ডেল্টা ব্র্যাক ফাইন্যান্সের ৩৫% লভ্যাংশ ঘোষণা

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ২০১৬ সালে ৩০ জুন শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

একই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৬ টাকা ৭৭ টাকা।

গত বছর ২০১৫ সালে কোম্পানিটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বে-মেয়াদিতে রুপান্তর হচ্ছে সপ্তম আইসিবি ফান্ড

bsecনিজস্ব প্রতিবেদক:

সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদি থেকে বে-মেয়াদিতে রুপান্তর হওয়ার অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৫৮২তম কমিশন সভায় এ প্রত্যাহার করা হয়।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ৮ আগস্ট ফান্ডটির বিশেষ সভায় ইউনিটহোল্ডাররা মেয়াদিতে রুপান্তর করার প্রস্তাব করে। সে আলোকে কমিশনও অনুমোদন দিয়েছে।

এদিকে ১০ বছর মেয়াদি সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বিএসইসি। ফান্ডটির লক্ষমাত্রা ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তাদের অংশ ১০ কোটি টাকা। ফান্ডটি এরইমধ্যে প্লেসমেন্টের মাধ্যমে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে। বাকি ৭০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির উদ্যোক্তা হিসাবে বাংলাদেশ ডেভোলপমেন্ট ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে সিএপিএম কোম্পানি। এছাড়া ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসাবে কাজ করবে আইসিবি।

স্টকমার্কেটবিডি.কম/এম

শাহজিবাজারের শেয়ারে ঋণ প্রদানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

sahzibazerনিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের শেয়ারে মার্জিণ ঋণ প্রদানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৫৮২তম কমিশন সভায় এ প্রত্যাহার করা হয়।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

শাহজিবাজার পাওয়ারের আবেদন ও কোম্পানিটির শাস্তিপ্রাপ্ত পরিচালকেরা জরিমানা পরিশোধ করায় মার্জিণ ঋণ প্রদানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যা আগামি ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর আগে ২০১৪ সালের ১৯ নভেম্বর থেকে কোম্পানিটির শেয়ার নন-মার্জিনেবল করে দেওয়া হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্যাসিফিক ডেনিমসের ৭৫ কোটি টাকার আইপিও অনুমোদন

pacific_coverনিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য প্যাসিফিক ডেনিমস লিমিটেডকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির ৫৮২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি মেরিনারিজ ক্রয়, ফ্যাক্টরি ও প্রশাসনিক ভবন নির্মাণ ঋণ পরিশোধ এবং আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ২ টাকা ৬৩ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ারবাজারে বিনিয়োগের অপেক্ষায় আইসিবির ২৬০০ কোটি টাকা

icbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার উন্নয়নে চলতি অর্থবছরে ২ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে রাষ্ট্রায়ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) । বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সঙ্গে আইসিবির এ বিষয়ে একটি চুক্তি সম্প্রতি সম্পাদন হয়েছে। অর্থমন্ত্রনালয়ের বিশেষ একটি সূত্র বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থ বছরে শেয়ারবাজারের উন্নয়নে নতুন করে ২ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে আইসিবি। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে ২ হাজার ৪২৩ কোটি টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে নতুন বিনিয়োগ হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা।

জানা গেছে, আইসিবি-কে মার্চেন্ট ব্যাংকিং, মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনা ও স্টক ব্রোকারেজ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ২১৮ কোটি ৫০ লাখ টাকা এবং ১২০০ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

অর্থায়ন সম্পর্কে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার-উজ-জামান বলেন, সুস্থ্য এবং টেকসই শেয়ারবাজার আমরা কামনা করি। শেয়ারবাজারের উন্নয়নের স্বার্থে আইসিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারো আইসিবি শেয়ারবাজারের উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে কাজ করছে।

মার্চেন্ট ব্যাংকিং (ফি, কমিশন ও মার্জিন ঋণের সুদ আদায় সহ) এর মাধ্যমে আইসিবি’র ২০১৪-১৫ অর্থবছরে মোট আয় হয়েছে ১২৩ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে হয়েছে ৯৯ কোটি টাকা। ২০১৬-১৭ হিসাব বছরের জন্য আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৫ কোটি টাকা।

মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি এর মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে আইসিবি’র আয় হয়েছে ৮৬ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে হয়েছে ৭৫ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরের জন্য আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ কোটি টাকা।

স্টক ব্রোকার কার্যক্রমের মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে আইসিবি’র আয় হয়েছে ২৮ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে হয়েছে ২৭ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরের জন্য আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ কোটি টাকা।

এদিকে, চুক্তি অনুযায়ী চলতি অর্থবছরের মধ্যে প্রধান মন্ত্রীর অনুমোদিত ৫০০ কোটি টাকার প্রবাসী শিল্প মিউচ্যুয়াল ফান্ড গঠনের কার্যক্রম গ্রহণ করতে হবে।

আইসিবি সূত্র জানায়, মেয়ারবাজারের উন্নয়নে স্টক এক্সচেঞ্জের সেকেন্ডারি মার্কেটে আইসিবি প্রতিদিনই লেনদেন করছে। গত তিন বছরে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই-তে মোট লেনদেন হয়েছে ৩৬ হাজার ৪১২ কোটি টাকা। এর ১০.৪৭ শতাংশই করেছে আইসিবি।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেষদিন লেনদেন কমলেও বেড়েছে সব সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচক রেড়েছে। তবে সেখানে দিনের লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। একই চিত্র ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কমেছে। গতকাল বুধবার সেখানে ৪০৯ কোটি ৩৯ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৩ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৯.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৪৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা, ডরিন পাওয়ার, ট্রাষ্ট ব্যাংক, ন্যাশনাল টিউবস, বিডিকম, বিএসআরএম লি:, আইপিডিসি, বিএসসি ও স্কয়ার ফার্মা।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ২১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার ও বিএসআরএম লি:।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিডি থাইয়ের লভ্যাংশ সমন্বয়কৃত দর ২৩ টাকা

bd thaiস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের শেয়ারে রেকর্ড ডেটের পরে দর সমন্বয় হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গত ১০ আগস্ট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে শেয়ারহোল্ডারদের জন্য। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

গতকাল কোম্পানিটির রেকর্ড ডেট ছিল। রেকর্ড ডেটের আগে শেয়ারটির ক্লোজিং প্রাইজ ছিল ২৪ টাকা ১০ পয়সা। ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে আজ কোম্পানির সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সান লাইফের শেয়ার বিক্রয় করবেন উদ্দ্যোক্তা

sunlife-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন উদ্দ্যোক্তা পরিচালক ১.৯৮ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মফিজুর রহমান নামে বিমাটির এই পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ ৯৮ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ১২ লাখ ৯৮ হাজার ৬৭৯ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

এসআইবিএলের ১৪ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

siblস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এসআইবিএলের একজন পরিচালক ১৪ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জোহরা আলম নামে ব্যাংকটির এই পরিচালক প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রয় করবেন।তার হাতে মোট ১৪ লাখ ৮২ হাজার ৮৪৬ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর