বিএসআরএম লিমিটেডের বোর্ড সভা ৬ অক্টোবর

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেডের বোর্ড সভা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন ৫ টায় কোম্পানিটি বোর্ডসভার সময় নির্ধারন করেছে।

আসন্ন বোর্ড সভায় সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এই ১৯(১) ধারা অনুযায়ী ২০১৬ সালের জানুয়ারি হতে জুন পর্যন্ত ৬ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দুর্বল মনিটরিং শেয়ারবাজারের উদ্বেগের কারণ: সিপিডি

cpd-1-3নিজস্ব প্রতিবেদক :

দুর্বল মনিটরিংয়ের কারণে শেয়ারবাজার এখনো উদ্বেগের কারণ হয়ে রয়েছে বলে তথ্য প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপে এক সংবাদ সম্মেলনে বিশ্ব প্রতিযোগিতা রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে শেয়ারবাজার ইনসাইডার ট্রেডিং দ্ধারা নিয়ন্ত্রিত বলে বিশ্ব প্রতিযোগিতা রিপোর্টে তুলে ধরা হয়। এছাড়া শেয়ারবাজারের মাধ্যমে অর্থ উত্তোলন কঠিন হওয়ায় দেশের আর্থিক খাতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানানো হয়।

দেশের আর্থিক খাতের উন্নয়নের স্বার্থে এসব সমস্যা সমাধান করা দরকার বলে সুপারিশ করা হয়। একই সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) শক্তিশালী করার কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে সিপিডি’র নির্বাহী পরিচালক প্রফেসর মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত রিসার্চ পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ এসোসিয়েট কিশোর কুমার বশাকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে : বাংলাদেশ ব্যাংক

bbনিজস্ব প্রতিবেদক :

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা অর্জন করায় শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। বুধবার বাংলাদেশ ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমের ওপর এশিয়া প্যাসেফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি) এর মূল্যায়ন প্রতিবেদন বিষয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ আশা প্রকাশ করেন।

আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। এপিজির ৩য় পর্বের মিউচ্যুয়াল ইভাল্যুয়েশন প্রক্রিয়ার চূড়ান্ত প্রতিবেদনে তা প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও পুঁজিবাজারে পোর্টফোলিও বিনিয়োগ আসার ক্ষেত্রে এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, কেউ বাইরের দেশের শেয়ারবাজারে বিনিয়োগ করতে চাইলে এপিজির প্রতিবেদন, দেশটিতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের কী অবস্থা- তা পর্যবেক্ষণ করেন।

আবু হেনা মোহাম্মদ রাজি হাসান আশা প্রকাশ করেন, এই প্রতিবেদনে ভালো করার কারণে বাংলাদেশে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বাড়বে। প্রতিবেদন তৈরিতে এপিজির টিম বাংলাদেশের অতীতের সব বড় ঘটনা, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণে রেখেছিলো। সব কিছু বিশ্লেষণ করেই এই প্রতিবেদন প্রকাশ করেছে এপিজি।

এই ডেপুটি গভর্নর বলেন, চূড়ান্ত প্রতিবেদনে বাংলাদেশের রেটিং নরওয়ে, শ্রীলঙ্কা, ফিজি থেকে ভালো। সন্ত্রাস, সন্ত্রাসে অর্থায়ন, জঙ্গিবাদ, মানি লন্ডারিংসহ অন্যান্য অপরাধ নির্মূলে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিকমানে উন্নীত হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো শহরে এপিজির ১৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের প্রতিবেদনটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এসময় বিএফআইইউ বিভাগের মহাব্যবস্থাপক দেব প্রসাদ দেবনাথ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

৩ লাখ শেয়ার বিক্রয় করবেন বিমার উদ্দ্যোক্তা

deltaস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন উদ্দ্যোক্তা পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ শাহজাহান নামে বিমাটির এই পরিচালক প্রতিষ্ঠানটির ৩ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ২০ লাখ ৬২ হাজার ৫০০ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক ও পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর আগামী ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

দুই ইস্যু ঘিরে কাঁপছে বিশ্ব শেয়ারবাজার

indexনিজস্ব প্রতিবেদক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আবহাওয়া আরও তেতে ওঠার আশঙ্কাকেই প্রধান ‘আসামী’ হিসেবে কাঠগড়ায় দাঁড় করাল বিশ্বের শেয়ারবাজার।

বিশেষজ্ঞেরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকার দুই পদপ্রার্থী, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টনের এ দিন মুখোমুখি বিতর্কে বসার আগে দিনভর শেয়ার বেচে ঝুঁকি এড়াতে চেয়েছেন সারা বিশ্বের বহু লগ্নিকারী। সকলেরই আশঙ্কা যে, তাঁদের প্রকাশ্য বাদানুবাদ মার্কিন রাজনীতিতে তরজার পারদ বহুগুণ চড়াবে। তাই প্রায় সব দেশের শেয়ার বাজার হুড়মুড়িয়ে পড়েছে এ দিন।

বিশ্ব বাজারে সূচকগুলির পতনের কারণ হিসেবে অবশ্য স্পষ্ট অশোধিত তেলের ভূমিকাও। এ সপ্তাহেই আলজিরিয়ায় বৈঠকে বসছে তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ওপেক। বাড়তি জোগানের জেরে তেলের দাম পড়া আটকাতে এ বার অন্তত তারা উৎপাদন বেঁধে দেয় কি না, সেই অপেক্ষায় লগ্নিকারীরা। সোমবার ইরান অবশ্য এ রকম চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছে।

ভারতের অক্টোবরের ঋণনীতি নিয়ে দুশ্চিন্তাও সূচকের পতনে ইন্ধন জুগিয়েছে। শিল্পে লগ্নি বাড়িয়ে বৃদ্ধির চাকায় গতি ফেরাতে সুদ আর এক দফা কমা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডেল্টা হসপিটালের রোড শো ৬ অক্টোবর

deltaনিজস্ব প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে সেবা খাতের কোম্পানি ডেল্টা হসপিটাল লিমিটেড। এ লক্ষ্যে আগামী ৬ অক্টোবর রোড শোর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

এদিন সন্ধা ৭টায় রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে ডেল্টা হসপিটালের রোড শো অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

২০১৬ সালের ৩০ জুন হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪০ টাকা।

ডেল্টা হসপিটাল লিমিটেডের এ রোড শোতে অংশগ্রহণ করবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড, স্টক ডিলারস, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং কমিশনের অনুমোদনপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠান।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মূলধন সংরক্ষণে ঘাটতিতে ৯ ব্যাংক : তালিকাভুক্ত ১টি

bankনিজস্ব প্রতিবেদক :

ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। চলতি বছরের জুন শেষে ৯টি ব্যাংক এ মূলধন সংরক্ষণ করতে পারেনি। এ তালিকায় রয়েছে সরকারি মালিকানাধীন ৭টি ও বেসরকারি খাতের ২টি ব্যাংক। এই তালিকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি ব্যাংকও রয়েছে।

তবে সরকারি ও বেসরকারি খাতের ৯ ব্যাংকের মূলধনে বড় অঙ্কের ঘাটতি থাকলেও অনেক ব্যাংকই এ সময়ে প্রয়োজনের তুলনায় বেশি মূলধন রাখতে সক্ষম হয়েছে। এ কারণে মূলধন পর্যাপ্ততার হাররেশিও হ্রাস পেয়েছে তুলনামূলক কম।

জানা গেছে, প্রতি ত্রৈমাসিকে মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) হিসাব করে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ অথবা ৪০০ কোটি টাকা, এর মধ্যে যেটি বেশি তার ভিত্তিতে মূলধন পর্যাপ্ততার অনুপাত নির্ধারণ করা হয়। ঝুঁকিভিত্তিক সম্পদ হিসাবে ঋণ, বাজার ও পরিচালন ঝুঁকিগুলোকে বিবেচনায় নেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকিং খাতে ন্যূনতম প্রয়োজনীয় মূলধন সংরক্ষণের প্রয়োজন ছিল ৭৭ হাজার ৫২৪ কোটি ২৬ লাখ টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো সংরক্ষণ করেছে ৭৬ হাজার ৮৮৪ কোটি ৪০ লাখ টাকা। ফলে ঘাটতি দেখা দিয়েছে প্রায় ৬২০ কোটি টাকা। তবে এ পরিমাণ ঘাটতি থাকার পরও সংরক্ষিত মূলধন এ খাতের মোট ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ দশমিক ৩৪ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগের প্রান্তিক মার্চ শেষে ব্যাংকগুলোর প্রয়োজন ছিল ৭৪ হাজার ৫২৮ কোটি টাকা। সংরক্ষণ করা হয়েছিল ৭৫ হাজার ৬১২ কোটি টাকা, যা ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ দশমিক ৬২ শতাংশ ছিল। গত ডিসেম্বর শেষে যা ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মধ্যে ৫টিই মূলধন ঘাটতিতে পড়েছে। এর পরিমাণ ৬ হাজার ৭০৮ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সর্বোচ্চ ২ হাজার ৫০৫ কোটি টাকার ঘাটতি রয়েছে। আগের প্রান্তিকে ব্যাংকটির ঘাটতি ছিল ২ হাজার ৮৫০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ২৮৬ কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে বেসিক ব্যাংকের। আগের প্রান্তিকে ব্যাংকটির ঘাটতি

ছিল ২ হাজার ২৩৬ কোটি টাকা। জনতা ব্যাংকের ঘাটতি রয়েছে ৬৬৪ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ব্যাংকটির ৪৮ কোটি টাকা উদ্বৃত্ত ছিল। অগ্রণী ব্যাংকের ঘাটতি দেখা দিয়েছে ১৯৯ কোটি ৫৪ লাখ টাকা। আগের প্রান্তিকে এই ব্যাংকের কোনো ঘাটতিই ছিল না। আর রূপালী ব্যাংকের ঘাটতি রয়েছে ১ হাজার ৫২ কোটি ৮৮ লাখ টাকা, যা আগের প্রান্তিকেও ছিল ৪৪৪ কোটি টাকা। এ সময়ে বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি রয়েছে ৬ হাজার ২৩ কোটি ৭০ লাখ টাকা। আগের প্রান্তিকে ব্যাংকটির ঘাটতি ছিল সাত হাজার ২৫ কোটি টাকা। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি রয়েছে ২৭৬ কোটি ৫৯ লাখ টাকা। আগের প্রান্তিকে ব্যাংকটির ঘাটতি ছিল ৭৮৯ কোটি টাকা। বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি রয়েছে ২৯৭ কোটি ৭৮ লাখ টাকা। আগের প্রান্তিকে ছিল ২৯৪ কোটি টাকা।

এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত আাইসিবি ইসলামী ব্যাংকের ঘাটতি রয়েছে ১ হাজার ৪৩৬ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ছিল ১ হাজার ৪৩১ কোটি টাকা।

তবে সরকারি ও বেসরকারি খাতের নয় ব্যাংকের মূলধনে বড় অঙ্কের ঘাটতি থাকলেও অনেক ব্যাংকই এ সময়ে প্রয়োজনের তুলনায় বেশি মূলধন রাখতে সক্ষম হয়েছে। এ কারণে মূলধন পর্যাপ্ততহার হার রেশিও হ্রাস পেয়েছে তুলনামূলক কম।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. লংকা বাংলা ফাইন্যান্স
  2. ইয়াকিন পলিমার
  3. বিএসসি
  4. সিঙ্গার বিডি
  5. ন্যাশনাল টিউবস
  6. জিএসপি ফাইন্যান্স
  7. এমজেএলবিডি
  8. স্কয়ার ফার্মা
  9. বিএসসিসিএল
  10. বেক্স ফার্মা।

দিনশেষে সূচক বাড়লেও লেনদেন কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান স্টক এক্সেচেঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে মূল্য সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৫৩৪ কোটি ২১ লাখ লেনদেন হয়। এহিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪২ কোটি টাকা কমেছে।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৬ পয়েন্টে । এছাড়া ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে সমপরিমাণের দর বেড়েছে ও কমেছে। এদিন বেড়েছে ১৩৪ টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- লংকা বাংলা ফাইন্যান্স, ইয়াকিন পলিমার, বিএসসি, সিঙ্গার বিডি, ন্যাশনাল টিউবস, জিএসপি ফাইন্যান্স, এমজেএলবিডি, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল বেক্স ফার্মা।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সেখানে ৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইয়াকিন পলিমার।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৯৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে দেড় ঘন্টায় লেনদেন ১৪১ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এইদিন শুরু থেকে উত্থান থাকলেও কিছুক্ষণ পর ধীরে ধীরে পরতে থাকে সূচকে। বুধবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে এ সময়ে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৪১ কোটি টাকা।

বুধবার দুপুর ১২ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৭০ পয়েন্টে। ডিএসই’র শরিয়াহ সূচক ০.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৮ পয়েন্টে। এসময় লেনদেন হওয়া ৩০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টি, দর কমেছে ১৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪১ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকা।

এর আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৬৮৭ পয়েন্টে। ডিএসই’র শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭৭৮ পয়েন্টে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছিলো ২১২ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।

এদিকে দুপুর ১২ টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করে ৮৭৩৩ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৭৯ কোম্পানি ও মিউচ্যয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮ টির, দর কমেছে ৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর। যা টাকার অংকে ৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ