বাংলাদেশ ইন্স্যুরেন্সের লটারির ফলাফল প্রকাশ

bni-smbdনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারি ড্র য়ের ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ রবিবার বেলা ৩ টায় রাজধানীর রমনায় আইইবি ইন্সটিটিউটের সেমিনার হলে এ ড্র অনুষ্ঠান শুরু হয়।

ফল পেতে ক্লিক করুন-

ট্রেক কোড

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

মিউচ্যুয়াল ফান্ড

এর আগে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

কোম্পানির আইপিও আবেদন ৩০ জুন শুরু হবার কথা থাকলেও তা স্থগিত করা হয়। তা ৯ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় ও প্রবাসী উভয় বিনিয়োগকারীদের আইপিও আবেদন করার সময় নির্ধারন করা হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪ তম সভায় উক্ত কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা ।

আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা কোম্পানির এফডিআর, ট্রেজারি বন্ড এবং আইপিওর কাজে ব্যয় করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ মার্চ

united-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আমান ফিডের দর বৃদ্ধির কারণ নেই

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে দর বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৮ মার্চ শেয়ারটির দর ছিল ৫৫ টাকা। যা আজ ২০ মার্চ ৭৪ টাকায় দাঁড়িয়েছে। এসময় কোম্পানিটির দর একদিন মাত্র কমেছে। বাকি দিনগুলোতে টানা দর বেড়েছে। শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে আমান ফিডের পক্ষ থেকে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিএমসি কামালের একীভূতকরণ উচ্চ আদালতে অনুমোদন

courtনিজস্ব প্রতিবেদক :

একই ব্যবস্থাপনার অধীন আরেক কোম্পানি আলিফ ইউনিটেক্স লিমিটেডকে একীভূত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে উচ্চ আদালত। এর ফলে সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড ও আলিফ ইউনিটেক্স লিমিটেড একীভূতকরণে কোনো বাধা রইল না। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সর্বোচ্চ আদালতের কোম্পানি বেঞ্চের নির্দেশক্রমে ২১ ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর হোটেল অবকাশে ইজিএম আহ্বান করেছে সিএমসি কামাল। ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর। এর আগে রোববার এ কোম্পানির শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে কেনাবেচা হবে।

সেপ্টেম্বরে ডিএসই জানায়, একীভূতকরণ পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা অনুসারে আলিফ ইউনিটেক্সের শেয়ারহোল্ডারদের নামে সিএমসি কামালের ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সিএমসি কামালের পরিচালনা পর্ষদ। এর মধ্য দিয়ে আলিফ ইউনিটেক্সের সব সম্পদ ও দায় সিএমসি কামালের নামে নথিভুক্ত হবে। উচ্চ আদালত, ইজিএমে শেয়ারহোল্ডার ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিক্রমে একীভূতকরণের এ পরিকল্পনা বাস্তবায়নযোগ্য।

প্রস্তাবিত একীভূতকরণ স্কিম অনুসারে, নিজ কোম্পানির প্রতিটি শেয়ারের বিপরীতে আলিফ ইউনিটেক্সের শেয়ারহোল্ডাররা ৮ দশমিক ৪৫টি সিএমসি কামাল শেয়ার পাবেন। কোম্পানি কর্তৃপক্ষ আশা করছে, একই ধরনের দুই কোম্পানির একীভূতকরণ শেষে সম্মিলিত খরচ তুলনামূলক কমে প্রতিষ্ঠানের দক্ষতা বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

কেডিএস এক্সেসরিজের বোর্ড সভা আহবান

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫ টায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

তালিকাভুক্ত হওয়ার পর এবারে প্রথম বিনিয়োগকারীদের লভ্যাংশ দিবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. কেয়া কসমেটিকস
  2. সিএমসি কামাল
  3. এএফসি এগ্রো
  4. অলটেক্স টেক্সটাইল
  5. লংকা-বাংলা ফাইন্যান্স
  6. আমান ফিড
  7. ওরিয়ন ফিউশন
  8. এমারেল্ড ওয়েল
  9. সামিট পাওয়ার
  10. ফুয়াং সিরামিকস।

ডিএসইতে কমলেও লেনদেন বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আগের দিনের চেয়ে দিনের লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ পয়েন্ট কমে ৪৪৩০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১.৭৫ পয়েন্ট কমে ১০৭৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৬৮৮ পয়েন্টে।

দিনভর ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৬৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৭৪ লাখ টাকা। এহিসাবে ডিএসইতে লেনদেন প্রায় ৩০ কোটি টাকা কমেছে।

এই দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯ টির কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির।

টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- কেয়া কসমেটিকস, সিএমসি কামাল, এএফসি এগ্রো, অলটেক্স টেক্সটাইল, লংকা-বাংলা ফাইন্যান্স, আমান ফিড, ওরিয়ন ফিউশন, এমারেল্ড ওয়েল, সামিট পাওয়ার ও ফুয়াং সিরামিকস।

অপরদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৫ লাখ টাকার বেশি শেয়ার। সর্বশেষ বুধবার লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। এহিসাবে সিএসইতে লেনদেন প্রায় ২ কোটি টাকা কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশ ইন্স্যুরেন্সের আইপিও লটারি ড্র আজ

bni-smbdনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারি ড্র আজ ২০ মার্চ অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ৩ টায় রাজধানীর রমনায় আইইবি ইন্সটিটিউটের সেমিনার হলে এ ড্র অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

কোম্পানির আইপিও আবেদন ৩০ জুন শুরু হবার কথা থাকলেও তা স্থগিত করা হয়। তা ৯ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় ও প্রবাসী উভয় বিনিয়োগকারীদের আইপিও আবেদন করার সময় নির্ধারন করা হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪ তম সভায় উক্ত কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা ।

আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা কোম্পানির এফডিআর, ট্রেজারি বন্ড এবং আইপিওর কাজে ব্যয় করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মতিন স্পিনিংয়ের আইপিও প্রকল্পের উৎপাদন

matin-spinning-logo-mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি চলতি মাসের ২৮ তারিখে নতুন প্রকল্পের উৎপাদন কার্যক্রম শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিদিন অতিরিক্ত ৭ টন সাংশ্লেষিক (সিনথেটিক) ‍সুতা উৎপাদন করতে পারবে। এ লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে নতুন প্রকল্প স্থাপন করা হয়েছে। এজন্য ১০ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হয়েছে।

কোম্পানিটি বর্তমানে দৈনিক ২৫ টন কার্ডেড ও ১০ টন মিশ্রিত সুতা উৎপাদন করে। নতুন প্রকল্পের মাধ্যমে দৈনিক আরও ৭ টন সাংশ্লেষিক সুতা উৎপাদন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

কেয়া কসমেটিকসের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের ৩০ সেপ্টেম্বর ২০১৫ (জুলাই-সেপ্টেম্বর) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ও সম্পদ মূল্য আগের বছর থেকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিলো ৫৯ পয়সা।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭.১৯ টাকা। যা আগের বছর ছিল ১৬.৬৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর