প্রতিদিন গড়ে ১৩৪ কোটি টাকার মূলধন কমছে

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে বেশিরভাগ সময় নেতিবাচক ধারা অব্যাহত ছিল। ফলে দুই স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকের পাশাপাশি লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৬৫১ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ২১৯ কোটি টাকা।

এহিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে দুই শেয়ারবাজারে মোট ৮৭০ টাকা মূলধন কমেছে। প্রতিদিন গড়ে ১৩৪ কোটি টাকা করে কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রথম কার্যদিবস রবিবার (২৮ আগস্ট) লেনদেন শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ২১ হাজার ১৫৮ কোটি টাকায় এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লেনদেন শেষে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ ৫০৭ কোটি টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজারে মূলধন কমেছে ৬৫১ কোটি টাকা বা শূন্য দশমিক ২০ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/