সংশোধিত আইনে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা শেয়ার কমছে

bsecনিজস্ব প্রতিবেদক :

তালিকাভুক্তি আইন সংশোধনীতে উদ্যোক্তার সংজ্ঞা নির্ধারণের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির উদ্যোক্তা শেয়ার কমেছে। উদ্যোক্তারা সে পরিমাণ শেয়ার বিক্রি না করলেও গত এক বছরে প্রায় এক-চতুর্থাংশ কোম্পানিতে উদ্যোক্তা অংশের শেয়ার কমেছে। স্টক এক্সচেঞ্জ উপস্থাপিত উপাত্ত পর্যালোচনায় এ চিত্র উঠে আসে।

মূলত তালিকাভুক্তি বিধিমালার সংশোধনীতে উদ্যোক্তা শেয়ারের সংজ্ঞাগত পরিবর্তনের কারণেই শেয়ার ধারণে এ পরিবর্তন এসেছে। ২০১৫ সালের ১২ জুলাই ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা সংশোধন করা হয়। সেখানেই প্রথমবারের মতো উদ্যোক্তার সংজ্ঞা নির্ধারণ করা হয়।

নতুন সংজ্ঞা অনুসারে কোম্পানি, মিউচুয়াল ফান্ড কিংবা সামষ্টিক বিনিয়োগ স্কিমের প্রারম্ভিক মূলধন জোগানদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানই শুধু উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবে।

কোম্পানির প্রারম্ভিক মূলধনদাতা ব্যক্তি বা উদ্যোক্তা মারা গেলে অথবা অন্য কোন কারণে তার শেয়ার নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করলে সে শেয়ার আর উদ্যোক্তা শেয়ার হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কেউ উদ্যোক্তার শেয়ার পেলেও তিনি উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পাবেন না। এক্ষেত্রে সংশ্লিষ্ট শেয়ার সাধারণ শেয়ার হিসেবে গণ্য হবে এবং তা বিক্রিতে কোন পূর্বঘোষণার প্রয়োজন হবে না।

এদিকে নতুন তালিকাভুক্ত কোম্পানির যেসব শেয়ারহোল্ডার এ কারণে উদ্যোক্তা তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের শেয়ার এখন লকড-ইন (বিক্রয় কিংবা হস্তান্তর নিষেধাজ্ঞা) থাকবে কিনা, সে বিষয়ে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।

পর্যালোচনায় দেখা গেছে, সংজ্ঞাগত পরিবর্তনের কারণে তালিকাভুক্ত অন্তত ৬৫টি কোম্পানির উদ্যোক্তা অংশের শেয়ার কমে গেছে। কিছু উদ্যোক্তা বাদ পড়ায় কয়েকটি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ধারণকৃত শেয়ার ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। এতে সংশ্লিষ্ট কোম্পানি রাইট শেয়ার ইস্যু ও পুনঃগণপ্রস্তাবের (আরপিও) যোগ্যতা হারিয়েছে।

উদ্যোক্তার বর্তমান সংজ্ঞা নির্ধারণের পর স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, ডেল্টা ব্র্যাক হাউজিং, আরএন স্পিনিং মিলস, ফারইস্ট ফিন্যান্স, মতিন স্পিনিং মিলস, জিবিবি পাওয়ার, লিবরা ইনফিউশন্স, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সসহ বেশ কয়েকটি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ারধারণের পরিমাণ কমে গেছে। এর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আফতাব অটো, এ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, ফ্যামিলিটেক্স, জেনারেশন নেক্সট, মিথুন নিটিং, তাল্লু স্পিনিং ও পিপলস ইন্স্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ারধারণের পরিমাণ ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। এতে কোম্পানিগুলো রাইট শেয়ার ও আরপিওর মাধ্যমে মূলধন বাড়ানোর সুযোগ হারিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালদের সম্মিলিত শেয়ারের পরিমাণ ৩১ দশমিক ৫৩ শতাংশ থেকে ২৮ দশমিক ৯২ শতাংশে নেমে এসেছে। ২০১৫ সালের ৩০ জুন স্কয়ার ফার্মার উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার ছিল ৫৩ দশমিক ৬২ শতাংশ। স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্তি বিধিমালা সংশোধনের পর বর্তমানে এ কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার নেমে এসেছে ৩৬ দশমিক ৩৪ শতাংশে।

সদ্যতালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজের আইপিও প্রসপেক্টাসে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার দেখানো হয় ৫৭ দশমিক ৬৪ শতাংশ। চলতি বছরের জুলাই মাস শেষে তাদের শেয়ার নেমে এসেছে ৩৮ দশমিক ৮৮ শতাংশে। একই সময়ে বেঙ্গল উইন্ডসর কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ৬২ দশমিক ৫২ শতাংশ থেকে ৩২ দশমিক ২ শতাংশে নেমে এসেছে।

ডেল্টা ব্র্যাক হাউজিং ৭৫ দশমিক ৭৭ শতাংশ থেকে ৫১ দশমিক ৩২ শতাংশ, গোল্ডেন সান ৪৮ দশমিক ২৮ শতাংশ থেকে ৪১ দশমিক ৮৯ শতাংশে, মতিন স্পিনিং ৬৫ দশমিক শূন্য ২ শতাংশ থেকে ৩২ দশমিক ৭২ শতাংশে, আরএন স্পিনিং ৬২ দশমিক ২১ থেকে ৩৬ দশমিক ৭ শতাংশে এবং লিবরা ইনফিউশন্সের উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার ৪৮ দশমিক ২৮ থেকে ৩৪ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে।

এর বাইরে একই কারণে জাহিন স্পিনিং মিলস, নর্দার্ন জুট, ফারইস্ট নিটিং ও সেন্ট্রাল ফার্মার উদ্যোক্তা অংশের শেয়ারও উল্লেখযোগ্য হারে কমেছে। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, এনসিসি ব্যাংক, ফারইস্ট ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, ডেল্টা লাইফ, এক্সিম ব্যাংক, আইএলএফএসএল, নিটল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, প্রভাতি ইন্স্যুরেন্স, পপুলার লাইফ, পিপলস ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ারের পরিমাণও কমেছে।
স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

কেডিএসের ১১ লাখ শেয়ার কেনার ঘোষণা

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প আর্থিক খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের একটি স্পন্সর উদ্দ্যোক্তা ১১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কেডিএস গার্মেন্টস নামে কোম্পানিটির এই স্পন্সর এসব শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ক্রয় করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার ক্রয় সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

স্টাইল ক্রাফটের বোর্ড সভা আহবান

style-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেড আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ৩টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ মার্চ হতে ২০১৬ সালের জুন পর্যন্ত ১৫ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিচালনা পর্ষদ গত বছর ২০১৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর আগের বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

  1. লাফার্জ সুরমা
  2. একমি ল্যাব.
  3. জিএইচপি ইস্পাত
  4. শাহজিবাজার পাওয়ার
  5. কেডিএস এক্সেসরিজ
  6. বিএসসিসিলি
  7. ইউনাইটেড পাওয়ার
  8. ন্যাশনাল টিউবস
  9. এমজেএলবিডি
  10. বিএসসি।

ডিএসইতে ৩১৫ ও সিএসইতে ৩৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রায় ৩১৫ কোটি টাকা হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১১ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৬.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগের দর বেড়েছে। এদিন বেড়েছে ১৩৯ টির, কমেছে ১৩০ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ সুরমা, একমি ল্যাব., জিএইচপি ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, বিএসসিসিলি, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল টিউবস, এমজেএলবিডি ও বিএসসি।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কেডিএস এক্সেসরিজ ও লাফার্জ সুরমা।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে৯৭ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ছুটির পর ঊর্ধ্বমুখী সূচক নিয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু

index upস্টকমার্কেট ডেস্ক :

কোরবানির ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম দিনের লেনদেনে প্রথম আড়াই ঘণ্টায় সূচক বেড়েছে দেশের দুই শেয়ারবাজারেই।

রবিবার বেলা ১২টা ৪২ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৯ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে এ সময় ১৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে থাকা ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১২টা ৩৮ মিনিট পর্যন্ত ২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৮৩ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এ সময় লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। লেনদেনে থাকা ১৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

স্টকমার্কেটবিডি.কম/

ভ্যানগার্ড রূপালী ফান্ডের চাঁদাগ্রহণ শুরু : শেষ ২ অক্টোবর

vanguardস্টকমার্কেট ডেস্ক :

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের চাঁদাগ্রহণ শুরু হয়েছে । এই চাঁদাগ্রহণ চলবে ২ অক্টোবর পর্যন্ত। ১০ টাকা অভিহিত মূল্যের সর্বনিম্ন ৫০০ ইউনিট কেনার জন্য আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা।

এর আগে ১৭ আগস্ট ১০ বছর মেয়াদি মিউচুয়াল ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের কাছ থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে এর ট্রাস্টি।

৫৮১তম কমিশন সভা শেষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, মেয়াদি মিউচুয়াল ফান্ডটির টার্গেট সাইজ ২০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার অংশ ৪০ কোটি টাকা। আইপিও-পূর্ব প্লেসমেন্টের মাধ্যমে এরই মধ্যে সংগৃহীত হয়েছে ৬৫ কোটি টাকা। বাকি ৯৫ কোটি টাকা আইপিও থেকে সংগ্রহ করা হবে।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের উদ্যোক্তা প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড নামে আরেকটি তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডেরও সম্পদ ব্যবস্থাপক তারা।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড ইন্স্যুরেন্স অফিস স্পেস কিনবে

united-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি রাজধানীতে অফিস স্পেস ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ইউনাইটেড ইন্স্যুরেন্স ঢাকায় কাজী নজরুল ইসলাম এভিনিউতে ৬.৩৩৩ স্কয়ার ফুটের অফিস স্পেস কিনবে। যার মূল্য ধরা হয়েছে রেজিস্টেশন ও অন্যান্য খরচসহ প্রায় ১০ কোটি টাকা।

বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে এ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স।

স্টকমার্কেটবিডি.কম/