ইনসাইডার ট্রেডিংয়ে প্রিমিয়ার লিজিং ও মার্কেন্টাইল ব্যাংক : বিএসইসির তদন্ত

bsecস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন ইনসাইডার ট্রেডিং খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি ২টি হলো: প্রিমিয়ার লিজিং ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এসব কোম্পানির আন্তঃ লেনদেন (ইনসাইডার ট্রেড) খতিয়ে দেখার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, দেশের শেয়ারবাজারে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ বেশ পুরোনো। এর মাধ্যমে এক শ্রেণীর লোক সুবিধাভোগী হলেও শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। তার উপর বর্তমান মন্দা বাজারে ইনসাইডার ট্রেডিং বিনিয়োগকারীদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইনসাইডার ট্রেডিং শুধু যে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরাই করে তা নয়। অনেক সময় সাধারণ বিনিয়োগকারী, ব্রোকার কিংবা উদ্যোক্তা ও পরিচালকের আত্মীয়স্বজনরা এর সঙ্গে জড়িত থাকে। তাছাড়া কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা অধিকাংশ ক্ষেত্রেই বেনামি বা ছায়া অ্যাকাউন্টের মাধ্যমে বা অন্য কারও মাধ্যমে ইনসাইডার ট্রেডিং করছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর ৪(১) ধারা অনুসারে, ‘কোনো ব্যক্তি নিজে বা অন্য কাহারো মাধ্যমে সুবিধাভোগী ব্যবসা করিবেন না বা উক্তরূপ ব্যবসার ব্যাপারে কোনো ব্যক্তিগত পরামর্শ প্রদান বা সহায়তা করিবে না। আর যারাই এটি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/এম

যুক্তরাষ্ট্রে বেক্সিমকোর ওষুধ রপ্তানি শুরু

beximcoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল) যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করছে ।  বৃহস্পতিবার থেকে শুরু হবে এ কার্যক্রম। বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএল আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বিপিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সাংসদ নাজমুল হাসান উপস্থিত থাকবেন।

দেশের ওষুধ রপ্তানিকারকদের মধ্যে বিপিএল অন্যতম বৃহৎ একটি কোম্পানি। এটি বর্তমানে বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক ওষুধ উৎপাদন করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

ncc1-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে আবদুস সালামকে ব্যাংকের চেয়ারম্যান ও এএসএম মাঈনউদ্দিন মোনেমকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংক সূত্রে আরো জানা যায়, ব্যাংকটির নতুন চেয়ারম্যান আবদুস সালাম দেশের একজন স্বনামধন্য প্রকৌশলী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ১৯৬৫ সালে তিনি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি অনেকগুলো প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে দ্য বেঙ্গল ইলেকট্রিক লিমিটেড, মাল্টিপল ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, গঙ্গাটিয়া ফিশারিজ লিমিটেড, বেঙ্গল শিপইয়ার্ড লিমিটেড ইত্যাদি উল্লেখযোগ্য।

ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দিন মোনেম যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে প্রফেশনাল ডিগ্রি লাভ করেন। দেশের একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা মাঈনউদ্দিন মোনেম বর্তমানে আবদুল মোনেম ইকোনমিক জোন লিমিটেডের এমডি এবং আবদুল মোনেম লিমিটেডের ডিএমডির দায়িত্ব পালন করছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

রিলায়েন্স ওয়ান ফান্ডের ট্রাস্টি সভা ১১ আগষ্ট

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রিলায়েন্স ওয়ান ফান্ডের ট্রাস্টি সভা ১১ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ঢাকা স্টক একচেঞ্জে লিস্টিং রেগুলেশন ১৯ (১) ধারা অনুযায়ী , এ সভায় ৩০জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইউনিট হোল্ডারদের জন্য ডিভিডেন্ড আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এম

গ্লোবাল ইন্স্যুরেন্সের এক লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

global-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সাকাওত রেজা নামে বীমার এই পরিচালক প্রতিষ্ঠানটির এক লাখ শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তারা এসব শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তারা এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে বীমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ডিএসইতে ১ পয়েন্ট সূচকের উত্থান : লেনদেন কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন ডিএসইতে প্রধান সূচকের এক পয়েন্ট উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৪২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৪৫২ কোটি ১৩ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৩ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ১.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৯৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দর কমেছে। এদিন বেড়েছে ১০৯ টির, কমেছে ১৬৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, বিএসসিসিলি, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা, প্রিমিয়ার সিমেন্ট, এমজেএলবিডি, বিএসসি, একমি ল্যাব., স্কয়ার ফার্মা ও ব্র্যাক ব্যাংক।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ২৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল তিতাস গ্যাস ও প্রিমিয়ার সিমেন্ট।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

স্পট মার্কেটে ৩ কোম্পানির লেনদেন

spot..-2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা ও টেলিকম খাতের তিনটি কোম্পানি আজ বৃহস্পতিবার স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হচ্ছে-গ্রামীণ ফোন লিমিটেড, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র জানায়, আজ এই কোম্পানি তিনটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। কোম্পানি তিনটির রেকর্ড ডেট আগামী ৮ আগষ্ট। এ কারণে ওইদিন শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ শেয়ার কেনা সম্পন্ন

mercantilস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক জন উদ্দোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি মোহাম্মদ নাসিরুদ্দিন চৌধুরি নামে ব্যাংকের এই উদ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৫ লাখ শেয়ার বাজার দরে ক্রয় করার ঘোষণা দেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

অর্ধ-বার্ষিকীতে ১৪ ব্যাংকের মুনাফা ও ইপিএস বৃদ্ধি আর কমেছে ১৪ টির

bankস্টকমার্কেট ডেস্ক :

চলতি বছরের প্রথম অর্ধ-বার্ষিকীতে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ টি ব্যাংকের মুনাফা ও ইপিএস বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তালিকাভুক্ত আরো ১৪ টির এই মুনাফা ও আয় কমেছে। অার একটি ব্যাংকের ইপিএস অপরিবর্তিত রয়েছে।

সার্বিক হিসাবে প্রথম অর্ধ-বার্ষিকীতে ব্যাংকগুলো সম্মিলিতভাবে ২ হাজার ৮৬৬ কোটি টাকা নিট মুনাফা করেছে। গত বছরের প্রথম ছয় মাসে এর পরিমাণ ছিল ২ হাজার ৬১৯ কোটি টাকা। মুনাফা বেড়েছে প্রায় সাড়ে ৯ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ গত এপ্রিল থেকে জুনে ব্যাংকগুলো নিট মুনাফা করেছে ১ হাজার ৬৭২ কোটি টাকা। গত বছরের এ সময়ে নিট মুনাফা ছিল ১ হাজার ৬২৭ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় পৌনে ৩ শতাংশ বেশি।

দ্বিতীয় প্রান্তিকে ১৪ টি ব্যাংকের নিট মুনাফা ও ইপিএস বেড়েছে সেগুলো হলো_ স্যোসাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, দ্য সিটি ব্যাংক, রূপালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক ব্যাংক। এক্ষেত্রে ইপিএস অপরিবর্তিত থেকেছে প্রিমিয়ার ব্যাংকের।

বিপরীতে গত বছরের একই সময়ের তুলনায় ১৪ টি নিট মুনাফা ও ইপিএস কমেছে প্রাইম ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া, আল-আরাফাহ্ ব্যাংক, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, শাহজালাল ব্যাংক, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমআর