ফরচুন সুজের আবেদন ১৬-২৮ আগষ্ট

fortuneনিজস্ব প্রতিবেদক :

ফরচুন সুজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেয়া শুরু হবে ১৬ আগষ্ট । আর তা চলবে ২৮ আগষ্ট পর্যন্ত। স্থানীয় এবং অনিবাসী সব ধরনের বিনিয়োগকারীকে এ সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৯ জুন বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি মেরিনারিজ ক্রয়, ফ্যাক্টরি ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।

২০১৬ সালের ৯ মাসের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফেডারেল ইন্স্যুরেন্স রবিবার হতে ‘বি’ ক্যাটাগরিতে

federal-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। আগামী ২৪ রবিবার জুলাই থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না। আগামী ২৪ জুলাই থেকে পরবর্তী ৩০ কার্যদিবস পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রেনউইক যজ্ঞেশ্বরের দর বাড়ার কারণ নেই

renwicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (২১ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণ নেই বলে রেনউইক যজ্ঞেশ্বর কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছেন। যা ডিএসইর’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ১৭ জুলাই রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর ছিল ২৯১ টাকা। এরপরের তিন কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫৬.১ টাকা বা ১৯ শতাংশ বেড়েছে। যাতে ২০ জুলাই কোম্পানিটির শেয়ার ৩৪৭.১ টাকায় দাঁড়িয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শেয়ারবাজারে ভালো ইতিবাচক প্রভাব ফেলতে পারে নতুন মুদ্রানীতি

dseনিজস্ব প্রতিবেদক :

আসছে মুদ্রানীতি শেয়ারবাজারে ‘ইতিবাচক প্রভাব’ ফেলতে পারে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক জ্যেষ্ঠ ভাইস- প্রসিডেন্ট আহমেদ রশীদ লালী। তবে এর কোনো প্রভাব শেয়ারবাজারে পড়বে না বলে মনে করেন মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান।

বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর) আগামী ২৬ জুলাই মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ডিএসইর সাবেক জ্যেষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী বলেন, আমরা ধারণা করছি যে একটি সম্প্রসারণমূলক মুদ্রানীতি আসতে যাচ্ছে। যদি সেটা হয় তবে দেশের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং শেয়ারবাজারে এর একটি ভালো প্রভাব আসবে।

মুদ্রানীতি শেয়ারবাজারকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে না বললেও কিছুটা সুফল আসবে বলে মনে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালও। বিরূপাক্ষ পাল বলেন, মুদ্রানীতি প্রত্যক্ষভাবে শেয়ারবাজারকে প্রভাবিত করে না, তবে ব্যাংকের সুদের হার কমলে পৃথিবীর সবখানে শেয়ারবাজার ভাল করে; বাংলাদেশে সুদের হার কমছে।

তবে বর্তমান অবস্থায় সম্প্রসারণমূলক মুদ্রানীতি হলে সেটি শেয়ারবাজারকে প্রভাবিত করবে না বলে মনে করেন মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান। তিনি বলেন, ২০১০ সালে যখন শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ করার সুযোগ ছিল, তখন সম্প্রসারণমূলক মুদ্রানীতি শেয়ারবাজারকে প্রভাবিত করতে পারত। এখন ব্যাংকগুলোর কাছে টাকা আছে, কিন্তু লিমিটের কারণে তারা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারছে না। এ অবস্থায় এই মুদ্রানীতি শেয়ারবাজারকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

সান লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

sunlife-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানী গুলশানস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

  1. বিএসআরএম লি.
  2. বেক্স ফার্মা
  3. এমজিএলবিডি
  4. একমি ল্যাব.
  5. শাহজিবাজার পাওয়ার
  6. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  7. আইপিডিসি
  8. স্কয়ার ফার্মা
  9. ব্র্যাক ব্যাংক
  10. ডিবিএইচ।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৩৪৫ কোটি ৩ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৪ পয়েন্টে । তবে ডিএসই-৩০ সূচক ০.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ১৪০ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম লি., বেক্স ফার্মা, এমজিএলবিডি, একমি ল্যাব., শাহজিবাজার পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক ও ডিবিএইচ।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৭০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এহিসাবে সিএসইতে লেনদেন কম হয়েছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক ও একমি ল্যাব.।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিডি ফাইন্যান্সের বোর্ড সভা ২৬ জুলাই

bd finance-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৬ জুলাই বেলা ৩ টায় নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ফরচুন সু’র আইপিও প্রসপেক্টাস অনুমোদন

furtuneস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ফরচুন সু লিমিটেডের প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, এই প্রসপেক্টাসটি অনুমোদন দিয়ে কোম্পানির নিকট দেওয়া হয়। নিয়মানুযায়ী, কোম্পানির আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানানোর উদ্দেশ্যে প্রসপেক্টাসটি ৪টি জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

অনুমোদন পাওয়া এই প্রসপেক্টাসটি বিএসইসি, ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে দেওয়া হবে। যাতে বিনিয়োগকারীরা তা দেখতে পায়, আর কোম্পানির তথ্য পর্যালোচনা করতে পারে।

প্রসপেক্টাসটি ডিএসই ও সিএসইর লাইব্রেরিতে বই আকারে রাখা হবে। আর্থিক প্রতিবেদনে কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য যুক্ত করা হয়েছে।

প্রসপেক্টাসটি পর্যালোচনা করে ফরচুন সু লিমিটেডের মৌল ভিত্তি বিবেচনা করে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এলকে