উচ্চ প্রিমিয়ামে মাশুল দিচ্ছেন ইউনিক হোটেলের বিনিয়োগকারীরা

uniq-smbdনিজস্ব প্রতিবেদক :

উচ্চ প্রিমিয়ামে শেয়ার কিনে এখন মাশুল দিচ্ছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টে বিনিয়োগকারীরা। গত দুই বছরে প্রতিষ্ঠানটির শেয়ারদর একবারও ইস্যু মূল্য স্পর্শ করেনি। অন্যদিকে ধারাবাহিকভাবে কমছে কোম্পানিটির ইপিএস। চলছে মুনাফায় ভাটা। সব মিলিয়ে তালিকাভুক্ত এ কোম্পানির বিনিয়োগকারীরাও রয়েছেন লোকসানে।

উল্লেখ্য, প্রতিটি শেয়ারে চার টাকা ৫৫ পয়সা আয় দেখিয়ে শেয়ারবাজার থেকে উচ্চ প্রিমিয়ামে মূলধন সংগ্রহ করেছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। তালিকাভুক্তির সময় কোম্পানিটি প্রতিটি শেয়ারের বিপরীতে প্রিমিয়াম নেয় ৬৫ টাকা। সে সঙ্গে ১০ টাকা অভিহিত মূল্য যোগ হয়ে শেয়ারের ইস্যু মূল্য দাঁড়ায় ৭৫ টাকা। বর্তমানে প্রতিটি শেয়ার কেনাবেচা হচ্ছে ৪৩ থেকে ৪৫ টাকায়। গত দুই বছরে শেয়ারদর একবারও ইস্যু মূল্য স্পর্শ করতে পারেনি। ফলে যারা এ প্রতিষ্ঠানের আইপিও বিজয়ী হয়েছেন তারা এখন লোকসানে রয়েছেন।

এদিকে ধারাবাহিকভাবে কমছে প্রতিষ্ঠানটির মুনাফা ও শেয়ারপ্রতি আয়। প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ২০১১ সালে প্রতিটি শেয়ারের ইপিএস চার টাকা ৫৫ পয়সা দেখিয়ে শেয়ারবাজারে আসার আবেদন করে। পরবর্তী সময়ে ২০১২ সালে তালিকাভুক্তির পর থেকেই নিম্নমূখী হতে থাকে শেয়ারপ্রতি আয়। ২০১২ সালেই ইপিএস চার টাকা ৫৫ পয়সা থেকে নেমে আসে চার টাকা দুই পয়সায়। এরপর ২০১৩ সালে তা আরো কমে হয় তিন টাকা ৪৪ পয়সা। ২০১৪ সালে ইপিএস গিয়ে দাঁড়ায় তিন টাকা ২৭ পয়সায়। ২০১৫ সালে আরও কমে হয় দুই টাকা ৪০ পয়সা। আর গত ছয় মাসে (জানুয়ারি-জুন ২০১৬) হয়েছে এক টাকা ২১ পয়সা।

একইভাবে ব্যবসা মন্দা থাকায় কমছে মুনাফাও। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ১১৪ কোটি ৬৫ লাখ টাকা। ২০১৪ সালে তা নেমে আসে ১০১ কোটি টাকায়। ২০১৪ সালে তা আরও কমে দাঁড়ায় ৯৬ কোটি টাকায়। আর সর্বশেষ ৯ মাসের হিসাবে তা গিয়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি টাকায়।

সম্প্রতি কোম্পানিটি ১৮ মাসের জন্য ২২ শতাংশ বা প্রতিটি শেয়ারে দুই টাকা ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা করে, যা মুনাফার চেয়ে কম। ইউনিক হোটেলের ২৯৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে সাড়ে পাঁচ গুণের বেশি রিজার্ভ রয়েছে। কোম্পানিটির এক হাজার ৬৭০ কোটি ৪৯ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে সর্বশেষ বছরে মুনাফার চেয়ে লভ্যাংশ কম ঘোষণা করায় এ রিজার্ভ আরও বাড়বে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর কোম্পানির শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ১০ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে বাজার বিশ্লেষকরা বলেন, কোম্পানি প্রিমিয়াম পেতেই পারে। তবে সেটা কোম্পানির মৌলভিত্তির বিচারে হওয়া দরকার। কারণ দুর্বল কোম্পানি যদি পুঁজিবাজারে আসার সুযোগ পায়, তা বিনিয়োগকারী এবং বাজারে কারো জন্য ভালো হবে না। বিএসইসিকে এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস/এমএ

ম্যাকসনের ৯ মাসের লভ্যাংশ ৩০ অক্টোবর

Maksonsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর এই বোর্ড সভায় ৯ মাসের লভ্যাংশ ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এদিন বেলা সাড়ে ৩ টায় প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ২০১৫ সালে ১ অক্টোবর হতে ৩০ জুন শেষ হওয়া ৯ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই সভায় কোম্পানিটি গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়া এজিএম সংক্রান্ত কোনো ঘোষণা আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এম

মেট্রো স্পিনিংয়ের বোর্ড সভা ৩০ অক্টোবর

metroস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর এই বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এদিন বেলা ৪ টায় প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই সভায় কোম্পানিটি গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়া এজিএম সংক্রান্ত কোনো ঘোষণা আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ঢাকা ডায়িংয়ের বোর্ড সভা ৩১ অক্টোবর

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং মিলস লিমিটেডের বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর এই বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এদিন বেলা ৫ টায় প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই সভায় কোম্পানিটি গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়া এজিএম সংক্রান্ত কোনো ঘোষণা আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইত কমেছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৫০০ কোটি ৭৫ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৬ পয়েন্টবেড়ে অবস্থান করছে ৪৬৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৫৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০ টির, কমেছে ১৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার, আ্ইটিসি, এমজেএলবিডি, সাইফ পাওয়ার, মোজাফ্ফর স্পিনিং, ন্যাংশনাল ব্যাংক, গ্রামীন ফোন, ফরচুন সুজ, বিএসআরএম লি. ও তিতাস গ্যাস।

এদিকে বার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৩৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও ফরচুন সুজ।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

রংপুর ডেইরি ফুডের সভা বোর্ড ২৭ অক্টোবর

rang-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি ফুড লিমিটেডে বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর এই বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এদিন বেলা ৪ টায় প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়া এজিএম সংক্রান্ত কোনো ঘোষণা আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এম

গোল্ডেন সনের ১৮ মাসের বোর্ড সভা আহবান

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের ১৮ মাসের আর্থিক প্রতিবেদন সংক্রান্ত বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর এই বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এদিন বেলা ৩ টায় প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ২০১৫ সালের জানুয়ারি হতে ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই সভায় কোম্পানিটি চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়া এজিএম সংক্রান্ত কোনো ঘোষণা আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এম

নির্ধারিত দিনে বোর্ড সভা করেনি সুহৃদ ইন্ডাস্ট্রিজ

suridস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নির্ধারিত দিনে করতে পারেনি। আগামী ২৫ অক্টোবর এই বোর্ড সভা পূন:আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এদিন বেলা ৫ টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।এছাড়া প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে।

এই সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়া এজিএম সংক্রান্ত কোনো ঘোষণা আসতে পারে।

গতকাল ২২ অক্টোবর এই বোর্ড সভা করার কথা থাকলেও ব্যর্থ হয় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

ওসমানিয়া গ্লাসের একই দিন দুটি বোর্ড সভা

osmaniaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওসমানিয়া গ্লাস মিলস লিমিটেডের দুটি বোর্ড সভার দিন একই নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর এই বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, এদিন বেলা সাড়ে ৩ টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাগুলো অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১), ২০১৫ এর ১৬(১ অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।এছাড়া প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে।

এই সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়া এজিএম সংক্রান্ত কোনো ঘোষণা আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এম