ব্লক মার্কেটে এসআইবিএলর লেনদেন বেশি

blockস্টকমার্কেট ডেস্ক :

ব্লক মার্কেটে বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ব্যাংকটি বুধবারে ১ কোটি ৫০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৮৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্লক মার্কেটে বুধবার ৪ কোম্পানি ও ১ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৩৪৫টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ২১ লাখ টাকা।

প্রাইম ব্যাংক ৪ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬৭ লাখ টাকা। এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ২ লাখ ৬৮ হাজার ১০০ ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১৯ লাখ টাকা। এছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ লাখ ২৪৫টি ও লিন্ডে বিডি ১০ হাজার শেয়ার লেনদেন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্রোকারদের সঙ্গে ডিএসইর জরুরী বৈঠক

dse-press-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের উন্নয়ন ও বর্তমান পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্রোকার প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছে ডিএসই বোর্ড। আজ বুধবার বিকেল ৩টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক রকিবুর রহমান বলেন, আমরা বাজারের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য তাদের সাথে বসবো। কিভাবে বাজারে গতিশীলতা আনা যায়, কিভাবে স্থিতিশীলতা ফেরানো যায়- সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

তিনি আরও বলেন, বৈঠকের পর পর্যায়ক্রমে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমডি কিংবা উচ্চ কর্মকর্তাদের সঙ্গে বসবো। কারণ আমরা একটি স্থিতিশীল ও গতিশীল শেয়ারবাজার চাই।

স্টকমার্কেটবিডি.কম/এম

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

spot..-2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে । এগুলো হলো: ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ও নাভানা সিএনজি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১০ অক্টোবর এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার ও রোববার স্পট মার্কেটে হবে এসব কোম্পানির শেয়ার লেনদেন।

এ সময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটর কারণে ১০ অক্টোবর লেনদেন স্থগিত রাখবে কোম্পানিরগুলোর কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে কমলেও সিএইতে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৫৬২ কোটি ৩২ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩০ পয়েন্টে । ডিএসই-৩০ সূচক ১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ১১১ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- সিঙ্গার বিডি, যমুনা ওয়েল, এমজিএলবিডি, বিএসসি, লাফার্জ সুরমা, সাইফ পাওয়ার, লংকা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, একমি ল্যাব ও ইফাদ অটোস।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল হেডেলবার্গ সিমেন্ট ও একমি ল্যাব.।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯১পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ১৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

রিজেন্সি হোটেলে ডেল্টা হসপিটালের রোড শো আগামীকাল

deltaনিজস্ব প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে সেবা খাতের কোম্পানি ডেল্টা হসপিটাল লিমিটেড। এ লক্ষ্যে আগামীকাল রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে রোড শোর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

এদিন সন্ধা ৭টায় রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে ডেল্টা হসপিটালের রোড শো অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

২০১৬ সালের ৩০ জুন হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪০ টাকা।

ডেল্টা হসপিটাল লিমিটেডের এ রোড শোতে অংশগ্রহণ করবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড, স্টক ডিলারস, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং কমিশনের অনুমোদনপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠান।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফারইষ্ট ফাইন্যান্স ৭ লাখ শেয়ার বিক্রি করবে

farestস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফারইষ্ট ফাইন্যান্সের কোম্পানির একজন উদ্দ্যোক্তা পরিচালক ৭ লাখ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেলোয়ার হোসেন রানা নামে প্রতিষ্ঠানটির এই পরিচালক প্রতিষ্ঠানটির ৭ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৩৩ লাখ ৯৬ হাজার ২৭৯ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে উভয় মার্কেটে বিক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর আগামী ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

পঞ্চম ধাপে জমি কিনবে ফার কেমিক্যাল

far camস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল লিমিটেড পঞ্চম ধাপে আরো জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি মোট ৩৮.১২ ডেসিমল জমি কিনবে। তবে জমিটির পৃথক খতিয়ান রয়েছে। ১৮ ডেসিমল ও ২০.১২ ডেসিমলের আলাদা আলাদা খতিয়ানে এ সব জমি কেনা হবে।

এসব জমির মোট দাম পড়বে ৬৫ লাখ ৬৬ হাজার ৪৩০ টাকা।

এর আগে কোম্পানিটি নারায়নগঞ্জ জেলায় রূপগঞ্জে আরো জমি কিনেছে। সেখানে সেকেন্ড ইউনিটের কাজ শুরু করবে ফার কেমিক্যাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ