যমুনা ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, ব্যাংকটি টায়ার-টু মূলধনের শর্ত পূরনে এ বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যুর বিষয়টি বাস্তবায়ন করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিবে ব্যাংকটি। পরে সংশ্লিষ্ট রেগুলেটরি প্রতিষ্ঠানে আবেদন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এজিএম না করায় দুই কোম্পানিকে শাস্তি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

নির্থারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত দুটি কোম্পানিকে শাস্তি দিল নিয়ন্ত্রক সংস্থা

ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড ও মেট্রো স্পিনিং কে এই শাস্তি দেওয়া হলো। কোম্পানি দুটি এখন থেকে জেড ক‌্যাটাগরিতে তালিকাভুক্ত করা হবে। যা পরবর্তী কার্যদিবস ৩ জানুয়ারি থেকে কার্যকর করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

ডিএসই জানায়, ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড ও মেট্রো স্পিনিং ২০১৫ সালে নির্ধারিত এজিএমটি করতে ব্যর্থ হয়েছে।

নিয়মঅনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর গত বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিসেম্বর মাসের মধ্যে করার নির্দেশ ছিল। কোনো কারনে তা করতে ব্যর্থ হলে তার ব্যাখ্যা নিন্ত্রক সংস্থাদের জানাতে হবে।

যা ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড ও মেট্রো স্পিনিং করেনি। এর জন্য এদের ক্যাটাগরি এ থেকে নামিয়ে জেড করা হলো।

SEC Directive No.SEC/CMRRCD/2001-43/169 dated October 01, 2009 ধারা অনুযায়ী কোম্পানি দুটোর শেয়ার ক্রয়ের ক্সেত্রে মার্জিন তুলে নিতে বলা হয়েছে। ব্রোকার হাউজগুলো এ নির্দেশনা দিয়েছে সিএসই ও ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. এমারেল্ড অয়েল
  2. সামিট অ্যালায়েন্স পোর্ট
  3. স্কয়ার ফার্মা
  4. কাশেম ড্রাইসেলস
  5. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  6. বেক্সিমকো ফার্মা
  7. এসিআই লিমিটেড
  8. বেক্সিমকো
  9. বাংলাদেশ স্টিল মিলস
  10. এসিআই ফরমুলেশনস।

শেষদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার সূচকের সাথে বেড়েছে লেনদেন ও শেয়ারের দর। এদিন সিএসইতেও সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনভর ডিএসইতে ৪৩৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬২৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ০৮.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫০ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৭ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল – এমারেল্ড অয়েল, সামিট অ্যালায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, এসিআই লিমিটেড, বেক্সিমকো, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস এবং এসিআই ফরমুলেশনস।

বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টি কোম্পানির, দর কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে টি ৩০ কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দুই কোম্পানির বোনাস জমা দিল সিডিবিএল

cdblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির গত বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ন্যাশনাল পলিমার ও এমারেল্ড অয়েল লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ারহোল্ডারদের বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছরে এমারেল্ড অয়েল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ আর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর ন্যাশনাল পলিমার ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবাডা.কম/এএম/এলকে

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নতুন কারখানা

olimpicনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন একটি বিস্কুট কোম্পানি করবে। এজন্য কোম্পানিটি নতুন একটি ভবনের ভিত্তি নির্মান সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি ২ লাখ স্কয়ার ফিটের একটি ভবন তৈরি করবে , যার ব্যয় হবে ৪৪ কোটি ৭৫ লাখ টাকা। সম্প্রতি কোম্পানিটি ৫২ হাজার বর্গফুটের একটি ভিত্তি ভবন নির্মান করা হয়েছে।

ইতোমধ্যে কোম্পানিটি ১০.৪০ কোটি টাকার মেশিনাদি ইতালী ও ভারত থেকে আমদানি করবে। যার অর্থায়ন করবে ব্যাংক।

নতুন এই প্রকল্পটি বাস্তবায়ন হলে কোম্পানিটির মোট উৎপাদন ক্ষমতা ৯৬ মে. টন বৃদ্দি পাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

জীবন চন্দ্র দাসকে কেন্দ্র করে বিএসইসি-ডিএসই

jibonনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) মহা-ব্যবস্থাপক (জিএম) জীবন চন্দ্র দাসকে চাকরিচ্যুত করার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৮ ডিসেম্বর ডিএসইর চেয়ারম্যান বরাবর পাঠানো নোটিশে দুই কার্যদিবসের মধ্যে ৪টি বিষয়ে কারণ দর্শাতে বলা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইকে পাঠানো নোটিশে বিএসইসি জানতে চেয়েছে, জীবন চন্দ্রকে চাকরিচ্যুত করা ডিএসইর চাকরি বিধিমালা অনুযায়ী হয়েছে কিনা? তদন্তের ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়েছে কিনা? জীবন চন্দ্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে কিনা? এবং বোর্ডসভায় বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল কিনা?

এদিকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে মঙ্গলবার পর্ষদ সভায় বসে ডিএসই। এতে বিএসইসিকে কী জবাব দেয়া হবে, সে সম্পর্কে আলোচনা করে তা চূড়ান্ত করা হয়েছে। আজ তা বিএসইসিতে পাঠানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর কোনো কারণ ছাড়াই মহা-ব্যবস্থাপক জীবন চন্দ্রকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করে ডিএসই। ওই দিন সন্ধ্যা পর্যন্ত তিনি অফিস করেন। তবে রাতে তাকে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়। সোমবার বিষয়টি ডিএসইর সব বিভাগকে অবহিত করা হয়।

ডিএসইর হিসাব শাখার জিএম পদে দায়িত্ব পালন করা জীবন চন্দ্র দাস সাংবাদিকদের জানিয়েছেন, কী কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে তা তিনি জানেন না। তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়া হয়নি বলেও জানান তিনি।

এদিকে কোনো কারণ ছাড়াই মহা-ব্যবস্থাপক পদের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরিচ্যুত করায় ডিএসইর কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে প্রায় সব কর্মকর্তার মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ উঠেছে ডিএসইর একজন স্বতন্ত্র পরিচালকের হস্তক্ষেপেই জীবন চন্দ্রকে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে জীবন চন্দ্রের গাড়ির ড্রাইভার প্রত্যাহার করে নেয়ার ঘটনাও ঘটেছে। এদিকে এই পরিচালকের বিরুদ্ধে কর্মকর্তাদের কাজে অযাচিত হস্তক্ষেপ করারও অভিযোগ আছে। গত ২৩ ডিসেম্বর, বুধবার এ কারণে ডিএসইর হিসাব শাখার কর্মকর্তারা আধা ঘণ্টা কর্মবিরতিও পালন করেন।

আমানের শেয়ার বিওতে জমা দিল সিডিবিএল

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৩০ ডিসেম্বর বুধবার কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ারহোল্ডারদের বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা দিয়েছে।

গত বছরে আমান ফিড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবাডা.কম/এএম/এলকে

  1. সিঙ্গার বিডি
  2. কাশেম ড্রাইসেলস
  3. বেক্সিমকো ফার্মা
  4. বেক্সিমকো লি
  5. বিএসআরএম স্টিল
  6. বিএসআরএম লি.
  7. এসিআই লিমিটেড
  8. স্কয়ার ফার্মা
  9. ইউনাইটেড পাওয়ার
  10. এমারেল্ড অয়েল।

ডিএসইতে ৩৬৭ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে ৩৬৭ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনভর ডিএসইতে ৩৬৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯০ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬০৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ০.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৪ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৪ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল – সিঙ্গার বিডি, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লি, বিএসআরএম স্টিল, বিএসআরএম লি., এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার ও এমারেল্ড অয়েল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ