বুক বিল্ডিং সফটওয়্যারের উদ্বোধন আজ

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুক বিল্ডিং সফটওয়্যার উদ্বোধন হবে আজ ২৬ মে, বৃহস্পতিবার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর আইসিটি ও লিস্টিং বিভাগের যৌথ উদ্যোগে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. স্বপন কুমার বালা প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করবেন। ওই দিন বেলা ৩ টায় ডিএসইতে এই উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ওয়ান ব্যাংকের ৩ লাখ শেয়ার বিক্রয়

one bank-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ড. শাহিদা আক্তার নামে ব্যাংকের এ উদ্দ্যোক্তা হাতে থাকা ৩ লাখ শেয়ার বিক্রি করবেন। তার নিকট মোট ১ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার ৬৩ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. শাহজিবাজার পাওয়ার
  2. এমজেএল বিডি
  3. ডরিন পাওয়ার
  4. খান ব্রাদার্স পিপি
  5. ফ্যামিলি টেক্স
  6. অরিয়ন ফিউশন
  7. লাফার্জ সুরমা
  8. স্কয়ার ফার্মা
  9. তিতাস গ্যাস
  10. বিএসআরএম লি.।

শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে সব ধরণের মূল্য সূচক ও লেনদেন কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৭৬ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও মূল্য সূচক দুটোই কমেছে।

বুধবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। যা গতকাল মঙ্গলবার ছিল ৩৯২ কোটি ১৫ লাখ টাকা। এহিসাবে এদিন লেনদেন প্রায় ১৬ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৯৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৯৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, এমজেএল বিডি, ডরিন পাওয়ার, খান ব্রাদার্স পিপি, ফ্যামিলি টেক্স, অরিয়ন ফিউশন, লাফার্জ সুরমা, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস ও বিএসআরএম লি.।

এদিকে অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকার।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

যমুনা ব্যাংকের শেয়ার ক্রয়ের ঘোষণা

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: ইসমাইল হোসেন সিরাজী নামে ব্যাংকের এই উদ্যোক্তা এসব শেয়ার বাজারদরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের আয় বেড়েছে

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের ১৭টি কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানি চলতি বছরের প্রথম তিন মাসে মুনাফায় রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত জানুয়ারি-মার্চ সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে গতবারের এই সময়ের তুলনায় আয় বেড়েছে বলে দেখানো হয়েছে।

বাজারে তালিকাভুক্ত এই খাতের ২৩ কোম্পানির মধ্যে ২০টি তিন মাসের এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এই তিন মাসকে বছরের প্রথম প্রান্তিক হিসেবে ধরে প্রতিবেদন তৈরি করা ১৭ কোম্পানির মধ্যে ১১টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে; কমেছে একটির, অপরিবর্তিত রয়েছে একটির এবং লোকসানে রয়েছে চার কোম্পানি।

আর এই সময়কে ২০১৫-১৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিক ধরে প্রতিবেদন প্রকাশ করা তিন কোম্পানির মধ্যে দুটির ইপিএস বেড়েছে, কমেছে একটির।

 

স্টকমার্কেটবিডি.কম/এম