আইপিও আবেদনে স্টক এক্সচেঞ্জকে ৯০ দিনের মধ্যে চূড়ান্ত মতামত দিতে হবে

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্তিতে ইচ্ছুক কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) খসড়া প্রসপেক্টাস জমার ৯০ দিনের মধ্যে চূড়ান্ত মতামত দিতে হবে স্টক এক্সচেঞ্জকে। দ্রুততম সময়ের মধ্যে আইপিও প্রক্রিয়া সম্পন্ন করতে এ বাধ্যবাধকতা আরোপ করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ এ বিষয়ে নির্দেশনা আসতে পারে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ অনুযায়ী, কোনো কোম্পানির আইপিও আবেদনে সম্মতি, নাকচ কিংবা পর্যালোচনার জন্য প্রায় ছয় মাস সময় পায় কমিশন। নির্ধারিত সময়ে আইপিও আবেদন নিষ্পত্তি করতে হয় নিয়ন্ত্রক সংস্থাটিকে। এদিকে সাম্প্রতিক সময়ে কোনো কোনো আইপিও আবেদনের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের চূড়ান্ত মতামত পেতে ছয় মাসেরও বেশি সময় লেগে যায়। এতে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট কোম্পানির আইপিও বাতিল করতে হয়েছে কমিশনকে। পরবর্তীতে কোম্পানিগুলোকে নতুন করে আইপিও আবেদন করতে হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্তি প্রবিধানমালা ২০১৫ (লিস্টিং রেগুলেশনস) অনুযায়ী, স্টক এক্সচেঞ্জকে কোম্পানির আইপিও আবেদন-সংক্রান্ত নথি প্রদানের ২০ কার্যদিবসের মধ্যে প্রাথমিক অভিমত দিতে হয়। পরবর্তীতে দুই স্টক এক্সচেঞ্জ সংশ্লিষ্ট কোম্পানি, কোম্পানির পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরীক্ষক, সম্পদ পুনর্মূল্যায়নকারী, ইস্যু ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা চাইতে পারে। ব্যাখ্যা পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের চূড়ান্ত মতামত পর্যবেক্ষণসহ কমিশনে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে তালিকাভুক্তি প্রবিধানমালায়। এক্ষেত্রে আইপিও অনুমোদনের বিষয়ে ইতিবাচক মতামত দিলে কোম্পানিটির তালিকাভুক্তির বিষয়ে অনাপত্তি প্রদানেরও বিধান রাখা হয়েছে।

এদিকে অধিকাংশ ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় কোম্পানিগুলো। এতে স্টক এক্সচেঞ্জও নির্ধারিত সময়ের মধ্যে আইপিও সম্পর্কে চূড়ান্ত মতামত দিতে ব্যর্থ হয়। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং বিভাগে দক্ষ জনবলের স্বল্পতাও নির্ধারিত সময়ে চূড়ান্ত মতামত প্রদানে ব্যর্থতার জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ডিমিউচুয়ালাইজেশনের পর স্টক এক্সচেঞ্জের লিস্টিং বিভাগের অভিজ্ঞ প্রায় সব কর্মকর্তাকেই বদলি করা হয়। এতে আইপিও পর্যালোচনার জন্য বিভাগটি আরো দুর্বল হয়ে পড়ে। ফলে আইপিও আবেদন নিষ্পত্তিতে সমস্যায় পড়েছে কমিশন। কোম্পানিগুলোও দীর্ঘসূত্রতার মধ্যে পড়ছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত মতামতের জন্য ৯০ দিন সময় বেঁধে দেয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, ৯০ দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জের চূড়ান্ত মতামত পাওয়া গেলে পাবলিক ইস্যু রুলসে বেঁধে দেয়া সময়ের মধ্যে আইপিও আবেদন নিষ্পত্তি করা কমিশনের জন্য সহজ হবে।

পাবলিক ইস্যু রুলস, ২০১৫ অনুসারে কোনো কোম্পানির আইপিও আবেদন নিষ্পত্তি করতে প্রায় ছয় মাস সময় বেঁধে দেয়া হয়েছে। এক্ষেত্রে কোম্পানির আইপিও আবেদন জমার পর সেটি সম্পূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে কিনা, কমিশন সেটি পর্যালোচনা করে দেখে। পরীক্ষা শেষে আবেদনে কোনো অসম্পূর্ণতা কিংবা ত্রুটি পাওয়া গেলে কমিশন ইস্যুয়ার কোম্পানিকে তা লিখিতভাবে জানায় এবং অসম্পূর্ণ আবেদন ঠিক করতে ইস্যুয়ারকে ৪০ দিন সময় বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে ইস্যুয়ার অসম্পূর্ণ আবেদন ঠিক করতে ব্যর্থ হলে নতুন করে আবেদন করতে হয়। আর আবেদন ত্রুটিমুক্ত কিংবা গ্রহণযোগ্য হলে কমিশন পরবর্তী ৬০ দিনের মধ্যে ইস্যুয়ারকে সম্মতিপত্র পাঠয়। অন্যদিকে আবেদন নাকচ হলে সর্বশেষ পত্রবিনিময়ের পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্দিষ্ট কারণসহ নাকচপত্র কোম্পানির কাছে ইস্যু করা হয়। অবশ্য আবেদন নাকচের ৬০ দিনের মধ্যে কোম্পানি রিভিউয়ের আবেদন করতে পারবে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে পাবলিক ইস্যু বিধিমালার সংশোধনীতে আইপিও আবেদন পর্যালোচনা শেষে স্টক এক্সচেঞ্জের পর্যালোচনা বা অভিমত প্রদান বাধ্যতামূলক করা হয়। এর আগে আইপিওর খসড়া প্রস্তাবের ওপর পর্যালোচনা প্রতিবেদন বা সুপারিশ প্রদান ঐচ্ছিক ছিল। আইপিও অনুমোদন কিংবা নাকচের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের মতামতকে গুরুত্ব দিয়ে থাকে কমিশন। তবে স্টক এক্সচেঞ্জ শুধু কোম্পানি প্রদত্ত তথ্যের ওপর নির্ভর করেই মতামত দিয়ে থাকে। আইপিও প্রক্রিয়াকালীন স্টক এক্সচেঞ্জকে সংশ্লিষ্ট কোম্পানি পরিদর্শনের ক্ষমতা দেয়া না হলেও তালিকাভুক্তির পর কমিশনকে অবহিত করে কোম্পানির কার্যালয় বা কারখানা সরেজমিন পরিদর্শন করার ক্ষমতা দেয়া হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/

Save

Save

ব্লক মার্কেটে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন

blockস্টকমার্কেট ডেস্ক :

ব্লক মার্কেটে বুধবার সবচেয়ে বেশি ইউনিট লেনদেন হয়েছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ফান্ডটির ১০ লাখ ইউনিট লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ছিলো ১ কোটি ৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ৬ কোম্পানি ও এক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১৪ লাখ ৪৪ হাজার ৩৯৪টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন। আজ কোম্পানিটি মোট ২ লাখ ৩৩ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকা।

আর ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ১ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া ব্লক মার্কেটে চতূর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে বিএটিবিসি ও বার্জার পেইন্টস।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড পাওয়ারের বোর্ড সভা ১৯ সেপ্টেম্বর

unitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে চারটায় কোম্পানিটি বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন ২০১৬ শেষ হওয়া ১৮ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Save

  1. শাহজিবাজার পাওয়ার
  2. লাফার্জ সুরমা
  3. বিএসআরএম লি:
  4. মবিল যমুনা
  5. ফার কেমিক্যাল
  6. ডরিন পাওয়ার
  7. ইউনাইটেড পাওয়ার
  8. আইএফআইসি
  9. মিথুন নিটিং
  10. সিঙ্গার বিডি।

দিন শেষে সূচকের বড় উত্থান : ডিএসইর লেনদেন ৪৯৮ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের মূল্য সূচক ও লেনদেনের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রধান সূচক ৮৬ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২৩ কোটি টাকা বেড়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৪৭৫ কোটি ৮৫ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১০ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৭.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬২ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেড়েছে ১৫৪ টির, কমেছে ১২০ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, বিএসআরএম লি:, মবিল যমুনা, ফার কেমিক্যাল, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, আইএফআইসি, মিথুন নিটিং ও সিঙ্গার বিডি।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কেডিএস এক্সেসরিজ ও ফার কেমিক্যাল।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

স্পট মার্কেট যাচ্ছে জিবিবি পাওয়ার

gbb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেট যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১৯ সেপ্টেম্বর, সোমবার এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ৮ ও ১৮ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ সেপ্টেম্বর লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/

এম এইচ এম ফাইরোজ সিঙ্গার বিডির নতুন এমডি-সিইও

sin-smbdস্টকমার্কেট ডেস্ক :

এম এইচ এম ফাইরোজ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নতুন এমডি ও সিইও হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তিনি সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি সিঙ্গার শ্রীলঙ্কা পিএলসিতে ১৫ বছর সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

Save

আইপিডিসির রেকর্ড ডেট পিছালো

ipdcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানির (আইপিডিসি) রেকর্ড ডেট পিছানো হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১৫ সেপ্টেম্বর এই রেকর্ড ডেটের সিদ্ধান্ত হয়েছিল। এটা পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বর করা হয়েছে।

তবে ইজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

রাজধানির সাভারে ব্র্যাক সিডিএমে নাম পরিবর্তন সংক্রান্ত বিশেষ সাধারণ সভাটি অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

তালিকাভুক্তির পর ৪৩ কোটি টাকার সম্পদ বাড়িয়েছে একমি ল্যাবরেটরিজ

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ গত বছর প্রায় ৪৩ কোটি টাকার সম্পদ বাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ জুন মাস পর্যন্ত কোম্পানির সম্পত্তি ও মেশিনারিজবাবদ আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১৭২ কোটি ৪০ লাখ টাকা।

তালিকাভুক্তির আগে এসব সম্পদের দর ছিল ১৬৮ কোটি ৯০ লাখ টাকা। এহিসাবে তালিকাভুক্তির পর প্রায় ৪৩ কোটি টাকার সম্পদ বাড়িয়েছে একমি ল্যাবরেটরিজ।

উল্লেখ্য, কোম্পানিটি সদ্য শেয়ারবাজার থেকে প্রায় ৪০৩ কোটি টাকা নেয়। আইপিও র মাধ্যমে শেয়ার ছেড়ে এসব অর্থ নেয় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

৫.৪৭ লাখ ইউরোর মেশিন কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

paraস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল কারখানায় ৫.৪৭ লাখ ইউরোর নতুন মেশিন ক্রয় করবে। এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, মেশিনগুলোর দাম পড়বে ৫ লাখ ৪৭ হাজার ইউরো বা ২ লাখ ৮০ হাজার ডলার। কোম্পানিটি প্রিন্টিং ও অগ্নি নিধোরক এসব মেশিন না কোন দেশ থেকে এসব মেশির আমদানি করবে তা জানায়নি কোম্পানিটি।
এসব মেশিনের মূল্য শতভাগ এলসির মাধ্যমে পরিশোধ করা হবে বলে কোম্পানি সূত্রে জানা যায়। এ ক্ষেত্রে ঋণ সহযোগিতা করবে পূবালী ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ