শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিল লিমিটেডের পরিচালনা গত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার কোম্পানির বোর্ড সভায় এই প্রতিবেদনটি পর্যালোচনা করে পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের জুন শেষ হওয়া ২০১৫ সালে দুলামিয়া কটন স্পিনিং মিল লিমিটেডের শেয়ার প্রতি ঋণাত্বক আয় হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭১ পয়সা (ঋণাত্বক)।
বোর্ড সভায় গত বছরের জন্য নো ডেভিডেন্টের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৪ নভেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/এম