স্টাইল ক্রাফটের ৭৫% লভ্যাংশ ঘোষণা

style-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ২০১৬ সালে ৩০ জুন শেষ হওয়া ১৫ মাসের বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

একই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৯৫ টাকা ৪২ টাকা।

কোম্পানিটির এজিএম দিন পরবর্তীতে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রেনেটার ১০০% লভ্যাংশ ঘোষণা

reneta-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ২০১৫ সালে ৩০ ডিসেম্বর শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৮৫ শতাংশ নগদ ও ১৫ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

একই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৩৯ টাকা ২১ টাকা।

কোম্পানিটির এজিএম দিন ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ডেট গত ২২ মে অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দেশ-বিদেশে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ৫৬ হাজার ৯৮৭ কোটি টাকা

ibl20160924161551নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের আগস্ট মাস শেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮২৫ কোটি টাকা। এসময় দেশ বিদেশে ব্যাংকটির বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯৮৭ কোটি টাকায়।

শনিবার মতিঝিল দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ব্যাংকের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, আলোচিত সময়ে ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৮ কোটি টাকা। যার মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্য হয়েছে যথাক্রমে ২১ হাজার ৮৪৯ কোটি এবং ১৬ হাজার ১৮৭ কোটি টাকা। আর প্রবাসীদের আয় (রেমিট্যান্স) আহরিত হয়েছে ২০ হাজার ৩৩ কোটি টাকা।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে সভাপতিত্ব করেন। এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, মো. মাহবুব-উল-আলম, আবদুস সাদেক ভূঁইয়া, মো. শামসুজ্জামান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ৮টি কর্পোরেট শাখা ও ১৪টি জোনের প্রধানরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের বিনিয়োগ সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ বৃদ্ধি, অ্যাসেট কোয়ালিটি উন্নয়ন এবং শরী’আহসহ সার্বিক পরিপালনের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া আগস্ট ২০১৬ পর্যন্ত ব্যাংকের বিভিন্ন কার্যক্রম মূল্যায়ন করে পরবর্তী করণীয় সম্পর্কে জোন ও শাখা প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আইপিডিসির কোনো সংবেদনশীল তথ্য নেই

ipdcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি লিমিটেড গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২২ সেপ্টেম্বর দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

এপেক্স ফুটের বোর্ড সভা ২৬ সেপ্টেম্বর

apex-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এপেক্স ফুটওয়ার লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫ টায় কোম্পানিটি এ বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ সালে শেষ হওয়া ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. লংকা বাংলা ফাইন্যান্স
  2. ইউনাইটেড পাওয়ার
  3. শাহজিবাজার পাওয়ার
  4. জিএইচপি ফাইন্যান্স
  5. যমুনা ওয়েল
  6. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  7. মবিল যমুনা
  8. ইয়াকিন পলিমার
  9. ন্যাশনাল টিউবস
  10. বেঙ্গল উন্ডসর।

শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে শনিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দুই বাজারেই লেনদেনের পরিমাণ সামান্য কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে। শনিবার ডিএসইতে ৫২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে ৫৫৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

দিনশেষে টার্নওভার তালিকার শীর্ষে উঠে আসে যে সব কোম্পানি – লংকা বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, জিএইচপি ফাইন্যান্স, যমুনা ওয়েল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মবিল যমুনা, ইয়াকিন পলিমার, ন্যাশনাল টিউবস ও বেঙ্গল উন্ডসর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

ব্যাংকের ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

mercantilস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের একজন উদ্দ্যোক্তা ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: মিজানুর রহমান নামে ব্যাংকটির এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে দুই স্টক এক্সচেঞ্জ হতে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ন্যাশনাল হাউজিংয়ের দর বাড়ার তথ্য নেই

NHFL-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ৬ কার্যদিবস ন্যাশনাল ফিন্যান্সের শেয়ারের দর বেড়েছে। এরমধ্যে কোম্পানিটির দর বেড়েছে প্রায় ১০ টাকা।

গত ৯ সেপ্টেম্বর এ শেয়ারটির দর ছিল ৩২.৯০ টাকা। যা সর্বশেষ বৃহস্পতিবার দিনশেষে দাঁড়িয়েছে ৪৩ টাকার কাছাকাছি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইবনে সিনার বোর্ড সভা ২ অক্টোবর

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেডের বোর্ড সভা আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩ টায় কোম্পানিটি এ বোর্ড সভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ সালে শেষ হওয়া ১৮ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। পাশাপাশি এজিএমের তারিখ নির্ধারণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ