মার্জিনধারীদের তথ্য চায় তিতাস গ্যাস

titas-gasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি তিতাস গ্যাস ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য, ইটিএন এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে লভ্যাংশ পাওয়ার জন্য বেনিফিসিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে।

হাউজগুলোকে এই সব তথ্য আগামী ৮ ডিসেম্বরের মধ্যে পাঠাতে অনুরোধ করেছে কোম্পানিটি।

সর্বশেষ ২০১৫ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

‘UCBL’ এর নতুন ট্রেডিং কোড ‘UCB’

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ট্রেডিং কোড পরিবর্তন করা হয়েছে। কোম্পানির নতুন ট্রেডিং কোড হবে UCB। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিষয়টি ইতোমধ্যে ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়েছে। কোম্পনিটির ট্রেডিং কোড UCBL-এর পরিবর্ততে নতুন কোড হবে UCB।

আগামী ৩ ডিসেম্বর থেকে কোম্পানিটির ট্রেডিং কোড পরিবর্তনের বিষয়টি কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

  1. ইফাদ অটোস
  2. বেক্সিমকো ফার্মা
  3. স্কয়ার ফার্মা
  4. বিএসআরএম স্টিলস
  5. কেডিএস লিমিটেড
  6. আল-আরাফাহ ব্যাংক
  7. রতনপুর স্টিল
  8. সাইফ পাওয়ারটেক
  9. কাশেম ড্রাইসেলস
  10. আমান ফিড।

ডিএসইতে সূচকের ৪০ পয়েন্ট উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে বেড়েছে লেনদেন। এদিন ডিএসইতে প্রধান মূল্য সূচক বেড়েছে ৪০ পয়েন্ট।

মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৩৫৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর। আজ বাজারে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস ডিএসই-তে মোট লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২২ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকা বা ৫.০৩ শতাংশ।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে-ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিলস লি:, কেডিএস অ্যাক্সেসরিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস এবং আমান ফিড।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৬১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। যা টাকার অংকে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকা।

এর আগের লেনদেন হয়েছিল ৩১ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকা। সে হিসেবে আজ সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা বা ৮.৬৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

বিডি অটোকার্সের বিক্রেতা নেই

bdautoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি অটোকার্সের লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বিক্রেতা ছিল না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূ্ত্র মতে, মঙ্গলবার বেলা ১১ টা ৫৫ মিনিটে বিক্রেতার সংকটে থাকা কোম্পানিটির ক্রেতার ঘরে ৭হাজার ৮৩৯টি শেয়ার সর্বোচ্চ ৪০.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কোনো অর্ডার ছিল না। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৪০.৪০ টাকায়।

বিক্রেতা না থাকায় সার্কিট ব্রেকারের আশেপাশে লেনদেন হচ্ছে এ কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

সায়হাম কটনের ইপিএস ০.৪৮ টাকা

saiham-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের দ্বিতীয় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (মে-অক্টোবর ১৫) আর্থিক প্রতিবেদন অনুযায়ী,
দ্বিতীয় প্রান্তিকে সায়হাম কটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৮৪ টাকা।

একই সময়ে শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৫.৪১ টাকা। এনওসিএফপিএস ছিল ২.৫৩ টাকা এবং ৩১ অক্টোবর ২০১৪ সমাপ্ত অর্থবছরে এনএভিপিএস ছিল ২৪.৮৯ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমছে।

গত তিন মাসে (আগস্ট-অক্টোবর ১৫) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২১ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৩৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

অযাচিত হস্তক্ষেপে পদত্যাগ করলেন মারুফ মতিন

Wali-ul-Maruf-Matinনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি উল মারুফ মতিন দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ না হতেই পদত্যাগে বাধ্য হলেন। গতকাল সোমবার সকালে সিএসইর সভাপতি আবদুল মজিদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকেও পদত্যাগের একটি কপি দেওয়া হয়েছে।

জানতে চাইলে সিএসইর সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘এমডির পদত্যাগপত্র আমার হাতে এসেছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়েছে।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে ওয়ালি উল মারুফ মতিন প্রথম আলোকে বলেন, ‘আমি আমার পদত্যাগপত্রে কারণ উল্লেখ করেছি। যার কপি নিয়ন্ত্রক সংস্থাকেও দেওয়া হয়েছে।’ এর বেশি আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে বিএসইসি ও সিএসইর একাধিক সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, পরিচালনা পর্ষদের সঙ্গে মতপার্থক্য ও ব্যবস্থাপনা পরিচালকের বিভিন্ন সিদ্ধান্তে পর্ষদের প্রভাবশালী সদস্যদের অযাচিত হস্তক্ষেপের কারণে তিনি দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

শেয়ারধারীদের বোনাস শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা

bsecনিজস্ব প্রতিবেদক :

নতুন তালিকাভুক্ত কোম্পানির পরিচালক এবং ওই কোম্পানির ন্যূনতম পাঁচ শতাংশ শেয়ারধারীদের বোনাস শেয়ার বিক্রির ক্ষেত্রে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি জানিয়েছে, যেসব কোম্পানি শেয়ারবাজারে নতুন তালিকাভুক্তির পর লভ্যাংশ ঘোষণা করবে সেসব কোম্পানির পরিচালক এবং ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারীদের বোনাস শেয়ার বিক্রির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা থাকবে। ওই কোম্পানির প্রসপেক্টাস বা বিবরণী প্রকাশের তারিখ থেকে এ নিষেধাজ্ঞা আরোপিত হবে।

তালিকাভুক্ত হওয়ার পরপর কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ ঘোষণা করলে ওই কোম্পানির পরিচালক ও ৫ শতাংশের বেশি শেয়ারধারীরা সেই বোনাস শেয়ার তাৎক্ষণিকভাবে বিক্রি করে দিয়ে বাজার থেকে টাকা তুলে নিতে পারবেন না।

এত দিন ধরে এ ধরনের কোনো বিধান ছিল না। তাই দেখা গেছে, নতুন তালিকাভুক্ত হওয়ার পরপরই অনেক কোম্পানি বোনাস লভ্যাংশ ঘোষণা করে এবং ওই লভ্যাংশ বুঝে পাওয়ার পর তা বাজারে বিক্রি করে টাকা তুলে নেন কোম্পানির পরিচালকেরা।

কারণ তাঁদের মূল শেয়ার বিক্রির ওপর নির্ধারিত সময়ের নিষেধাজ্ঞা থাকলেও বোনাস শেয়ার বিক্রির ক্ষেত্রে সে ধরনের কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে এ সুযোগকে কৌশল হিসেবে বেছে নিতেন কোম্পানির পরিচালকেরা। আর তাতে ক্ষতিগ্রস্ত হতেন সাধারণ বিনিয়োগকারী।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কোটার মেয়াদ বাড়ছে এক বছর

ipoনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা কোম্পানির শেয়ারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটার মেয়াদ এক বছর বাড়ানোর সুপারিশ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সব ধরনের পাবলিক ইস্যুতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য কোটা সংরক্ষণের মেয়াদ বাড়িয়ে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত করার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে বিএসইসির পক্ষ থেকে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

জানা গেছে, ২০১০ সালে বাজার ধসের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের লোকসান কমাতে সব ধরনের পাবলিক ইস্যুতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশ দেয় বিএসইসি। ২০১২ সাল থেকে এটি কার্যকর হয়।

এর ফলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তুলনামূলক কম প্রতিযোগিতায় আইপিওতে শেয়ার পাওয়ার সুবিধা পান। যা ২০১৬ সালের ১ জুলাই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এদিকে বর্তমানে যে কোনো আইপিও সাইজের ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সংরক্ষণের পাশাপাশি ১০ শতাংশ অনিবাসী বাংলাদেশি, ১০ শতাংশ মিউচুয়াল ফান্ড ও অবশিষ্ট ৬০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখার বিধান রয়েছে।

তবে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন এনে আইপিওতে প্রথমবারের মতো বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ কোটা রাখা হতে পারে। পাবলিক ইস্যু বিধিমালার সংশোধনীতে কোটা ব্যবস্থার এ পরিবর্তন আসতে যাচ্ছে বলে বিএসইসিসূত্রে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ডরিন পাওয়ারের আইপিও অনুমোদন

DOREEN-POWERনিজস্ব প্রতিবেদক :

ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসির ৫৬০তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

কোম্পানির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৯ পয়সা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসাবে রয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে