অলটেক্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

altexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কতৃপক্ষ এমনটাই জানাই ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ৪ জানুয়ারি শেয়ারটির দর ছিল ১৭.৫০ টাকা। গতকাল ১৯ জানুয়ারি তা বেড়ে হয়েছে ২৯.৯০ টাকা। এসময়ে শেয়ারটির দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

পপুলার লাইফ ফ্লোর স্পেস কিনবে

populer lifস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নোয়াখালিতে দুটি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

নোয়াখালির মাইজদিতে নদী বাংলা সমবায় টাওয়ারের ৫ম ও ৪র্থ তলায় অবস্থিত ২০০০ ও ৭,৮৫০ স্কয়ার ফুটের ফ্লোরের দাম পড়বে ২ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

এই ফ্লোরটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন ১৭-২৫ ফেব্রুয়ারি

bni-smbdনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এরআগে কোম্পানির আইপিও আবেদন ৩০ জুন শুরু হবার কথা থাকলেও তা স্থগিত করা হয়। তা ৯ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় ও প্রবাসী উভয় বিনিয়োগকারীদের আইপিও আবেদন করার সময় নির্ধারন করা হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪ তম সভায় উক্ত কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা ।

আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা কোম্পানির এফডিআর, ট্রেজারি বন্ড এবং আইপিওর কাজে ব্যয় করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সমরিতার বোর্ড সভা ২৩ জানুয়ারি

samaritaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সেবা খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে