আমান ফিড ও সিঅ্যান্ডএ র এজিএম আজ

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড ও সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নির্ধারিত ১৪ ডিসেম্বর বেলা ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্যাক্টরি প্রাঙ্গনে আমান ফিড লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে। আর সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের চাদগাঁও কমিউনিটি সেন্টারে সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আমান ফিড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ। আর সমাপ্ত হিসাব বছরে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

বঙ্গজ, তাল্লু ও মিথুনের এজিএমের দিন পরিবর্তন

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজ, তাল্লু স্পিনিং ও মিথুন নিটিংয়ের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিগুলোর এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর এজিএম আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণেই কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ এজিএমের তারিখ পরিবর্তন করেছে।

এজিএম সংক্রান্ত পৃথক ও অন্যান্য তথ্য অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

  1. স্কয়ার ফার্মা
  2. বেক্সিমকো ফার্মা
  3. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  4. কাশেম ড্রাইসেলস
  5. বিএসআরএম স্টিলস
  6. আফতাব অটোমোবাইলস
  7. লাফার্জ সুরমা সিমেন্ট
  8. ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
  9. রেনেটা লিমিটেড
  10. কেডিএস এক্সেসরিজ।

সূচকের পতনে শুরু আরেক সপ্তাহ

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহের ৪ কার্যদিবসে সূচকের পতনের পর আরকেটি সপ্তাহ শুরু হলো পতনের মাধ্যমে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৪ কোটি টাকার শেয়ার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ডিএসইতে ২৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১০০ কোটি টাকা কম। গত কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

রবিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪২ পয়েন্টে। এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭২৬ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, কাশেম ড্রাইসেলস, বিএসআরএম স্টিলস, আফতাব অটোমোবাইলস, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, রেনেটা লিমিটেড এবং কেডিএস এক্সেসরিজ।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

শেয়ারহোল্ডারদের বিওতে পেনিনসুলার বোনাস

peninsulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগাং সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্টে পাঠিয়েছে সিডিবিএল। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ১৩ ডিসেম্বর রবিবার এসব শেয়ার পাঠনো হয়েছে। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত পেনিনসুলার পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০১৫ সামপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়।

২৫ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ২০১৫ সালের ৩০ জুনে ঘোষিত লভ্যাংশে সাধারণ শেয়ারহোল্ডররা অনুমোদন দেন। এরই পরিপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর বিও এ্যাকাউন্টে বোনাস শেয়ার ক্রেডিট করা হয়েছে।

২০১৪ সালে দ্যা পেনিনসুলা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

সোনালী আঁশের এমডিসহ ৭ পরিচালককে জরিমানা

Sonali_Aanshনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ পর্ষদের ৭ সদ্যসকে সিকিউরিটিজ আইন লংঘনের দায়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত বিবরণীতে ডিকরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ৮২.২১ শতাংশ বৃদ্ধি, বৈদেশিক ভ্রমণের খরচ আর্থিক হিসাব বিবরণীতে না দেখানো, পাট ক্রয়ের খরচ বছরের পর বছর সমন্বয় না করা, আর্থিক বিবরনী প্রস্তুতিতে বিলম্বিত করের প্রভাব বিবেচনা না করা, পরিচালকদের বার্ষিক প্রতিবেদনে ৩০ জুন ২০১২ সমাপ্ত বছরের আর্থিক বিবরনীতে অডিটরের ক্লোয়ালিফাইড ওপেনিয়ের বিষয়টি প্রকাশ না করার মাধ্যমে যথাক্রমে বিএএস-১, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৮৭ এর ধারা ১২(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ১৮ লঙ্গন করেছে কোম্পানিটি।

আর এ জন্য সোনালী আঁশের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম পাটওয়ারী, পরিচালক শামসুন নাহার, মহসিন পাটওয়ারী, নাবিহা পাটওয়ারী, মাহবুবুর রহমান পাটওয়ারী, জাফর আহমেদ এবং মোবারক আলীসহ প্রত্যেকে ২ লাখ টাকা করে জারিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

বিএসইসির ৫৫২তম কমিশন সভায় এ কোম্পানিকে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

রিজেন্ট টেক্সটাইলের লেনদেন শুরু আগামীকাল

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল ১৪ ডিসেম্বর। এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “‘REGENTTEX” এবং ডিএসইতে কোম্পানি কোড-১৭৪৭০ নির্ধারণ হয়েছে ।

গত ১২ নভেম্বর কোম্পানিটির আইপিও লটারি অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

পুঞ্জীভূত লোকসানী কোম্পানি তালিকাভুক্ত হতে পারবে না

bsecনিজস্ব প্রতিবেদক :

পুঞ্জীভূত লোকসান নিয়ে কোনো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে না। বুকবিল্ডিং পদ্ধতিই হোক আর স্থির দর পদ্ধতিই হোক পুঞ্জীভূত লোকসান নিয়ে পাবলিক অফারিংয়ের ক্ষেত্রে আসা যাবে না। এ বিধান রেখে জনমত যাচাইয়ের জন্য পাবলিক ইস্যু রুলস প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।

এ খসড়া রুলের উপর আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা মতামত দিতে পারবেন। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন বা পরিমার্জন সাপেক্ষে রুলটি চূড়ান্ত করবে বিএসইসি। এরপর এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

খসড়া রুলসে বলা হয়েছে, প্রিমিয়ামে কোনো কোম্পানি শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করতে চাইলে বুকবিল্ডিং পদ্ধতিতে আবেদন করতে হবে। শুধু অভিহিত মূল্যে অর্থ সংগ্রহের জন্য স্থির দর পদ্ধতিতে আবেদন করা যাবে। পরিশোধিত মূলধনের ১০ শতাংশ অথবা অভিহিত মূল্যে ১৫ কোটি টাকার মধ্যে যেটি সর্বোচ্চ পরিমাণ হবে সে পরিমাণ অথবা পরিশোধিত মূলধন কমপক্ষে ১৫ কোটি টাকা রয়েছে সে কোম্পানি আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়ার জন্য আবেদন করতে পারবে।

আইপিওতে আরও যেসব শর্ত রয়েছে সেগুলো হলো- বিএসইসির অডিটর প্যানেল দ্বারা আর্থিক প্রতিবেদন নীরিক্ষা করতে হবে, নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হতে হবে, করপোরেট গভর্ন্যান্স গাইড লাইন পরিপালন করতে হবে, পুঞ্জীভূত লোকসান থাকতে পারবে না এবং সম্পদ পুনর্মূল্যায়ন করতে হবে কমিশনের গাইড লাইন অনুযায়ী।

স্থির দর পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে আরও যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে কোম্পানির নীট গ্রোথ পজেটিভ হতে হবে, কমপক্ষে ৩৫ শতাংশ শেয়ার অবলেখকদের গ্রহণের নিশ্চয়তা দিতে হবে। আর বুকবিল্ডিং পদ্ধতিতে আবেদনের জন্য পরিশোধিত মূলধনের চেয়ে কমপক্ষে ১৫০ শতাংশ সম্পদমূল্য থাকতে হবে।

আবেদনের আগে ৩ বছর ধরে কোম্পানি বাণিজ্যিক উত্পাদনে থাকতে হবে। কমপক্ষে দুই বছরে কোম্পানি মুনাফার প্রবণতায় থাকতে হবে। কমপক্ষে পূর্ববর্তী ২ বছরে নীট কারেন্ট অ্যাসেট এবং নীট অপারেটিং ক্যাশ ফ্লো পজেটিভ হতে হবে।

খসড়া পাবলিক ইস্যু রুলসে বলা হয়েছে, স্থির দর পদ্ধতির ক্ষেত্রে প্রাথমিক গণপ্রস্তাবের ৫০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ও ৫০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। আর বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৭০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত কোটার শেয়ার সর্বনিম্ন যে দরে বিডিং শেষ করবে সেটি হবে কোম্পানির ‘কাট অফ প্রাইস’। কাট অব প্রাইসের চেয়ে ১০ শতাংশ কম দরে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ারের বরাদ্দ মূল্য নির্ধারিত হবে। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ‘কাট অব প্রাইসে’ কোটা অনুযায়ী আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেয়া হবে।