৩১ ডিসেম্বর শেয়ারবাজার খোলা থাকবে

dse-1-smbdনিজস্ব প্রতিবেদক :

ব্যাংক হলিডে পরিবর্তনের কারণে ৩১ ডিসেম্বর শেয়ারবাজারে খোলা থাকবে। ১ জানুয়ারি ব্যাংক হলিডে ঘোষণা করায় ওই দিন লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ব্যাংকগুলো ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি ব্যাংক হলিডে ঘোষণা করায় ৩১ ডিসেম্বর ডিএসইর লেনদেন ও অন্যান্য কার্যক্রম চালু থাকবে।

তবে ১ জানুয়ারি শুক্রবার হওয়ায় স্বাপ্তাহিক ছুটির কারণে ওই দিন স্বাভাবিকভাবেই শেয়ারবাজারে লেনদেন হবে না।

প্রসঙ্গত : পৌরসভা নির্বাচনের কারণে এ বছর ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি ব্যাংক হলিডে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

  1. তিতাস গ্যাস
  2. বেক্সিমকো লি.
  3. এমারেল্ড অয়েল
  4. এসিআই লিমিটেড
  5. বেক্সিমকো ফার্মা
  6. সাইফ পাওয়ারটেক
  7. কাশেম ড্রাইসেলস
  8. কেডিএস এক্সেসরিজ
  9. আফতাব অটো
  10. ইউসিবিএল।

শেয়ারবাজারে নিম্নমুখী প্রবনতায় লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে নিম্নমুখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কমেছে সূচক ও শেয়ারের দর। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য দেখা যায়।

বুধবার ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪০ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৯৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ৫২৬ কোটি টাকার শেয়ার।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- তিতাস গ্যাস, বেক্সিমকো লি., এমারেল্ড অয়েল, এসিআই লিমিটেড, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস, কেডিএস এক্সেসরিজ, আফতাব অটোমোবাইলস এবং ইউসিবিএল।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮২ পয়েন্টে। এদিন ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

আইপিওতে প্রাতিষ্ঠানিক কোটা কমানোর দাবি

bsecনিজস্ব প্রতিবেদক :

আইপিওর নতুন আইনে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রাতিষ্ঠানিক কোটা কমানো আর সাধারণ বিনিয়োগকারীদের কোটা বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা।

বুধবার দুপুর ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে কয়েকশ’ বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। গতকাল একই দাবিতে বিএসইসির চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জানান তারা।

সমাবেশে বিনিয়োগকারীরা বলেন, প্রস্তাবিত আইনে বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য মাত্র ৩০ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। বাকি ৭০ শতাংশ কোটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে। আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ ৪০ শতাংশ কোটা সংরক্ষিত ছিল। এখন এটি প্রায় দ্বিগুণ করা হয়েছে। এর মাধ্যমে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস-২০১৫ এর খসড়া প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জনমত যাচাইয়ে পাবলিক ইস্যু রুলের খসড়া প্রস্তাবটি বিএসইসির ওয়েবাসইটে প্রকাশ করা হয়েছে। রুলের বিষয়ে মতামত দেওয়ার শেষ দিন ছিল আজ ২৩ ডিসেম্বর।

খসড়া প্রস্তাবে আইপিওতে প্রিমিয়ামের জন্য বুকবিল্ডিং পদ্ধতিতে এবং অভিহিত মূল্যের জন্য ফিক্সড প্রাইস মেথডে আবেদনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৭০ শতাংশ এবং ফিক্সড প্রাইস মেথডে ৫০ শতাংশ কোটা সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

এ প্রসঙ্গে আন্দোলনরত বিনিয়োগকারী পিন্স মাহমুদ স্টকমার্কেটবিডিকে বলেন, পাবলিক শেয়ার ছাড়ার কথা বলে কোম্পানিগুলো প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের জন্যই আইপিও অনুমোদন। সেখানে সাধারণ বিনিয়োগকারী ও প্রবাসীদের মাত্র ৩০ শতাংশ কোট গ্রহণেযাগ্য নহে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

বিভিন্ন স্থানে ১২ কোম্পানির এজিএম বুধবার

agmনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ ডিসেম্বর বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড সিরামিক : স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম সকাল ১০টায় গাজীপুরের জয়দেবপুরে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে।

ডেফোডিল কম্পিউটার্স : ডেফোডিল কম্পিউটার্স লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল ১০টায় ধানমন্ডির সোবহানবাগের ডিআইইউ অডিটরিয়ামে।

মেঘনা কনডেন্সড মিল্ক : মেঘনা কনডেন্সড মিল্কের এজিএম অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায় কুমিল্লার বাগমারায় অবস্থিত মেঘনা কমিউনিটি সেন্টারে।

রহিমা ফুড : রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে।

সমরিতা হাসপাতাল : সমরিতা হাসপাতালের এজিএম অনুষ্ঠিত হবে বেলা ১১টায় তেজগাঁওয়ের লাভ রোডের সমরিতা হাসপাতালে।

হা-ওয়েল টেক্সটাইল : হা-ওয়েল টেক্সটাইলস বিডি লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে বেলা ১১টায় গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে।

এটলাস বাংলাদেশ : এটলাস বাংলাদেশ লিমিটেডের এজিএম বেলা ১১টায় টঙ্গীতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে।

ফার ইস্ট নিটিং : ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম বেলা ১১টায় গাজীপুরের চন্দ্রায় কোম্পানিটির ফ্যাক্টরি প্রাঙ্গনে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ : অলটেক্স ইন্ডাস্ট্রিজের এজিএম বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে অলটেক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে।

জেমিনি সি ফুড : জেমিনি সি ফুডের এজিএম বেলা সোয়া ১১টায় ধানমন্ডির সাত মসজিদ রোডের সেলিব্রেটি কনভেশন সেন্টারে।

সোনালী আঁশ: এজিএম সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে শান্তিনগরের হোয়াইট হাউজ হোটেলে।

মেঘনা পেট : মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের এজিএম অনুষ্ঠিত হবে ১২টায় কুমিল্লার বাগমারায় অবস্থিত মেঘনা কমিউনিটি সেন্টারে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

রিজেন্ট টেক্সটাইল নিয়ে হতাশ আইপিওধারীরা

ipoনিজস্ব প্রতিবেদক :

আইপিওতে রিজেন্ট টেক্সটাইল কোম্পানির লটারি বিজয়ী বিনিয়োগকারীরা লেনদেনের প্রথম দিনেই হতাশ হয়েছেন। হাইকোর্টে কোম্পানিটির আইপিও স্থগিত করা কোম্পানির শেয়ার কিনে এখন লোকসান গুনছে এসব বিনিয়োগকারীরা।

আইপিও শেয়ার কিনতে টাকা জমা দেওয়ার দু’মাস পর সেকেন্ডারি শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম দিনে কেনা দামেই তা বিক্রি করেছেন অনেকে। এর পর থেকে তারা লোকসান দিয়ে এই শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

লেনদেনের প্রথম দিনে আইপিও ইস্যু মূল্যের তুলনায় বেশি দর না পাওয়ার জন্য কোম্পানিটির বিরুদ্ধে নানা অভিযোগ এবং হাইকোর্টে কোম্পানিটির আইপিও স্থগিত চেয়ে করা রিটকে প্রধান কারণ মনে করছেন বিনিয়োগকারীরা।

তবে বাজার সংশ্লিষ্টরা শেয়ারবাজারের বিদ্যমান নিম্নমুখী ধারাকে প্রধান কারণ বলে মনে করছেন।

রিজেন্ট টেক্সটাইল কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দরে বিক্রি করে।

গতকাল মঙ্গলবার ডিএসইতে এর সর্বশেষ লেনদেন মূল্য ছিল ২০ টাকা ৬০ পয়সা। অন্য শেয়ারবাজার সিএসইতে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন মূল্য ছিল ২০ টাকা ৭০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে