টাকা উত্তোলনের অপেক্ষায় ৩ কোম্পানি

bsecস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে টাকা উত্তোলন করবে তিনটি কোম্পানি। ইতোমধ্যে কোম্পানি তিনটির কর্তৃপক্ষ রোডশো সম্পন্ন করে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনে আবেদনপত্র জমা দিয়েছে।

কোম্পানি তিনটি হলো- তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড, এসটিএস হোল্ডিংস লিমিটেড ব‍া অ্যাপোলো হাসপাতাল ও সেবা খাতের ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

আমরা নেটওয়ার্কস লিমিটেড শেয়ারবাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করতে ২৬ এপ্রিল বিএসইসিতে আবেদনপত্র জমা দিয়েছে।

অন্যদিকে, এসটিএস হোল্ডিংস লিমিটেড ব‍া অ্যাপোলো হাসপাতাল কোম্পানির কর্তৃপক্ষও ৫ এপ্রিল রোডশো সম্পন্ন করে কমিশনে আবেদনপত্র জমা দেয়। কোম্পানিটি ১০ টাকা ‍অভিহিত মূল্যে শেয়ারবাজারে সাড়ে ৭ কোটি শেয়ার ছাড়বে।

তবে কমিশনের অনুমোদন সাপেক্ষে কবে থেকে কোম্পানি দুটি টাকা উত্তোলন শুরু করবে তা নির্ধারিত হয়নি। শিগগিরই অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কমিশনের বিশেষ সূত্র নিশ্চিত করেছে।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ১৯ এপ্রিল হোটেলে রোড-শোর আয়োজন করে। শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে ৬০ কোটি টাকা তুলতে চায় কোম্পানিটি।

এরই মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইয়াকিন পলিমার লিমিটেডকে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বিএসইসি। ইয়াকিন পলিমারসহ তিনটি কোম্পানি শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের প্রক্রিয়ায় রয়েছে।

ইয়াকিন পলিমার লিমিটেড শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

রমজান মাসে লেনদেনের সময় নির্ধারণ

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

আসন্ন রমজান মাসের জন্য আধা ঘণ্টা কমিয়ে এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের সময় নির্ধারণ করেছে । সূত্র থেকে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, প্রতিদিন সাড়ে ১০টায় শুরু হয়ে লেনদেন বেলা ২টা পর্যন্ত চলবে।

বর্তমানে ডিএসইতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়। স্টক এক্সচেঞ্জটির দাফতরিক কাজ চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। রমজানে ডিএসই অফিস একই সময়ে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলবে। ঈদুল ফিতরের পর লেনদেন ও অফিসের নিয়মিত সময়সূচিতে ফিরে আসবে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

কারণ ছাড়াই বাড়ছে লাফার্জ সুরমার দর

lafarzস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কতৃপক্ষ এমনটাই জানায় দুই স্টক এক্সচেঞ্জকে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৬ মে শেয়ারটির দর ছিল ৫৭.৬০ টাকা, যা গতকাল ৩১ মে ৮১ টাকা ২০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়।

জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর