সিএসইতে লেনদেন হঠাৎ ৪ গুণ বৃদ্ধি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের মোট পরিমাণ আগামী দিনের চেয়ে প্রায় চারগুণ বেড়ে অস্বাভাবিক লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে কম। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বৃহস্পতিবার সেখানে ২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা বিগত কয়েক মাসের যে কোনো দিনের চেয়ে ৩/৪ গুণ বেশি।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

এদিকে দিনভর ডিএসইতে ২৬৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ৩১১ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে দিনের লেনদেন আগের দিনের চেয়ে ৪৬ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭১৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১ টির, কমেছে ১৯৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক এক্সেসরিজ, একমি ল্যাব., আমান ফিড, ন্যাশনাল ফিডস, রেনেটা, স্কয়ার ফার্মা, ইবনে সিনা, বিবিএস, ইসলামী ব্যিংক ও অরিয়ন ফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

এজিএম অনুমোদনের জন্য আদালতে ওয়েস্টার্ন মেরিন

weastaernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ২০১৫ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার জন্য উচ্চ আদালতে আবেদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির এই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ১৪ জুলাই শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

ওয়েস্টার্ন মেরিন উচ্চ আদালতে করা এই আবেদনে কোম্পানিটি দেরিতে এজিএম করার কারণ উপস্থাপন করেছে এবং দ্রুত কোম্পানিটির এজিএম সম্পন্ন করার অনুমতি চেয়েছে।

কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত ২০ জুন শুনানির আদেশ দেন।

একই সাথে আদালত কোম্পানিটিকে এজিএমের বিষয়ে দুইটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করতে বলেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

রূপালী ব্যাংকের ইপিএস কমেছে

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি রূপালী ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে। ব্যাংকের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

চলতি বছরের গত ৩ মাসে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় ছিল ১.৪৬ পয়সা।

এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার সম্পদ মূল্য হয়েছে ৫৩.৭৭ টাকা। আগের বছর একই সময়ে এই ন্যাভ ছিল ৫৩.৪৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

সন্ধানী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুন

sandani-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ জুন বেলা সোয়া ২ টায় নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পাশাপাশি এজিএম ও রেকর্ড ডেট নির্ধারণ হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

বিএফআইসির বোনাস বিওতে জমা

bifcস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট (বিএফআইসি) কোম্পানি লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ২৬ জুন কোম্পানিটির এসব বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

বিএফআইসি গত ২০১৫ হিসাব বছরে শেয়ারহোল্ডাদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোনাস বিওতে দিল সিডিবিএল

eastland-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ২৬ জুন কোম্পানিটির এসব বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স গত ২০১৫ হিসাব বছরে শেয়ারহোল্ডাদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর