শ্যামপুর সুগার মিলসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

shampurস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণ নেই বলে শ্যামপুর সুগার মিলসের কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছেন। যা ডিএসইর’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ১১ জুলাই শ্যামপুর সুগার মিলসের শেয়ার দর ছিল ৬.৩০ টাকা। আজ ২৬ জুলাই কোম্পানিটির শেয়ার ৯.২০ টাকায় দাঁড়িয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

স্বাধীন পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

Rupali-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের একজন স্বাধীন পরিচালক নিজের ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ম. জিন্নাত আলী মিয়া নামে কোম্পানিটির এই পরিচালক নিজের থাকা এসব শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন। তার নিকট বিমাটির মোট ৩ লাখ ৪৩ হাজার ২০৪টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

দুই শেয়ারবাজারেই লেনদেনের বড় উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারেই লেনদেনে আগের দিনের চেয়ে বড় ধরণের উত্থান হয়েছে। তবে এদিন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়েছে বেশি। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৪৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৩৯৫ কোটি ৩১ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৬ পয়েন্টে । তবে ডিএসই-৩০ সূচক ০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ১৪৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, লিন্ডে বিডি, ডিবিএইচ, একমি ল্যাব., বিএসআরএম লি., তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং ও ব্র্যাক ব্যাংক।

এদিকে বার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এহিসাবে সিএসইতে লেনদেন ১০ কোটি টাকা বেড়েছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক ও একমি ল্যাব.।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

জিডিপি প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

2016_03_21_20_11_44_fOH6jaaNKfPsFVtkTiKjTifz2e2RW0_512xautoনিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে সরকারি খাতে ঋণ ১৫ দশমিক ৯ শতাংশ, বেসরকারি খাতে ১৬ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ ও প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ ঘোষণা দেন ব্যাংকের গভর্নর ফজলে কবির।
মুদ্রানীতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় বাজেটের সঙ্গে সমন্বয় রেখে মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে। মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ঋণের প্রবাহ বাড়ানো এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনকে প্রাধান্য দেওয়া হয়েছে।
এই মুদ্রানীতির মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির সুযোগ থাকবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি এবং কৃষি খাতে ঋণের প্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ৩১ জুলাই

phonix-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩১ জুলাই বেলা ৩টায় নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

উত্তরা ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ জুলাই সন্ধ্যা ৬টায় নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

প্যারামাইন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই

paramu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্যারামাইন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৯ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১ টায় রাজধানীর মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকে শেয়ার ক্রয়

mercantilস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্দোক্তা পরিচালক মো: নাসির উদ্দিন চৌধুরী শেয়ার ক্রয় করবেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে তিনি ৫ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই

primiarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ জুলাই বিকাল সাড়ে ৫ টায় নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড