সাইফুদ্দীন আবারও বিজিআইসির সিইও

00-03-08-16-5স্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কম্পানির (বিজিআইসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু আবার একই পদে তিন বছরের জন্য (২০১৬-২০১৯) নিয়োগ পেয়েছেন। তিনি ১৯৮৬ সালে বিজিআইসিতে যোগ দেন।

তারপর বদলি হয়ে বিজিআইসির চট্টগ্রাম অফিসের সার্বিক দায়িত্ব পান এবং সেখানেই জিএম হিসেবে পদোন্নতি লাভ করেন।

২০০৯ সালে তিনি প্রধান কার্যালয়ের ডিএমডির (অপারেশন) দায়িত্ব গ্রহণ করেন। এরপর এএমডি (অপারেশন) হিসেবে পদোন্নতির পর কম্পানির এমডি হিসেবেও ২০১৩ সালের ১ আগস্ট পদোন্নতি লাভ করেন। পাশাপাশি তিনি কম্পানি সচিবের দায়িত্বও পালন করে আসছেন।

স্টকমার্কেটবিডি.কম/

এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ট্রাস্টি সভা

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্টফান্ডের ট্রাস্টি সভা ১০ আগস্ট বুধবার বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঢাকা স্টক একচেঞ্জে লিস্টিং রেগুলেশন ১৯ (১) ধারা অনুযায়ী , এ সভায় ৩০জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইউনিট হোল্ডারদের জন্য ডিভিডেন্ড আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এম

অর্থমন্ত্রীর হাতে ৬১ কোটি টাকা চেক তুলে দিলেন খায়রুল হোসেন

BSECনিজস্ব প্রতিবেদক :

শেয়ার রক্ষনাবেক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) বিও হিসাব নবায়নের ফি বাবদ ২০১৫-১৬ অর্থবছরের অর্জিত ৬১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শেয়ার লেনদেনে সকল তথ্য নিষ্পত্তি ও সংরক্ষণ করে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এবিপরীতে একটি নির্ধারিত ফি প্রতিবছর দেয় বিনিয়োগকারীরা।

বুধবার অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া চেকের তিনটির অনুলিপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আবদুস সালাম সিকদার ও ড. স্বপন কুমার বালা।

বিও ফি বাবদ ৬১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪’শত টাকা তিনটি চেকের মধ্যে জমা দেওয়া হয়। এর মধ্যে ১৯ কোটি ২৭ লাখ ৯৩ হাজার দুইশত টাকার, ২২ কোটি ৮১ লাখ ৩১ হাজার টাকার এবং ১৯ কোটি ২৫ লাখ ৭৮ হাজার দুইশত টাকার তিনটি চালানের মাধ্যমে এ অর্থ জমা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

আরএকে সিরামিক্সের ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

RAK-CERAMIKস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিক্স বিডি লিমিটেডের এক উদ্দোক্তা ১০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এস এ কে ইকরামুজ্জামান নামে এই উদ্যোক্তা ১০ লাখ শেয়ার দুই মার্কেটে বিক্রয় করবেন। তার হাতে মোট ১ কোটি ৪২ লাখ ১১ হাজার ৯৮৫টি শেয়ার রয়েছে।

এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

শেয়ারবাজারে বেড়েছে সূচক ও দিনের লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন ডিএসইতে ৪৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ডিএসইর মতো লেনদেন ও সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৪৪০ কোটি ৮৩ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৩ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ১১.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৯৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দর বেড়েছে। এদিন বেড়েছে ১৬৫ টির, কমেছে ১০১ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, বিএসসি, ন্যাশনাল টিউবস, বিএসসিসিলি, বিএসআরএম লি., এমজেএলবিডি, যমুনা ওয়েল ও একমি ল্যাব.।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল তিতাস গ্যাস ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

এবি ব্যাংকের শেয়ার কিনবে প্যাসিফিক ট্রেডার্স

ab-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের এক স্পন্সরের নমিনেটেড উদ্দোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্যাসিফিক ট্রেডার্সের নমিনেটেড সাইদ গোলাম কিবরিয়া নামে ব্যাংকের এক পরিচালক ব্যাংকটির ১০০০ শেয়ার বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

জুট স্পিনার্সের দর বাড়ার কারণ নেই

jute_spinnersস্টকমার্কেট ডেস্ক :

অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ছে জুট স্পিনার্স লিমিটেডের।  সম্প্রতি দরবাড়ার কারণ জানতে চায়লে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)কে দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজারবিশ্লেষণে দেখা যায়, গত ২৪ জুলাই শেয়ারটির দর ছিল ৫৪ টাকা। গতকাল ২ আগষ্ট তা বেড়ে দাঁড়ায় ৬৩ টাকার উপরে। এসময় দর উঠানামা করলেও কতৃপক্ষ অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জেমীনি সি ফুডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

GEMINI-SEA-2-728x403স্টকমার্কেট ডেস্ক :

অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ছে জেমীনি সি ফুড লিমিটেডের। সম্প্রতি দরবাড়ার কারণ জানতে চায়লে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)কে দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজারবিশ্লেষণে দেখা যায়, গত ১০ জুলাই শেয়ারটির দর ছিল ৮৯৩ টাকা। গতকাল ২ আগষ্ট তা বেড়ে দাঁড়ায় ১২০৭ টাকার উপরে। এসময় দর উঠানামা করলেও কতৃপক্ষ অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

সিকিউরিটিজ আইন ও নির্দেশনা অমান্যের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার সিনহা সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল কমিশন সভা শেষে বিএসইসি জানায়, পরিচালকদের মার্জিন ঋণ সুবিধা দিয়ে কমিশনের নির্দেশনা অমান্য করেছে সিনহা সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া সমন্বিত গ্রাহক হিসাবের তহবিলে ঘাটতির মাধ্যমেও সংশ্লিষ্ট বিধি-বিধান অমান্য করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কোনো গ্রাহকের সঙ্গে ৫ লাখ টাকার বেশি নগদ লেনদেন করেও সংশ্লিষ্ট বিধান লঙ্ঘন করেছে তারা।

এসব কারণে সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড