শ্যামল ইক্যুইটি ও সাদ সিকিউরিটিজকে জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও সাদ সিকিউরিটিজ লিমিটেডকে আর্থিক জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার কমিশনের ৫৬৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্জিন দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এমন কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান, ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেন, সমন্বিত গ্রাহকের হিসাবে ঘাটতি ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অস্বচ্চতার কারণে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির দায়ে সাদ সিকিউরিটিজ লিমিটেড জড়িত থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সামিট পোর্টকে ৫:১ হারে রাইট অনুমোদন

summitনিজস্ব প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডকে ৫:১ হারে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৪তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৫:১ হারে এ রাইট ছাড়বে। অর্থ্যাৎ ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। এজন্য ৫ টাকা প্রিমিয়ামসহ বরাদ্দ মূল্য নির্ধারণ হয়েছে ১৫ টাকা। রাইট শেয়ার ইস্যু করে কোম্পানিটি ৫১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৯৯০ টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

অবশেষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও পূন:বহাল

bni-smbdনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রক্রিয়াটি পূন:বহাল রেখেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার কমিশন বৈঠকে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হেয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটি আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করবে।

এরআগে কোম্পানির আইপিও আবেদন ৩০ জুন শুরু হবার কথা থাকলেও তা স্থগিত করা হয়। তা ৯ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় ও প্রবাসী উভয় বিনিয়োগকারীদের আইপিও আবেদন করার সময় নির্ধারন করা হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪ তম সভায় উক্ত কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা ।

আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা কোম্পানির এফডিআর, ট্রেজারি বন্ড এবং আইপিওর কাজে ব্যয় করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এ বিষয়ে কোম্পানির সিএফও ফিরুজুল ইসলাম বলেন, বিএসইসির সঙ্গে আলাপ করে পরিচালনা পর্ষদ আবেদন গ্রহণ বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে খুব শিগগিরই এর সমাধান হবে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ম্যারিকো বিডির বোর্ড সভা ২৫ জানুয়ারি

maricoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বিডি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা সাড়ে ৪ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

মিউচুয়াল ফান্ড অবসায়নে ফের শুনানি ১ ফেব্রুয়ারি

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবসায়ন বা রূপান্তরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার বৈধতার বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি ফের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি না হওয়া পর্যন্ত মিউচুয়াল ফান্ডের অবসায়ন বা রূপান্তরের বিষয়ে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে রবিবার শুনানি শেষে ১৮ জানুয়ারি সোমবার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন আদালত। কিন্তু সোমবার নতুন করে শুনানির তারিখ ও মিউচুয়াল ফান্ডের বর্তমান স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউনিটহোল্ডারদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আমিন উদ্দিন বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মামলাটিকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত স্থিতি অবস্থা দিয়েছে। এ সময়ের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সিভিল পিটিশন দাখিল করতে বলা হয়েছে। এটা দাখিল করা হলে মামলাটি পুনরায় ১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ বছরের বেশি মেয়াদি মিউচুয়াল ফান্ড অবসায়ন বা রূপান্তরে বিএসইসির নির্দেশনার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন আলী জামান নামে এক বিনিয়োগকারী।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ন্যাশনাল টির নতুন সিএফও নিয়োগ

natinal tea-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি লিমিটেডের নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগ দিয়েছে। সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির নতুন সিএফও হিসাবে মো. লোকমান হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৭ জানুয়ারি থেকে এই নতুন সিএফও দায়িত্ব পালন করছেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

মাইডাস ফাইন্যান্সের বোর্ড সভা ২৪ জানুয়ারি

midasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা তিন টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. এমারেল্ড অয়েল
  2. জিপিএইচ ইস্পাত
  3. ইউনাইটেড পাওয়ার
  4. সাইফ পাওয়ারটেক
  5. গোল্ডেন সন
  6. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  7. বিডি থাই
  8. আইটিসি
  9. সিটি ব্যাংক
  10. তাল্লু স্পিনিং।

আবারো ৬০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন লেনদেন আবারো ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। অন্য্দিকে সিএসইতেও লেনদেন ও সূচক আগের দিনের চেয়েছে বেড়েছে।

সোমবার দিনভর ডিএসইতে ৬১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন ছিল ৫১২ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২.৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২১ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ০.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৩ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- এমারেল্ড অয়েল, জিপিএইচ ইস্পাত, ইউনাইটেড পাওয়ার কোম্পানি, সাইফ পাওয়ারটেক, গোল্ডেন সন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি থাই, আইটিসি, সিটি ব্যাংক এবং তাল্লু স্পিনিং।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৬ পয়েন্টে। এদিন সেখানে লেনদেন হয়েছে ৪০ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকা।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টি কোম্পানির, দর কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ন্যাশনাল টিউবসের বোর্ড সভা ২০ জানুয়ারি

national-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোর্ড সভা আগামী ২০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা তিন টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে