1. একমি ল্যাব.
  2. আমান ফিডস
  3. বিবিএস
  4. এমারেল্ড ওয়েল
  5. বিএসআরএম লি.
  6. কাসেম ড্রাইসেল
  7. লাফার্জ সুরমা
  8. ইসলামী ব্যাংক
  9. অলিম্পিক এক্সেসরিজ
  10. শাহজিবাজার পাওয়ার।

শেয়ারবাজারে লেনদেনের পতন ও সূচকের উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে টাকার অংকে লেনদেনের পরিমান কমলেও মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। আর এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ডিএসইতে ৩৫৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন মঙ্গলবার ছিল ৩৮৭ কোটি ৮২ লাখ টাকা। এ হিসাবে দিনের লেনদেন ৩০ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৩৮ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫ টির, কমেছে ১১৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাব., আমান ফিডস, বিবিএস, এমারেল্ড ওয়েল, বিএসআরএম লি., কাসেম ড্রাইসেল, লাফার্জ সুরমা, ইসলামী ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ ও শাহজিবাজার পাওয়ার।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন মঙ্গলবার সেখানে ২৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৫৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

ম্যাকসন স্পিনিংয়ের নতুন হিসাব বছর

Maksonsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ হিসাব বছরের নতুন গনণা শুরু করেছে। চলতি বছর থেকে কোম্পানিটি জুন-জুলাই হিসাবে বছর গনণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানি আইন-১৯৯৪ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী হিসাব বছর পরিবর্তন করবে।

জানা গেছে, কোম্পানিটি ৩১ মার্চের এর পরিবর্তে জুন-জুলাই হিসাব বছর গনণা করবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বিমা- আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরন করার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয় বিক্রয়

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের দুইজন পরিচালক শেয়ার ক্রয় বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আবু সাঈদ মোহাম্মদ নাঈম নামের একজন স্পন্সর সব শেয়ার বিক্রি করবেন। তার হাতে মোট ৫ লাখ ২১ হাজার ১৪৫ টি শেয়ার রয়েছে। এসব শেয়ার কিনবে এই প্রতিষ্ঠানের আরেক স্পন্সর সাবের হোসেন চৌধুরী।

ডিএসই জানায়, তারা ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে এই ক্রয় বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জাহিন স্পিনিংয়ের ইজিএমে প্রেফারেন্স শেয়ার অনুমোদন

zahinনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং মিলস লিমিটেড ৫৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। শেয়ার ছাড়ার এ বিষয়টিকে শেয়ারহোল্ডারদের নিকট হতে অনুমোদন নিয়েছে কোম্পানি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে একটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এই মূলধন বাড়ানোর বিষয়টিকে অনুমোদন দেয়।

কোম্পানির বোর্ড সভায় ৫৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। এটি হবে নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার।

এ বিষয়টিকে ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিকট আবেদন করে তা সম্মতি নিতে হবে।

প্রস্তাবিত এই মূলধন বাড়ানোর স্কিম অনুসারে, কোম্পানির প্রতিটি শেয়ারের দর ১০ টাকা হিসাবে ৫ কোটি ৫৫ লাখ শেয়ার ইস্যু করবে।

সবটকমার্কেটবিডি.কম/এম

ইয়ামাহা মটর সাইকেল বিক্রয় করবে এসিআই

(JPEG Image, 259 × 194 pixels)নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেডের সাথে ইন্ডিয়া ইয়ামাহা মটরস প্রাইভেট লিমিটেডের একটি চুক্তি সই হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৫ জুন কোম্পানির পরিচালনা পর্ষদ ইয়ামাহা ব্রান্ডের মটর সাইকেল বিক্রয় ও বিতরণের জন্য এই চুক্তি করে।

কোম্পানি দুটির মধ্যে আগামী তিন বছরের জন্য চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, এসিআই মটরস বাংলাদেশের ভূখন্ডে ইয়ামাহা ব্রান্ডের মটরসাইকেল ও এর যণ্ত্রাংশ বিক্রয় এবং বিতরণ করবে।

এই খাতে কোম্পানিটি ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের জন্য বিক্রয় টার্গেট ধরেছে যথাক্রমে- ৫০২ মিলিয়িন টাকা, ২ হাজার ৪৪৫ মিলিয়ন টাকা ও ৩ হাজার ৪০০ মিলিয়ন টাকা।

উল্লেখ্য, এসিআই লিমিটেডের ৬৬ দশমিক ৫০ শতাংশ মালিকানা রয়েছে এসিআই মটরসে।

সবটকমার্কেটবিডি.কম/এম