স্ট্যান্ডার্ড সিরামিকসের ১৫% লভ্যাংশ ঘোষণা

standaerdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানির বোর্ড সভায় এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ১ টাকা ৬ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৯০ পয়সা।

আগামী ১৪ ডিসেম্বর কোম্পানিটির এজিএমের ডেট নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ১৭ নভেম্বর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

গ্লোবাল হেভি কেমিক্যালের ১৫% লভ্যাংশ ঘোষণা

Global-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানির বোর্ড সভায় এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫৩.২০ টাকা।

আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির এজিএমের ডেট নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ২২ নভেম্বর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

লিবরা ইনফিউশন ২৫ শতাংশ লভ্যাংশ

libraস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানির বোর্ড সভায় এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৬৫ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির এজিএমের ডেট নির্ধারণ করা হয়েছে। আর রেকর্ড ১৭ নভেম্বর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

দ্যা পেনিনসুলার ১ম প্রান্তিকের বোর্ড সভা

peninsulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে কোম্পানিটি।

বোর্ড সভায় কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রাইটের প্রিমিয়াম কমালো সাইফ পাওয়ারটেক

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রস্তাবিত রাইট শেয়ারের প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রস্তাবিত রাইটের অনুপাতও সংশোধন করেছে। ডিএইসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে। এ আগে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল।

এর আগে কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। গত ১৭ জুলাই কোম্পানির ইজিএমে এ বিষয়ে শেয়ারহোল্ডারা সম্মতি জানিয়েছিল।

রাইটের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। আর রেকর্ড ডেট আগামী ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাদের অনুমোদনের পর রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিচ হ্যাচারির ১৮ মাসের বোর্ড সভা

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের গত ১৮ মাসের বোর্ড সভা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৫ সালে ১ জানুয়ারি হতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে কোম্পানিটি।

বোর্ড সভায় কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

এছাড়া শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ও এজিএম সংক্রান্ত ঘোষণা আসবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

জাহিন টেক্সটাইলের বোর্ড সভা ৩ নভেম্বর

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল মিলস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে কোম্পানিটি।

বোর্ড সভায় কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. ডরিন পাওয়ার
  2. এমজেএল বিডি
  3. কেডিএস এক্সেসরিজ
  4. লাফার্জ সুরমা
  5. মিথুন নিটিং
  6. ইষ্টার্ণ হাউজিং
  7. আইটিসি
  8. পাওয়ার গ্রিড
  9. সাইফ পাওয়ার
  10. ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক।

ডিএসইতে ৬০৫ ও সিএসই ৪৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৫ কোটি টাকা। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনশেষে লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকার উপরে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৫৯১ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৫১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৯৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে-ডরিন পাওয়ার, এমজেএল বিডি, কেডিএস এক্সেসরিজ, লাফার্জ সুরমা, মিথুন নিটিং, ইষ্টার্ণ হাউজিং, আইটিসি, পাওয়ার গ্রিড, সাইফ পাওয়ার ও ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল বুধবার সেখানে ৩৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বিএসআরএম।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিকালে খান ব্রাদার্সের লভ্যাংশ ঘোষণা

Khan_Br_PP_Bagস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রি লিমিটেডের লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এ লক্ষে কোম্পানিটি বোর্ড সভা করবে আজ বিকালে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, বুধবার বেলা সাড়ে ৩ টায় নিজেদের প্রধান কার্যালয়ে এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন, ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, এই বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য গত বছরের লভ্যাংশ ঘোষণা করবে। এছাড়া এজিএম সংক্রান্ত কোনো ঘোষণা আসতে পারে এ সভায়।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ বোনাস লভ্যাংশ ঘোষণা করা। সন্তোষজনক লভ্যাংশ দেওয়ায় এবারো বিনিয়োগকারীদের আগ্রহের কোম্পানি এটি।

স্টকমার্কেটবিডি.কম/এম