কারখানা পরিদর্শনের খবর জানালো ন্যাশনাল টিউবস

national-smbdনিজস্ব প্রতিবেদক :

সৌদি আরবের আল জামিল গ্রুপের একটি প্রতিনিধি দল গত ১ আগস্ট কারখানা পরিদর্শন করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জেকে (ডিএসই) জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এক সংবাদের ভিত্তিতে ডিএসই গত ২১ আগস্ট কোম্পানিকে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জামিল গ্রুপের পরিদর্শনের কথা জানায়। তবে জামিল গ্রুপ আবারও ন্যাশনাল টিউবস পরিদর্শন করবে কিনা এ বিষয়ে কোম্পানিটি আর কিছু জানে না বলে ডিএসইকে জানায়।

এদিকে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) জানিয়েছে চায়নার সিনোস্টিল মেটালস রিসোর্স কোম্পানির প্রতিনিধি দল স্টিল ফ্যাক্টরি পরিদর্শনের সম্ভবনা রয়েছে। তবে তারা এখনো কারখানা পরিদর্শন করেনি বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফরচুন সুজের আইপিও লটারির ড্র ২১ সেপ্টেম্বর

fortuneনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া ফরচুন সুজ লিমিটেডের আইপিওর লটারির ড্র আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আইপিও আবেদন জমা নেয় ১৬ আগষ্ট হতে ২৮ আগষ্ট পর্যন্ত। স্থানীয় এবং অনিবাসী সব ধরনের বিনিয়োগকারীকে এ সময়ের মধ্যে আবেদন করে।

এর আগে গত ২৯ জুন বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি মেরিনারিজ ক্রয়, ফ্যাক্টরি ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।

২০১৬ সালের ৯ মাসের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বেক্স ফার্মা
  2. শাহজিবাজার পাওয়ার
  3. স্কয়ার ফার্মা
  4. ডিবিএইচ
  5. ন্যাশনাল টিউবস
  6. ডরিন পাওয়ার
  7. আইডিএলসি
  8. অলিম্পিক ইন্ডাস্ট্রি
  9. ফার কেমিক্যাল
  10. এমজেএলবিডি।

সূচক কমলেও বেড়েছে লেনদেন : ডিএসইতে ৫৩১ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচকের সামান্য পতন হয়েছে। তবে এদিন লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সিএসইতেও সূচক ও লেনদেনের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১২০ কোটি টাকা বেড়েছে। গতকাল সোমবার সেখানে ৪১০ কোটি ৫৫ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৮ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ১.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৩৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগের দর কমেছে। এদিন বেড়েছে ৭৪টির, কমেছে ১৯২ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- বেক্স ফার্মা, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, ডিবিএইচ, ন্যাশনাল টিউবস, ডরিন পাওয়ার, আইডিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রি, ফার কেমিক্যাল ও এমজেএলবিডি।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ১৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফার কেমিক্যাল ও জিএইচপি ইস্পাত।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্যাংক হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে বিএসসি

bscস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচিত বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

জেমিনি ফুডের ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

zeminiস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের একজন পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কাজী শহীদ আহমেদ নামে কোম্পানিটির এই পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৩ লাখ ৮৮ হাজার ২২০টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

তারা এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

নোমিনিটেড পরিচালকের শেয়ার ক্রয়

ab-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের এক জন নোমিনিটেড পরিচালক ১ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আশিশ বরণ সরকার নামে ব্যাংকের এই পরিচালক প্যাসিফিক মটরসের নোমিনিটেড পরিচালক। তিনি ব্যাংকটির এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

বিমা খাতে আগ্রহী বিনিয়োগকারীরা: বাড়ছে দর

insurenceনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এসে দরপতনের মাত্রা কমেছে দেশের শেয়ারবাজারে। দিন শেষে প্রায় অপরিবর্তিত ছিল উভয় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। তবে দশমিক ২৫ শতাংশের বেশি কমেছে ব্লু-চিপ সূচক। শেষ পর্যন্ত দরবৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাই বেশি ছিল। বিনিয়োগকারীদের মূল ঝোঁক ছিল সাধারণ বীমা খাতের শেয়ারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় নয়টিই ছিল এ খাতের কোম্পানি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এ তালিকায় জায়গা করে নেয় আটটি সাধারণ বীমা কোম্পানি।

পর্যবেক্ষণে দেখা যায়, আগের দিনের ধারাবাহিকতায় প্রথম ৭০ মিনিটের লেনদেনে সূচক টানা কমেছে। পরবর্তী ১ ঘণ্টায় সূচক ঊর্ধ্বমুখী থাকলেও বাকি সময় মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলে।

বাজার-সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল শেয়ারবাজারে বিক্রয়চাপ আগের দিনের তুলনায় কমেছে, যা সাম্প্রতিক নিম্নমুখী ধারা অবসায়নের ইঙ্গিত বহন করছে। রোববার পর্যন্ত টানা ছয় কার্যদিবসে কমে ৪ হাজার ৫৩৪ পয়েন্টে নেমে আসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। গতকাল সূচকটি দশমিক শূন্য ১ শতাংশ কমেছে। বিপরীতে সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স দশমিক শূন্য ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৪৭৫ দশমিক ৯৩ পয়েন্টে।

তবে বড় মূলধনি বেশির ভাগ শেয়ারের দর আগের দিনের তুলনায় কমেছে। ডিএসইর নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএস ৩০ দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়ায় ১ ৭৩৬ দশমিক ৩৬ পয়েন্টে। সিএসই ৩০ সূচকও একই হারে কমে দাঁড়ায় ১২ হাজার ৬৫৬ দশমিক ৩৫-এ।

লেনদেনকৃত সিকিউরিটিজগুলোর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। সিএসইতে ১২১টির দরবৃদ্ধির বিপরীতে কমেছে ১০০টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, উভয় বাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল সাধারণ বীমা খাতের কোম্পানিগুলো। গতকাল এ খাতের বাজার মূলধন ৪ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নানা সমস্যার মধ্যেও প্রথমার্ধে আয় প্রবৃদ্ধি দেখিয়েছে সাধারণ বীমা খাতের বেশির ভাগ কোম্পানি। এছাড়া দীর্ঘমেয়াদি নিম্নমুখী প্রবণতায় এসব কোম্পানির শেয়ারদর অনেক কমে এসেছে। মূলত এ কারণেই অনেক বিনিয়োগকারী সাধারণ বীমার শেয়ারে আগ্রহী হয়েছেন।

দরবৃদ্ধিতে এর পর ছিল সিমেন্ট দশমিক ৭৯, বস্ত্র দশমিক ৬, মিউচুয়াল ফান্ড দশমিক ৪৪, এনবিএফআই দশমিক ৩৩ এবং প্রকৌশল খাতের বাজার মূলধন বেড়েছে দশমিক ২৫ শতাংশ।

বিপরীতে শেয়ারদর গড়ে সবচেয়ে বেশি কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিগুলোর, ২ দশমিক শূন্য ৬ শতাংশ। এর পর যথাক্রমে পাট ২ দশমিক শূন্য ২, কাগজ-মুদ্রণ ১ দশমিক ৩৭, সেবা-আবাসন দশমিক ৫৩ ও টেলিযোগাযোগ খাতের দশমিক ৩২ শতাংশ দরপতন ছিল উল্লেখযোগ্য। বাজার মূলধন কমেছে ব্যাংক, সিরামিক, প্রকৌশল, ওষুধ-রসায়ন ও চামড়া খাতের কোম্পানিগুলোরও।

বিনিয়োগকারীদের কাছে দিনের খবরগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সরকারি সঞ্চয়পত্রের বিক্রি নিরুত্সাহিত করতে অর্থমন্ত্রীর ইঙ্গিত। প্রতি বছর দুই বার জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার পর্যালোচনার কথা জানিয়েছেন তিনি।

এদিকে কেনাবেচা আগের দিনের তুলনায় কমেছে। ডিএসতে সারা দিনে ৩২৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ১০ কোটি ৮০ লাখ ১০ হাজার ৫৭৪টি শেয়ার বা ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪১০ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৮৮৮ টাকা। আগের দিন স্টক এক্সচেঞ্জটিতে ৫৬৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে সবার উপরে ছিল এমজেএল বাংলাদেশ, ন্যাশনাল টিউবস, বিএসআরএম লিমিটেড, ফার কেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, আলহাজ টেক্স, বিবিএস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুডস ও মিথুন নিটিং।

দরবৃদ্ধির শীর্ষে ছিল যথাক্রমে— ফার কেমিক্যাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

স্টকমার্কেটবিডি.কম/এম