ইউনিয়ন ক্যাপিটালের নগদ ও বোনাস লভ্যাংশ

unionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার কোম্পানিটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

এ বছরে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৪০ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ১৮.৭৫ টাকা।

আগামী ২৮ এপ্রিল গুলশানে স্প্রেক্ট্রা কনভেনশন সেন্টারে কোম্পনিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আল-আরাফাহ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

al-arafaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার ব্যাংকটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

এ বছরে আল আরাফাহ ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৩৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ১৮.৫০ টাকা।

আগামী ২৭ এপ্রিল প্রধান কার্যালয়ে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্রাইম ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ

primeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার ব্যাংকটির বোর্ড সভায় এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

এ বছরে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.১১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ২৫.৭৫ টাকা।

আগামী ২৬ এপ্রিল ফার্মগেট কেআইবি কমপ্লেক্সে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ড্রাগন সোয়েটারের লেনদেন শুরু ২৩ মার্চ

dragonস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ২৩ মার্চ। এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “DSSL” এবং ডিএসইতে কোম্পানি কোড-১৭৪৭১ নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

এ্যাপেক্স ট্যানারির বোর্ড সভা ২৮ মার্চ

apex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. কেয়া কসমেটিকস
  2. বেক্স ফার্মা
  3. এমারেল্ড ওয়েল
  4. বিএসআরএম লি
  5. স্কয়ার ফার্মা
  6. এএফসি এগ্রো
  7. বিডি থাই
  8. তিতাস গ্যাস
  9. পাওয়ার গ্রিড
  10. অলটেক্স টেক্সটাইল।

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে মোট লেনদেনের বৃদ্ধি হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আগের দিনের চেয়ে দিনের লেনদেন কমেছে, তবে বেড়েছে সূচক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১.৮৬ পয়েন্ট বেড়ে ৪৪৪২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ০.৪৬ পয়েন্ট বেড়ে ১০৭৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৬৯১ পয়েন্টে।

দিনভর ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৬৯ লাখ টাকা। এহিসাবে ডিএসইতে লেনদেন প্রায় ৯০ কোটি টাকা বেড়েছে।

এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫১ টির কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- কেয়া কসমেটিকস, বেক্স ফার্মা, এমারেল্ড ওয়েল, বিএসআরএম লি, স্কয়ার ফার্মা, এএফসি এগ্রো, বিডি থাই, তিতাস গ্যাস, পাওয়ার গ্রিড ও অলটেক্স টেক্সটাইল।

অপরদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৯ লাখ টাকার বেশি শেয়ার। সর্বশেষ বুধবার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। এহিসাবে সিএসইতে লেনদেন প্রায় ৪ কোটি টাকা কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনিক হোটেল ৩৩ কোটি টাকার জমি কিনবে

unic...smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি ইউনিক হোটেল এণ্ড রিসোর্ট লিমিটেড জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের এ জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি উত্তরা এলাকায় ১৪ তলা ভবনসহ ৯ কাঠা ৭ ছটাক জমি কিনবে।

অন্যান্য খরচসহ জমির মোট দাম পড়বে ৩২ কোটি ৮৭ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এনসিসি ব্যাংকের বোর্ড সভা ৩০ মার্চ

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জাহিন স্পিনিংয়ের বোর্ড সভা ২৭ মার্চ

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায়কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ