1. বেক্সিমকো ফার্মা
  2. রিজেন্ট টেক্সটাইল
  3. স্কয়ার ফার্মা
  4. কাশেম ড্রাইসেলস
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. বিএসআরএম স্টিলস
  7. ব্র্যাক ব্যাংক
  8. সাইফ পাওয়ার
  9. আফতাব অটোস
  10. কেডিএস এক্সেসরিজ।

সূচক কমলেও লেনদেন বৃদ্ধি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন উভয় বাজারে লেনদেন আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ডিএসইতে ৩৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৬০ কোটি টাকা বেশি। গতকাল রবিবার কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ২৭৪ কোটি কোটি টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সূচক ৮.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭২৪ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, রিজেন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিলস, ব্র্যাক ব্যাংক, সাইফ পাওয়ার, এবং কেডিএস এক্সেসরিজ।

সোমবার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৩০ পয়েন্টে। সেখানে ২৪ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৯ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

রিজেন্ট টেক্সটাইল ২৬ টাকায় লেনদেন

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার ২৬ টাকায় লেনদেন হচ্ছে। সোমবার দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনের শুরুতে প্রথম লেনদেন হয় ৩০ টাকায়। এরপর কমতে থাকে দর। দিনের প্রথম আড়াই ঘন্টায় এ শেয়ার সর্বোচ্চ ৩১ টাকায় লেনদেন হয়। বেলা ১২ টা পর্যন্ত এ শেয়ারের সর্বশেষ দর ছিল ২৫.৮০ টাকায়।

এর আগে আজ সকাল ১০ ঢাকা স্টক এক্সচেঞ্জে (সিএসই) এর আনুষ্ঠানিকতা শেষ হয়। এসময় কোম্পানির শীর্ষ কর্মকর্তাসহ ডিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

রিজেন্ট টেক্সটাইলের লেনদেন শুরু ১৪ ডিসেম্বর

logo-regentস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আজ ১৪ ডিসেম্বর। এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “‘REGENTTEX” এবং ডিএসইতে কোম্পানি কোড-১৭৪৭০ নির্ধারণ হয়েছে ।

গত ১২ নভেম্বর কোম্পানিটির আইপিও লটারি অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রিজেন্ট টেক্সটাইলের ইপিএস ২৫ পয়সা

regent-smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের আইপিও-পরবর্তী ইপিএস হয়েছে ০.২৫ টাকা বা ২৫ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই-সেপ্টেম্বর ২০১৫) অনুযায়ী, রিজেন্ট টেক্সটাইলের কর পরিশোধের পর মুনাফা করেছে ২ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা। আর আইপিও পূর্ববর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা এবং আইপিও-পরবর্তী ইপিএস হয়েছে ০.২৫ টাকা।

একই প্রান্তিকে এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৫.২৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম