এনভয় টেক্সটাইলের বোর্ড সভা ১৫ অক্টোবর

envoyস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে পোশাক শিল্প খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন বেলা ৪টায় কোম্পানিটির এই সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ২০১৫ সালের ১ অক্টোবর হতে ৩০ জুন শেষ হওয়া ২০১৬ পর্যন্ত ৯ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে বলে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বিএসসি
  2. এমজিএলবিডি
  3. ব্র্যাক ব্যাংক
  4. লাফার্জ সুরমা
  5. সিঙ্গার বিডি
  6. স্কয়ার ফার্মা
  7. সিঙ্গার বিডি
  8. বিএসআরএম লি
  9. খান ব্রাদার্স
  10. বিএসআরএম স্টিল
  11. একটিভ ফাইন।

ডিএসইতে সূচক ১০ ও সিএসইতে ২২ পয়েন্ট বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক প্রায় ১০ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২২ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৫২৬ কোটি ৭৮ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩১ পয়েন্টে । ডিএসই-৩০ সূচক ০.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮ টির, কমেছে ১২৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বিএসসি, এমজিএলবিডি, ব্র্যাক ব্যাংক, লাফার্জ সুরমা, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি, বিএসআরএম লি, খান ব্রাদার্স, বিএসআরএম স্টিল ও একটিভ ফাইন।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম ও বিএসআরএম লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯ টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

বেঙ্গল পলি এন্ড পেপারের রোড শো ৯ অক্টোবর

simple_img_4নিজস্ব প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় বেঙ্গল পলি এন্ড পেপার স্যাক লিমিটেড। এ লক্ষ্যে আগামী ৯ অক্টোবর গুলশানস্থ হোটেল ল্যাকসরে রোড শোর আয়োজন করেছে কোম্পানিটি।

সেদিন সন্ধা ৭টায় রাজধানীর গুলশানে অবস্থিত ল্যাকসর হোটেলে লা-ভিটা বানকয়েট হলে এই রোড শো অনুষ্ঠিত হবে। সিএসইর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বেঙ্গল পলি এন্ড পেপার স্যাক লিমিটেডের এ রোড শোতে অংশগ্রহণ করবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড, স্টক ডিলারস, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং কমিশনের অনুমোদনপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠান।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস্ লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সামিট পাওয়ারের বোর্ড সভা ১০ অক্টোবর

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পর্ষদ সভা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন বেলা ৩টায় কোম্পানিটির এই সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এ ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

পিপলস্ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৭ অক্টোবর

people-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন বেলা ৩টায় কোম্পানিটির এই সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এ ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিআইএফসির বোর্ড সভা ১২ অক্টোবর

bifcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওইদিন বেলা ৩টায় কোম্পানিটির এই সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৫ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ওই সভা থেকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। এছাড়া একই সভায় এজিএমের ঘোষণা আসবে।

উল্লেখ্য, কোম্পানিটি এর আগের বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/এম

সাউথইষ্ট ব্যাংক ফান্ডের আয় কমে অর্ধেক

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইষ্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকে ইউনিট প্রতি আয় (ইপিইউ) কমে অর্ধেকে নেমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ফান্ডটির প্রথম প্রান্তিকের (জুলাই ১৬- সেপ্টেম্বর ১৬) ইউনিট প্রতি আয় করেছে ২৯ পয়সা। যা আগের বছর একই প্রান্তিকে ছিল ৬১ পয়সা। এহিসাবে ফান্ডের আয়ের অর্ধেক এবার কমে গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুয়ায়ী, এসময় ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য ১১.৪৭ টাকা দাঁড়িয়েছে। যা গত বছর ছিল ১২.৪৮ ঢাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এনএলআই ফান্ডের আয় দুই তিতাংশ কমেছে

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকে ইউনিট প্রতি আয় (ইপিইউ) কমে তিন ভাগের এক ভাগে নেমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ফান্ডটির প্রথম প্রান্তিকের (জুলাই ১৬- সেপ্টেম্বর ১৬) ইইনিট প্রতি আয় করেছে ৩৯ পয়সা। যা আগের বছর একই প্রান্তিকে ছিল ৯১ পয়সা। এহিসাবে ফান্ডের আয়ের দুই তিতাংশ এবার কমে গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুয়ায়ী, এসময় ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য ১৩.৯২ টাকা দাঁড়িয়েছে। যা গত বছর ছিল ১৪.২৪ ঢাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সন্ধ্যায় ডেল্টা হসপিটালের রোড শো

deltaনিজস্ব প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে সেবা খাতের কোম্পানি ডেল্টা হসপিটাল লিমিটেড। এ লক্ষ্যে আজ রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে রোড শোর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

সন্ধা ৭টায় রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলিব্রেশন হলে ডেল্টা হসপিটালের রোড শো অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

২০১৬ সালের ৩০ জুন হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮৮ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪০ টাকা।

ডেল্টা হসপিটাল লিমিটেডের এ রোড শোতে অংশগ্রহণ করবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড, স্টক ডিলারস, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং কমিশনের অনুমোদনপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠান।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ