মারুফ মতিনের পদত্যাগের কারণ তদন্ত করবে বিএসইসি

Wali-ul-Maruf-Matinনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি উল মারুফ মতিনের পদত্যাগের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত এমডির পদত্যাগের সিদ্ধান্তও স্থগিত থাকবে বলে জানিয়েছে বিএসইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিএসইসির এ-সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার বিকেলে সিএসইর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত সিএসইর এমডি পদত্যাগ অনুমোদনের যে সিদ্ধান্ত সংস্থাটির পরিচালনা পর্ষদ নিয়েছে, সেই সিদ্ধান্ত স্থগিত থাকবে। অর্থাৎ তদন্ত শেষ করে বিএসইসি পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এমডি তাঁর দায়িত্বে বহাল থাকবেন।

এপ্রসঙ্গে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, ‘সিএসইর এমডির পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠনের বিষয়টি আমি শুনেছি। তবে এখনো পর্যন্ত দাপ্তরিকভাবে এ বিষয়ে আমি অবগত নই। তাই আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে প্রধান করেই তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সংস্থাটির পরিচালক শেখ মাহবুবুর রহমান ও মনসুর রহমান। সিএসইর এমডির পদত্যাগের কারণ ও দুই ধরনের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি বিস্তারিত তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

গত ৩০ নভেম্বর ওয়ালি উল মারুফ মতিন সিএসইর এমডির পদ থেকে পদত্যাগ করেন। ওই দিনই সংস্থাটির চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। যার একটি কপি বিএসইসির চেয়ারম্যানকেও দেওয়া হয়।

  1. আফতাব অটোস
  2. বেক্সিমকো ফার্মা
  3. স্কয়ার ফার্মা
  4. কাশেম ড্রাইসেলস
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. বিএসআরএম স্টিলস
  7. ইউনাইটেড পাওয়ার
  8. কেডিএস এক্সেসরিজ
  9. এমআই সিমেন্ট
  10. শাশা ডেনিমস।

শেয়ারের দর ও মূল্য সূচকের পতন

indexনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে দর ও মূল্য সূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

বুধবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.১১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক ডিএসইএস ১.৭৯ পয়েন্ট কমে ১ হাজার ১০৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.২৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯৮ কোটি কোটি টাকা।

দিনভর ডিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আফতাব অটোস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিলস, ইউনাইটেড পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, এমআই সিমেন্ট ও শাশা ডেনিমস।

অপরদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএএসপিআই সূচক ৪৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে মোট ২৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯২টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এ্যাপেক্স ট্যানারিকে ১০.০৪ কোটি টাকার অনুদান

apex foot-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এ্যাপেক্স ট্যানারি মোট ১০ কোটি ৪ লাখ টাকা অনুদান পাবে। এ নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং সরকারের সঙ্গে কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তরে ক্ষতিপূরণ বাবদ এই অনুদান পাবে কোম্পানিটি। চুক্তির আলোকে প্রথম কিস্তিতে কোম্পানিটি ২ কোটি ৮১ হাজার টাকা গ্রহণ করবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

কেয়া কসমেটিকসের ২০% বোনাস লভ্যাংশ

keyaনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৬৭ টাকা।

আগামী ১৮ ফেব্রুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ক্যাপিটাল মার্কেট এক্সপো শুরু

expo-prize-700নিজস্ব প্রতিবেদক :

বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে শেয়ারবাজার মেলা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলার উদ্বোধন করবেন।

ক্যাপিটাল মার্কেট এক্সপো মেলাটি শনিবার শেষ হবে। তিনব্যাপী মেলার আয়োজন করেছে অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক কামরুন্নাহার শরমিন এবং বিআইসিএমের নির্বাহী চেয়ারম্যান হান্নান জোয়ারদার।

আয়োজকরা জানান, শেয়ারবাজার নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা দূর করতে অর্থনৈতিক উন্নয়নে বাজারকে কাজে লাগানো মেলার মূল উদ্দেশ্য।

জিয়াউর রহমান বলেন, পুঁজিবাজার নিয়ে যথেষ্ট বিভ্রান্তিও আছে। কেউ কেউ মনে করে, দেশের অর্থনীতিতে পুঁজিবাজার কোনো অবদান রাখে না। পুঁজিবাজার সম্পর্কে ভালো জানা না থাকাতেই এমন ভুল ভাবনার জন্ম হয়। সঠিক তথ্য উপস্থাপন করে এই ভুল ধারণা ভেঙে দেয়ার লক্ষ্যে, পুঁজিবাজারের ব্র্যান্ডিং এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোর আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, গত ৪ বছরে আমাদের পুঁজিবাজারে অনেক সংস্কার হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মর্যাদা বেড়েছে। সচেতনতা বাড়ালে এবং পুঁজিবাজারবান্ধব প্রজন্ম গড়ে তোলা গেলে এই বাজারের বিকাশ ত্বরান্বিত হবে।

অর্থসূচক সম্পাদক আরও জানান, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোতে পুঁজিবাজারের প্রায় সব ধরনের স্টেকহোল্ডারের প্রতিনিধিত্ব থাকছে। এতে ব্রোকারহাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, অডিট ফার্ম এবং তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নিচ্ছে। এক্সপোর স্টলে প্রোডাক্ট ও সেবা প্রদর্শন করবে তারা। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন দর্শনার্থীরা।

তিনি জানান, এক্সপোর দর্শনার্থীদের জন্য র‌্যাফেল ড্রর আয়োজন করা হচ্ছে। এতে প্রতিদিনই ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের বিমান টিকিট (প্রতিদিন উভয় রুটে একটি করে), ল্যাপটপ (প্রতিদিন ১টি), স্মার্টফোনসহ (প্রতিদিন ৫টি করে) আকর্ষণীয় অনেক পুরস্কার থাকবে। হান্নান জোয়ার্দার বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তি প্রাইভেট সেক্টর। সরকারের কাজ হল সুযোগ-সুবিধা তৈরি করা; ব্যবসা করা নয়। তিনি বলেন, পুঁজিবাজারে সঠিক নিয়ম ও আইন-কানুন থাকলে কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে এখানে বিনিয়োগ করবে না। এতে ঋণখেলাপির সংখ্যাও কমে যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে