1. ইফাদ অটোস
  2. কেডিএস লিমিটেড
  3. আল-আরাফাহ ব্যাংক
  4. সাইফ পাওয়ারটেক
  5. বেক্সিমকো ফার্মা
  6. সামিট পাওয়ার
  7. তিতাস গ্যাস ট্রান্সমিসন
  8. ফার কেমিক্যাল
  9. এএফসি এগ্রো
  10. কাশেম ড্রাইসেলস।

শেয়ারবাজারে লেনদেনে পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে আগের দিনের তুলনায় কমেছে লেনদেন। উভয় বাজারে শেয়ারের দর ও সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন।

বুধবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭২৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। যা গতকাল ছিল ৪৪৩ কোটি টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, কেডিএস লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা,
সামিট পাওয়ার, তিতাস গ্যাস ট্রান্সমিসন, ফার কেমিক্যাল, এএফসি এগ্রো এবং কাশেম ড্রাইসেলস।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

সোনালী আঁশ ও আইসিবি স্পট মার্কেটে

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের সোনালী আঁশ এবং আর্থিক খাতের কোম্পানি আইসিবি বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ নভেম্বর কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ২৬-২৯ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন হবে ।

দুই কোম্পানি এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ৩০ নভেম্বর লেনদেন স্থগিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ফার কেমিক্যালের বোনাস শেয়ার বিও হিসাবে

far camস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যাল গত বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্টে পাঠিয়েছে। ২৫ নভেম্বর বুধবার ঘোষিত বোনাস শেয়ার পাঠানো হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত ফার কেমিক্যালের পরিচালনা পর্ষদের সভায় ৩১ জুলাই ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়।

গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ঘোষিত লভ্যাংশে সাধারণ শেয়ারহোল্ডাররা অনুমোদন দেয়। এরই প্রেক্ষিতে ২৫ নভেম্বর শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে বোনাস শেয়ার ক্রেডিট করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

আইনি জটিলতা কাটিয়ে সুহৃদের ক্যাটাগরি পরিবর্তন

suridস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সমাপ্ত অর্থবছরের ভালো লভ্যাংশ দেওয়ার পরও আইনি জটিলতার জন্য ক্যাটাগরিতে পরিবর্তন হয়নি। অবশেষে কোম্পানিটিকে এন থেকে এ ক্যাটাগিরতে আনার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২৫ নভেম্বর থেকে কোম্পানিটির লেনদেন এ ক্যাটাগরিতে হবে।

সুহৃদ ইন্ড্রাস্ট্রিজ ৩০ জুন ২০১৪ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে এন থেকে এ ক্যাটাগরিতে আনার সিদ্ধান্ত নেয় স্টক এক্সচেঞ্জ। কিন্তু যে এজিএমে এই লভ্যাংশ অনুমোদন পেয়েছে, তা স্থগিত করেছে হাইকোর্ট।

পরে ডিএসইতে জানানো হয় যে, ভালো লভ্যাংশ দিয়েও আইনি জটিলতার জন্য সুহৃদের ক্যাটাগরি পরিবর্তন করা যাচ্ছে না।

গত ২০ জানুয়ারি সুহৃদ ইন্ড্রাস্ট্রিজের বোনাস শেয়ার বিনিয়োগকারীরা বিওতে পাঠিয়েছে সিডিবিএল। গত ২০ নভেম্বর সুহৃদ ইন্ড্রাস্ট্রিজের রেকর্ড ডেট ছিল। এসময় যাদের বিওতে কোম্পানির শেয়ার ছিল তারা এই বোনাস লাভ করেছে।

গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত আলোচিত ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) এই লভ্যাংশ অনুমোদন করে সুহৃদ ইন্ড্রাস্ট্রিজের পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

বঙ্গজের ১৫% লভ্যাংশ ঘোষণা

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

এ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৫৫ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২৬.৬১ টাকা।

আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

তাল্লু স্পিনিংয়ের ১০% লভ্যাংশ ঘোষণা

talluস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

এ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৩ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৬.৩২ টাকা।

আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

মিথুন নিটিংয়ের ১৭% বোনাস লভ্যাংশ

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৯৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২১.৫৭ টাকা।

আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ