রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ২৭ জুলাই শেয়ার দর ছিল ৫৩ টাকা। আর আজ ১০ আগষ্ট সর্বশেষ তা ৬২ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় রহিমা ফুড লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে,সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

জিবিবি পাওয়ারের বোর্ড সভা ২১ আগষ্ট

gbb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ আগষ্ট বেলা ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের জানুয়ারিতে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় শেষ হওয়া গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় জুন ২০১৬ এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

ইসলামীক ফাইন্যান্সের শেয়ার বিক্রির ঘোষণা

islami fস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের ইসলামীক ফাইন্যান্স লিমিটেডের এক উদ্দোক্তা ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: ফজলুল হক নামে এই উদ্যোক্তা ৩ লাখ শেয়ার দুই মার্কেটে বিক্রয় করবেন। তার হাতে মোট ৯ লাখ ৮৭ হাজার ৫৮০ টি শেয়ার রয়েছে।

এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ

Asia-Pac-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লভ্যাংশ পত্র বিতরণ আগামী ১০ আগষ্ট হতে ১৪ আগষ্ট পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানটি ২০১৫ সালের লভ্যাংশ পত্র বিতরণ করবে। নির্ধারিত দিনে বিনিয়োগকারীরা সকাল থেকে বিকাল পর্যন্ত প্রধান কার্যালয়ে অবস্থিত শেয়ার বিভাগ হতে এই লভ্যাংশ পত্র সংগ্রহ করতে পারবে।

উক্ত সময়ে যারা এই কাগজটি সংগ্রহ করতে না পারবে তাদেরকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হবে। তবে এ ক্ষেত্রে সকল ঝুকি ও দায়-দায়িত্ব বিনিয়োগকারিদের থাকবে বলে সিএসই সূত্রে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

দুই এক্সচেঞ্জে দুই ধারায় লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও মূল্য সূচকের উত্থন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে, কমেছে সূচকও। এদিন দুই দুই এক্সচেঞ্জে উত্থান ও পতন নিয়ে দুই ধারার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৪৫৪ কোটি ৪ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৩ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ০.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে প্রায় সম পরিমাণের দর কমেছে ও বেড়েছে। এদিন বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৩১ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- এমজেএলবিডি, লাফার্জ সুরমা, ইবনে সিনা, বিএসআরএম স্ট্রিল, ডিবিএইচ, বিএসআরএম লি., বিএসসি, স্কয়ার ফার্মা, ন্যাশনাল পলিমার ও বেক্স ফার্মা।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ২৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল রাফার্জ সুরমা ও তিতাস গ্যাস।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

মেঘনা পেটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

megnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ১ আগষ্ট শেয়ার দর ছিল ৫ টাকা। আর গতকাল ৯ আগষ্ট সর্বশেষ তা ৮ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মেঘনা পেট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে,সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

শ্যামপুর সুগারের দর বাড়ার কারণ নেই

shampurস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ২০ জুলাই শেয়ার দর ছিল ৬.৮০ টাকা। আর গতকাল ৯ আগষ্ট সর্বশেষ তা ১৪.৬০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় শ্যামপুর সুগার লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ঝিল বাংলার দর বাড়ার কোনো তথ্য নেই

zeal sugar mill-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঝিল-বাংলা লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ১১ জুলাই শেয়ার দর ছিল ৮.২০ টাকা। আর গতকাল ৯ আগষ্ট সর্বশেষ তা ১৯.৯০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ঝিল-বাংলা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

জেমিনি সী ফুডের বোর্ড সভার দিন পরিবর্তন

zeminiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আনুসাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেডের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। আগামী ১৬ আগষ্ট বেলা ৪টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের জুনে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ৩০ জুন শেষ হওয়া গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

এর আগে ১১ আগষ্ট বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড