ফরচুন সুজের শেয়ার বিওতে জমা

fortuneস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের বরাদ্দকৃৃত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার কোম্পানির এসব শেয়ারহোল্ডারদের বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা দিয়েছে।

গত ২১ সেপ্টেম্বর আইপিও লটারি অনুষ্ঠিত হয়।

কোম্পানিটি আইপিও আবেদন জমা নেয় ১৬ আগষ্ট হতে ২৮ আগষ্ট পর্যন্ত। স্থানীয় এবং অনিবাসী সব ধরনের বিনিয়োগকারীকে এ সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে।

জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানা লে-অপ

standaerdস্টকমার্কেট ডেস্ক :

বাজারে তালিকাভুক্ত সিরামিক্স খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদ কারখানা সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির কারখানার গ্লোস্ট ক্লিন (চুল্লি) করা হবে। এ জন্য কিছুদিন লে-অপ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পেনিনসুলার দর বাড়ার কারণ নেই

peninsulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রমোদ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চট্টগ্রাম লিমেটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ১৫.৪০ টাকা। যা গত ১৩ অক্টোবর দর বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা। এসময় শেয়ারটির দর উঠা-নামা করেছে।

ডিএসই কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কােনো কারণ আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় পেনিনসুলা চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নাম পরিবর্তনে আইপিডিসির ইজিএম কাল

ipdcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) অব বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিকল্পনায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামীকাল সকাল সাড়ে ৯টায় সাভারের ব্র্যাক সিডিএমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে । সভার রেকর্ড ডেট ছিল ১৮ সেপ্টেম্বর।

শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির নাম হবে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। ইজিএমে শেয়ারহোল্ডাররা সম্মত হলে নাম পরিবর্তনের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনসাপেক্ষে কোম্পানি নিবন্ধকের কার্যালয়ে আবেদন করবে কোম্পানি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে আইপিডিসি। নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে আইপিডিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ৬০ পয়সা। ২০১৪ সালের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। তখন সমন্বয়-পরবর্তী ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম