ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন

dseস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১ কোটি ৯ লাখ ১৫ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৪০ কোটি ৪১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ ব্যাংকটি মোট ৮৫ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ২২ কোটি ৪৪ লাখ টাকা।

মালেক স্পিনিং ১৯ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন কোম্পানিটি ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইবনে সিনা ২ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন কোম্পানিটি ৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া বেক্সিমকো ফার্মা ২ লাখ ও রেনেটা ৬৫ হাজার শেয়ার লেনদেন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আইসিবি মি.ফান্ডের আর্থিক প্রতিবেদন অনুমোদন

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক ও মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডটির ট্রাস্টি কমিটি আইসিবি জানিয়েছে, এই প্রতিবেদনের ভিত্তিতে গত ৯ মাসে (জুলাই,১৫-এপ্রিল, ১৬) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটি আয় করেছিল ১৩ টাকা ৯৩ পয়সা।

আলোচিত সময়ে ফান্ডটির সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় এনএভি ছিল ৩৪ টাকা ৮৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পূবালী ব্যাংক পরিচালকের শেয়ার গ্রহণ

pubaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের একজন পরিচালক অন্যের হাতে থাকা শেয়ার গ্রহণ করার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, পরিচালক মিসেস রুনা লায়লা হাফিজ নামের এ পরিচালক তার বাবা হাফিজ আহমেদ মগুমদারের নিকট হতে শেয়ার গ্রহণ করবেন।

তার বাবা নিকট হতে তিনি মোট ৯৯ লাখ ২৮ হাজার ১৯২ টি শেয়ার শেয়ার গ্রহণ করবেন।

ডিএসই জানায়, তারা ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে উপহার স্বরুপ এই হাতবদল প্রক্রিয়া সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. অলিম্পিক এক্সেসরিজ
  2. একমি ল্যাব.
  3. ন্যাশনাল ফিডস
  4. তসরিফা ইন্ডাস্ট্রিজ
  5. অরিয়ন ফিউশন
  6. ড্রাগন সোয়েটার
  7. ইবনে সিনা
  8. স্কয়ার ফার্মা
  9. আমান ফিড
  10. লংকা বাংলা ফাইন্যান্স।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বৃদ্ধি

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ডিএসইতে ৩১১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন বুধবার ছিল ৩২৯ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে দিনের লেনদেন আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ১১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক এক্সেসরিজ, একমি ল্যাব., ন্যাশনাল ফিডস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, অরিয়ন ফিউশন, ড্রাগন সোয়েটার, ইবনে সিনা, স্কয়ার ফার্মা, আমান ফিড ও লংকা বাংলা ফাইন্যান্স।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার সেখানে ১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

এসিআইয়ের ইয়ামাহা মটরসের যাত্রা শুরু

indexনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে প্রথমবারের মতো ইয়ামাহা মোটরসাইকেলের ব্যবসা শুরু করেছে এসিআই মটরস। প্রতিষ্ঠানটি আগামী আগস্ট থেকে দেশের বাজারে ১০০ থেকে ১৫০ সিসি মোটরসাইকেলের ব্যবসা শুরু করবে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর এসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসিআইয়ের নির্বাহী পরিচালক ড. এফ এইচ আনসারী, বিজনেস ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, জেনারেল ম্যানেজার প্রকৌশলী আসিফ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার রাজীব নূর প্রমুখ।

সংবাদ সম্মেলনে আনসারী বলেন, এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর যন্ত্রাংশের ডিস্ট্রিবিউটর হিসেবে ইয়ামাহা মটর গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যা জুন থেকে কার্যকর রয়েছে। ১০০ থেকে ১৫০ সিসি মোটরসাইকেলের দাম দুই লাখ ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা থাকবে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আইপিও শেয়ার বিওতে দিল সিডিবিএল

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

সম্প্রতি আইপিওতে আসা ইভেন্সি টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিওর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ২৩ জুন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার জমার কাজ সম্পন্ন হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২ জুন কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই ড্র অনুষ্ঠিত হয়।

এ কোম্পানির আইপিওতে ৩৩ গুণ আবেদন জমা পড়ে। শেয়ারবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভেন্স টেক্সটাইল। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন পায়।

২০১৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৬২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

তালিকাভুক্তির পর এটি হবে শেয়ারবাজারে ইভেন্সি গ্রুপের দ্বিতীয় কোম্পানি। এর আগে ২০১৩ সালে একই গ্রুপের আর্গন ডেনিমস লিমিটেড দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে