বিডি থাইয়ের রাইট সাবস্ক্রিপশন শুরু

bd thaiনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ থাই এলুমিনিয়াম লিমিটেডের সদ্য অনুমোদিত রাইট শেয়ারের সাবস্ক্রিপশন সংগ্রহ আজ ১ সেপ্টেম্বর হতে শুরু হয়েছে। এটা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ারের অনুমোদন দেয়।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ার বাজারে ছাড়বে। এই শেয়ার ছেড়ে কোম্পানিটি ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

১:১ হারে এই রাইট অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ্যাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট।

রাইট শেয়ার ছেড়ে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।

এতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

কেডিএস এক্সেসরিজের এজিএম আজ

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজার তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের চিটাগং ক্লাবে সকাল ১০টায় এ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনে আজ ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।

২০১৫ সালের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছিল কেডিএস অ্যাকসেসরিজের পরিচালনা পর্ষদ। তবে জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় ১৮ মাসে হিসাব বছর গণনার পাশাপাশি ২ জুনের এজিএম স্থগিত করে কোম্পানি। অবশ্য ২১ এপ্রিল রেকর্ড ডেট অপরিবর্তিত থাকে। এজিএমে অনুমোদনের পর লভ্যাংশ বিতরণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

শর্ত স্বাপেক্ষে মার্জিন ঋণের সুদ মওকুফ করবে রাজস্ব বোর্ড

nrbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মার্জিন ঋণ ও ঋণের সুদ মওকুফজনিত প্রাপ্ত সুবিধার উপর বিনেয়াগকারীদের কর থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ জন্য কয়েকটি শর্ত দিয়েছে এনবিআর।

গত ২৯ আগস্ট এ বিষয়ক একটি পরিপত্র জারি করেছে এনবিআর। বলা হয়েছে, ট্রেকহোল্ডার বা সিকিউরিটিজ হাউজ যদি এ সুদ মওকুফ করে তাহলেই বিনিয়োগকারীদের মওকুফজনিত সুবিধার ওপর কোনো কর দিতে হবে না। তবে ১০ লাখ টাকা পর্যন্ত মওকুফ করলেই এ সুবিধা পাওয়া যাবে।

এনবিআরের কর পরিপত্রে বলা হয়েছে, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মার্জিন ঋণ ও সুদ মওকুফজনিত প্রাপ্ত সুবিধার করযোগ্যতা সংক্রান্ত উপধারা সংশোধন করা হয়েছে।

নতুন বিধান মোতাবেক, শেয়ারবাজারে কোন ব্যক্তি বিনিয়োগকারী কর্তৃক কোন শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড অথবা অন্য কোন সিকিউরিটিজে বিনিয়োগে গৃহীত মার্জিন ঋণ ও ঋণের সুদ ট্রেকহোল্ডার মওকুফ করলে মওকুফজনিত সুবিধার মোট অংক ১০ লাখ টাকা পর্যন্ত করযোগ্যতার আওতা বহির্ভূত রাখা হয়েছে। তবে মওকুফজনিত মোট সুবিধা ১০ লাখ টাকার অধিক হলে ১০ লাখ টাকার অতিরিক্ত অংকের জন্য কর দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড

বিকালে ডেল্টা ব্র্যাক ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের লভ্যাংশ ঘোষণা করা হবে । আজ ১ সেপ্টেম্বর বিকাল ৪টায় ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজকের বোর্ড সভায় ২০১৬ সালের জুনে শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড।

এছাড়া একই সভায় এজিএমের তারিখ ও রেকর্ড ডেট ঘোষণা করবে কোম্পানিটি।

গতবছর ২০১৫ সালে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/জেড