দুই বছর পর মার্কেন্টাইল ব্যাংক থেকে পর্যবেক্ষক প্রত্যাহার

mercantilস্টকমার্কেট ডেস্ক:

আর্থিক সূচকসহ ব্যাংক সুশাসনের উন্নয়ন ঘটায় দুই বছর পর শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক থেকে পর্যবেক্ষক প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রোববার বিকেলে এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক মার্কেন্টাইল ব্যাংককে পর্যবেক্ষক প্রত্যাহারের বিষয়টি জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনায় সুশাসনের অবনতি ঘটায় এর পরিচালনা পর্ষদে ২০১৪ সালের ৫ নভেম্বর পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের একজন মহাব্যবস্থাপক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও অডিট কমিটির বৈঠকে উপস্থিত থেকে ব্যাংক পরিচালনার দিকনির্দেশনা দিতেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত দুই বছরে ব্যাংক সুশাসনের উন্নতি ঘটায় ব্যাংকটিতে আর পর্যবেক্ষকের প্রয়োজন নেই।

জানা গেছে, এর আগে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম এস আহসান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পর্যবেক্ষক প্রত্যাহারের আবেদন জানান। ওই আবেদনে আর্থিক সূচকের উন্নতি ঘটেছে বলে জানানো হয়। পর্যবেক্ষক থাকায় ব্যাংক পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ব্র্যাক ব্যাংক পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

bracস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের এক জন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিসেস নিহাদ কবির নামে ব্যাংকের এই পরিচালক ব্যাংকটির ২০ হাজার শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ব্যাংক উদ্দোক্তার ৯ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

siblস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এক জন উদ্দোক্তা পরিচালক ৯ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেজর ডা: মো: রেজাউল হক নামে ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৯ লাখ ৩৭ হাজার শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. স্কয়ার ফার্মা
  2. ন্যাশনাল ফিড
  3. লাফার্জ সুরমা
  4. লিন্ডে বিডি
  5. সিটি ব্যাংক
  6. একমি ল্যাব.
  7. ইসলামী ব্যাংক
  8. শাহজিবাজার পাওয়ার
  9. অরিয়ন ফিউশন
  10. প্রিমিয়ার সিমেন্ট।

দুই শেয়ারবাজারেই বেড়েছে সূচক ও লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারেই মূল্য সূচক আগের দিনে চেয়ে বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন রবিবার সেখানে ২০৯ কোটি ৫৪ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৬ পয়েন্টে । তবে ডিএসই-৩০ সূচক ২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, ন্যাশনাল ফিড, লাফার্জ সুরমা, লিন্ডে বিডি, সিটি ব্যাংক, একমি ল্যাব., ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, অরিয়ন ফিউশন ও প্রিমিয়ার সিমেন্ট।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও ন্যাশনাল ফিড মিলস।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪১ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয় সম্পন্ন

peoples-Insuranceস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আমির হুমায়ন মাহমুদ চৌধুরি নামে বীমার এ পরিচালক প্রতিষ্ঠানটির এই ১ লাখ ৮০ হাজার শেয়ার ক্রয় করেছেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে ক্রয় করলেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেছেন বলে বীমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয়ের ঘোষণা

federal-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একেএম সরোয়ার চৌধুরি নামে বীমার এ পরিচালক প্রতিষ্ঠানটির এই ৪০ হাজার শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে বীমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ম্যারিকোর বিডির এজিএম স্থগিত

maricoস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তবে কোম্পানিটির এজিএমের ভ্যেনু ও রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে ।

ডিএসই জানায়, অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বছর গণনার বাধ্যবাধকতা হতে অব্যাহতি পেল বহুজাতিক কোম্পানি

minitry-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোকে সর্বজনীন হিসাব বছর গণনার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সদর দফতরের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়ে সমস্যায় পড়ার সম্ভবনাকে গুরুত্ব দিয়ে এসব বহুজাতিক কোম্পানিকে এই অব্যাহতি দেওয়া হয়েছে।

অর্থ আইন ২০১৫ অনুযায়ী ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত সব কোম্পানির জন্য কর বছরের সঙ্গে সঙ্গতি রেখে হিসাব বছর গণনা বাধ্যতামূলক করা হয়। কোম্পানিগুলোর জন্য সর্বজনীন হিসাব বছর প্রবর্তন করতেই এ বিধান করা হয়। এর পরিপ্রেক্ষিতে তালিকাভুক্ত সব কোম্পানির হিসাব বছর শেষ হয় ৩০ জুন। এতে দেশীয় কোম্পানিগুলো বিশেষ সমস্যায় না পড়লেও সদর দফতরের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়ে সমস্যায় পড়ে কিছু বহুজাতিক কোম্পানি। এছাড়া স্থানীয়দের মধ্যে ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারিগুলোও একই সমস্যায় পড়ে। এ অবস্থায় এসব প্রতিষ্ঠানকে জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে সরকার।

গতকাল প্রকাশিত অর্থ আইন, ২০১৬-এর গেজেটে বহুজাতিক কোম্পানিগুলোকে সর্বজনীন হিসাব বছর প্রবর্তনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো বিদেশে অবস্থিত মূল কোম্পানির সঙ্গে মিল রেখে হিসাব বছর নির্ধারণ করতে পারবে।

এছাড়া দেশের ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে মূল কোম্পানির সঙ্গে মিল রেখে অভিন্ন হিসাব বছর নির্ধারণ করতে হবে। এসব প্রতিষ্ঠানের হিসাব বছর হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর।

বিদেশে অবস্থিত মূল কোম্পানি ও দেশে এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের হিসাব বছর আলাদা হওয়ার কারণে জটিলতা তৈরির আশঙ্কা করে বহুজাতিক কোম্পানিগুলো। এ অবস্থায় বহুজাতিক কোম্পানিকে তাদের জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হলো।

দেশের শেয়ারবাজারে মোট ১২টি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে একটি ছাড়া অন্যগুলো হিসাব বছর গণনা করে জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে। এসব কোম্পানি হচ্ছে বিএটিবিসি, বার্জার পেইন্টস বাংলাদেশ, গ্ল্যাক্সো স্মিথক্লাইন, লিন্ডে বিডি, বাটা সু, হাইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, সিঙ্গার বাংলাদেশ, রেকিট বেনকিজার ও আরএকে সিরামিক। এদিকে ম্যারিকোর হিসাব বছর সমাপ্তির তারিখ ৩১ মার্চ।

অর্থ আইন, ২০১৫ পরিপালন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনাটি মূল কোম্পানির সমন্বিত বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরিতে বাধা হয়ে দাঁড়ায়। এ অবস্থায় দেশে অবস্থিত বহুজাতিক কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে হিসাব বছর নির্ধারণের ক্ষেত্রে এসব কোম্পানিকে অর্থ আইনের সংশ্লিষ্ট ধারা থেকে অব্যাহতি দেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এ