নিজস্ব প্রতিবেদক :
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বিভিন্ন ফি কমাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
এ বিষয়ে সিডিবিএলকে ইটিএফ, স্মল ক্যাপ প্লাটফর্মে তালিকাভুক্ত সিকিউরিটিজ, ওপেন এন্ড মিউচ্যুয়াল ফান্ড ইত্যাদির মতো কিছু নতুন প্রোডাক্ট চালু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়। ।
সম্প্রতি বিএসইসির সম্মেলন কক্ষে এসব বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। বিএসইসি নিজেও ফির হার পর্যালোচনা করছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে সিডিবিএল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে বিএসইসি।
বৈঠকে পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ার সিডিএস (Central Depository System) সেবার ফির প্রসঙ্গ তুলেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশে সিডিএস সেবার ফি অন্যান্য দেশের চেয়ে বেশি। তাই এটি কমানো উচিত। তাছাড়া এখন তালিকাভুক্ত কোম্পানি আগের চেয়ে বেশি হয়েছে। সিডিবিএলের আর্থিক অবস্থাও এখন ভালো।
স্টকমার্কেটবিডি.কম/এম