ফরচুন সুজের আইপিও লটারি ফলাফল প্রকাশ

fortune-shoesনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া ফরচুন সুজ লিমিটেডের আইপিওর লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার হলে এ ড্র অনুষ্ঠিত হয়।

আইপিও বিজয়ীদের তালিকা দেখতে ক্লিক করুন…..

 

Stock Broker / Merchant Bank Code

General Public

Affected Investors

Non Residence Bangladeshi (NRB)

Eligible Investors

Mutual Fund

কোম্পানিটি আইপিও আবেদন জমা নেয় ১৬ আগষ্ট হতে ২৮ আগষ্ট পর্যন্ত। স্থানীয় এবং অনিবাসী সব ধরনের বিনিয়োগকারীকে এ সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে।

এর আগে গত ২৯ জুন বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি মেরিনারিজ ক্রয়, ফ্যাক্টরি ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।

২০১৬ সালের ৯ মাসের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইয়াকিন পলিমারের লেনদেন শুরু আগামীকাল

yakinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল ২২ সেপ্টেম্বর। এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু হবে। কোম্পানিটির ট্রেডিং কোড- “YPL” এবং ডিএসইতে কোম্পানি কোড-13241 নির্ধারণ হয়েছে । আর সিএসইতে স্ক্রিপ আইডি নং 32022 নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাঠিয়েছে লিন্ডে বিডি

lindeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড গত বছরের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০০ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে। আর চলতি বছরের(জানু-জুন-১৬) প্রথম ছয়মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৬ আগস্ট।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত ৩০ জুন সময়ে (জানুয়ারি-জুন) কোম্পানিটি শেয়ার প্রতি ৩১ টাকা ৮৮ পয়সা আয় করেছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৬ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভি দাঁড়ায় ২০৩ টাকা। গত বছর ৩০ জুন তারিখে এনএভি ছিল ১৭৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

একমি ল্যাবরেটরিজের ৩৫% লভ্যাংশ ঘোষণা

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ২০১৬ সালে ৩০ জুন শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

একই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৬ টাকা ৫৫ টাকা।

কোম্পানিটির এজিএম দিন ৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ডেট আগামী ১০ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ