লাফার্জ সুরমার এজিএমের দিন নির্ধারণ

lafarzস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ সুরমা লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। কোম্পানির ১৮ তম এজিএমটি রাজধানীর মহাখালিতে রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই এজিএমের দিন নির্ধারণ করা হয়েছে ৩১ আগষ্ট।

তবে রেকর্ড ডেটসহ এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনাইটেড পাওয়ারের মার্জার পরিকল্পনা বাতিল

unitedস্টকমার্কেট ডেস্ক :

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও আশুগঞ্জ পাওয়ার লিমেটেড ও শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের মধ্যে মার্জার হচ্ছে না । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি ইউনাইটেড পাওয়ারের সাথে মার্জারের পরিকল্পনা বাতিল করেছে। কোম্পানি দুটির শেয়ারহোল্ডারদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

তবে এ সিদ্ধান্ত কার্যকরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমতি প্রয়োজন হবে। আপিল বিভাগে একীভুতকরণ সংক্রান্ত একটি মামলা চলমান আছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, একীভুতকরণ পরিকল্পনা বাতিলের অনুমতি চেয়ে আজ আপিল বিভাগে আবেদন জানাবে আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমেটেড।

উল্লেখ, গত বছরের সেপ্টেম্বর মাসে আশুগঞ্জ পাওয়ার লিমিটেড, শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমেটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা পর্ষদ একীভুত হওয়ার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অনুমতিও দেয়। পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই অনুমতির বিরুদ্ধে আপিল করে। বিষয়টি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন আছে।
স্টকমার্কেটবিডি.কম/এমআর

জনতা ইন্স্যুরেন্স ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

janata insu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করেছে। এই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৫ সালের সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে আনা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ৩১ জুলাই থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

কোম্পানিটি ৩১ জুলাই হতে সব ধরণের ঋণ সহযোগিতা নিতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেন দ্বিগুণ

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও মূল্য সূচক কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে দ্বিগুণ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৪০৫ কোটি ২২ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১১ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯ টির, কমেছে ১৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, বিএসআরএম লি., ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা, গ্রামীণ ফোন, একমি ল্যাব., এমজেএলবিডি ও ডিবিএইচ।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ২১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এহিসাবে সিএসইতে লেনদেন প্রায় দ্বিগুণ বেড়েছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বে লিজিং ও ব্র্যাক ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

৫টি মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

mutualস্টকমার্কেট ডেস্ক :

সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত এবং চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি মিউচ্যুয়াল ফান্ড।

মিউচ্যুয়াল ফান্ড গুলো হল: এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ফান্ড, এমবিএল ফার্স্ট ফান্ড, ভিএএমএলবিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এর দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন’১৬) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে (ইপিইউ) হয়েছে ০.২১ টাকা যা আগের বছরের একই সময়ে ছিল ০.৪৭ টাকা।

ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিইউ) হয়েছে ১.৬২ টাকা (ঋণাত্মক)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.০৮ টাকা।

আর বাজার মূল্য অনুযায়ি ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ হয়েছে ১০.৩৬ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ি এনএভি হয়েছে ১০.৬৪ টাকা। যা ৩১ ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত ছিল যথাক্রমে ১১.৮০ টাকা ও ১১.১২ টাকা। এদিকে, গত তিন মাসে (এপ্রিল-জুন১৬) হিসাব শেষে ফান্ডের ইপিইউ হয়েছে ০.৪১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা।

এআইবিএল ফার্স্ট ফান্ডের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন’১৬) ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.০৫ টাকা। যা আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ১.১৯ টাকা।

ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিইউ) হয়েছে ০.২২ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৭২ টাকা (মাইনাস)। আর বাজার মূল্য অনুযায়ি ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ হয়েছে ১০.৭০ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ি এনএভি হয়েছে ১০.১৬ টাকা। যা ৩১ মার্চ, ২০১৬ পর্যন্ত ছিল যথাক্রমে ১১.৫২ টাকা ও ১১.৬১ টাকা।

এমবিএল ফার্স্ট ফান্ডের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন’১৬) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.২৭ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ১.২৭ টাকা।

ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিইউ) হয়েছে ০.৩৫ টাকা (মাইনাস)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.৫৩ টাকা (মাইনাস)। আর বাজার মূল্য অনুযায়ি ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ হয়েছে ১০.৫২ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ি এনএভি হয়েছে ১০.৩০ টাকা। যা ৩১ মার্চ, ২০১৬ পর্যন্ত ছিল যথাক্রমে ১১.০৩ টাকা ও ১১.৩৯ টাকা।

ভিএএমএলবিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৬) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৩৩ টাকা। আর বাজার মূল্য অনুযায়ি ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ হয়েছে ১০.৪৮ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ি এনএভি হয়েছে ১১.১৯ টাকা।

এবং এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’১৫-জুন’১৬) আর্থিক প্রতিবেদন অনুযায়ি, ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.০৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ০.৩০ টাকা।

ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিইউ) হয়েছে ০.২৫ টাকা (ঋণাত্মক)। যা আগের বছরে একই সময়ে ছিল ০.১৩ টাকা (মাইনাস)। আর বাজার মূল্য অনুযায়ি ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ হয়েছে ১০.৩৮ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ি এনএভি হয়েছে ১০.৫৪ টাকা। যা ৩০ সেপ্টেম্বর, ২০১৫ পর্যন্ত ছিল যথাক্রমে ১১.২৮ টাকা ও ১১.৩৭ টাকা।

এদিকে, গত তিন মাসে (এপ্রিল-জুন১৬) হিসাব শেষে ফান্ডের ইপিইউ হয়েছে ০.৪৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ০.৬৪ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

প্রাইম লাইফের বোর্ড সভা ৩১ জুলাই

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩১ জুলাই বেলা সাড়ে ৩ টায় নিজেদের মতিঝিলের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের দ্বিতিয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

হামিদ ফ্যাব্রিকসের ইয়ার্ন ডায়িং ও উইভিং ইউনিট চালু

hamid-fabrics-ltdনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পর ইয়ার্ন ডায়িং ইউনিট স্থাপনের পাশাপাশি উইভিং ইউনিট আধুনিকায়ন করে হামিদ ফ্যাব্রিকস লিমিটেড। গতকাল বস্ত্র খাতের কোম্পানিটি জানায়, ২৫ জুলাই থেকে ইউনিট দুটি বাণিজ্যিক উত্পাদনে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তাদের পর্ষদ এরই মধ্যে সিদ্ধান্তটি চূড়ান্ত করেছে।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় হামিদ ফ্যাব্রিকস। তবে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা শুধু স্টক লভ্যাংশ নেন। ২০১৫ সালে কোম্পানির নিট মুনাফা ছিল ১৩ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা, আগের বছর যা ছিল ২৭ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা। গত বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ১ টাকা ৮০ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়ায় ৭৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩৭ টাকা ৭৬ পয়সা।

২০১৪ সালে তালিকভুক্ত হামিদ ফ্যাব্রিকসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯১ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভ ১৫৪ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৫১ দশমিক ৭৪ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১৯ দশমিক ৯৯ ও বাকি ২৮ দশমিক ২৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

এনসিসি ব্যাংকের ইপিএস ২১ পয়সা

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’১৬ থেকে জুন’১৬) শেয়ারপ্রতি (কনসলিডেটেড) আয় হয়েছে ২১ পয়সা । যা আগের বছর একই সময় শেয়ারপ্রতি আয় ছিল ২৫ পয়সা।

চলতি বছর একই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৬.৯৭ টাকা , যা গত বছর একই প্রান্তিকে ছিল ১৬.৮১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ন্যাশনাল ব্যাংকের ইপিএস ৯৭ পয়সা

nbl-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’১৬ থেকে জুন’১৬) শেয়ারপ্রতি (কনসলিডেটেড) আয় হয়েছে ৯৭ পয়সা । যা আগের বছর একই সময় শেয়ারপ্রতি আয় ছিল ৪৩ পয়সা।

চলতি বছর একই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৯.১১ টাকা , যা গত বছর একই প্রান্তিকে ছিল ১৭.৯২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর