মিথুন নিটিংয়ের ইপিএস কমেছে ১৭ পয়সা

mithunস্টকমার্কেট ডেস্ক :

প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-সেপ্টেম্বর ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে মিথুন নিটিংয়ের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৩২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৯.২৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৮২ টাকা, এনওসিএফপিএস ছিল ০.৩৩ টাকা এবং ৩০ জুন, ২০১৫ পর্যন্ত এনএভিপিএস ছিল ২৮.৫৯ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.১৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

পতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল

looserস্টকমার্কেট ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস। আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। ডিএসইতে আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দরপতন।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৭৯ বারে ৫ লাখ ৫৭ হাজার ৬৯টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। আজ শেয়ারটির দর কমেছে ৯০ পয়সা বা ৪ দশমিক ৪১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ২৩ বারে ৭ হাজার ৯৭৫টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের ৯০ পয়সা বা ৪ দশমিক ৯ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, জেনারেশন নেক্সট ফ্যাশন, মাইডাস ফাইন্যান্স, জনতা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স ও সাফকো স্পিনিং।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ন্যাশনাল ব্যাংকের ফ্লাট ক্রয়ে অনিয়ম তদন্ত

nbl-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) বিরুদ্ধে ফ্লাট ক্রয়ে কোনো অনিয়ম দেখতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্ত কমিটি গঠন করেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ব্যাংকটির ৫৫ কোটি ৪৭ লাখ টাকার ফ্লাট ক্রয়ে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ।

কমিটির সদস্যরা হলেন- বিএসইসির পরিচালক মো: মনসুর রহমান,উপ-পরিচালক মো: নজরুল ইসলাম এবং সহকারি পরিচালক মো: বনি ইয়ামিন খান।

জানা গেছে, গত ১৭ অক্টোবর এনবিএল ঢাকার মোহাম্মদপুরে ৭৪ হাজার ৯৭০ স্কয়ার ফিটের ৫০টি ফ্লাট ক্রয়ের ঘোষণা দেয়। আর কোম্পানিটির ফ্লাট ক্রয়ে অনিয়ম হয়েছে বলে একজন বিনিয়োগকারি অর্থমন্ত্রনালয়ে অভিযোগ দাখিল করে। অভিযোগের পর অর্থমন্ত্রনালয় বিএসইসিকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়। অর্থমন্ত্রনালয়ের নির্দেশের পর ঘটনা তদন্তে উক্ত কমিটি গঠন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এস

এস আলম স্টীলসের ঋণমান ‘এ+’ ও ‘এআর-৩’

s alomনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টীলস লিমিটেডের দীর্ঘমেয়াদে ঋণমান ‘এ+’ ও স্বল্পমেয়াদে ‘এআর-৩’। সর্বশেষ নিরীক্ষিত-অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় এ বছর ৯ মাসে হিসাব বছর গণনা করেছে এস আলম স্টিলস। ২০১৬ সালের ৩০ জুন ৯ মাসে সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা।

৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৪ পয়সা। এ সময়ের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এস

ভ্যানগার্ড এমএলবিডির লভ্যাংশ ঘোষণা

vanguardনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচু্য়্যাল ফান্ড খাতের কোম্পানি ভ্যানগার্ড এমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাষ্টি বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৬ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ফান্ডটি।

এ বছর কোম্পানির ইউনিট প্রতি আয় এসেছে ৪৭ পয়সা। ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১.১৭ টাকা।

ঘোষিত এই লভ্যাংশের রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইবনে সিনা স্পন্সরের শেয়ার ক্রয়ের ঘোষণা

ibnস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেডের একটি কর্পোরেট স্পন্সর শেয়ার ক্রয় করবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবনে সিনা ট্রাষ্ট নামে কোম্পানিটির এই কর্পোরেট স্পন্সরের প্রতিনিধি ম. আতাউর রহমান এসব শেয়ার ক্রয় করবে।

এই কর্পোরেট স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. লাফার্জ সুরমা
  2. গোল্ডেন হার্ভেষ্ট
  3. বিবিএস
  4. ওরিয়ন ফার্মা
  5. কাসেম ড্রাইসেল
  6. ফরচুন সুজ
  7. ডরিন পাওয়ার
  8. ন্যাশনাল টিউবস
  9. আরএকে সিরামিক্স
  10. অলিম্পিক এক্সসরিজ।

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেনের পরিমাণ ৬৩০ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে তবে সব মূল্য সূচক বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৮০৮ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৫ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ সুরমা, গোল্ডেন হার্ভেষ্ট, বিবিএস, ওরিয়ন ফার্মা, কাসেম ড্রাইসেল, ফরচুন সুজ, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস, আরএকে সিরামিক্স ও অলিম্পিক এক্সসরিজ।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৪৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা ও বিএসআরএম লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ড

spot..-2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ১ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট রেকর্ড ডেটের আগে আগামীকাল ১ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে ৪ ডিসেম্বর,
রবিবার পর্যন্ত।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি কোম্পানি, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও এলআরবি গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ও ফান্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর। রেকর্ড ডেটের দিন কোম্পানি ও ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানি ও ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

দর বাড়ছে ঝিলবাংলা সুগার মিলের

zelbস্টকমার্কেট ডেস্ক :

জিলবাংলা সুগার মিল কোম্পানিটি লোকসানে থাকার পরও প্রতিদিনই দর বাড়ছে । আর কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কতৃপক্ষ জানায়, কোনো রকম কারণ ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর থেকে শেয়ারটির দর ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা থেকে ২৩ টাকা ৭০ পয়সা পর্যন্ত। অর্থাৎ গত ৯ কার্যদিবসে কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৪৮ শতাংশ।

এদিকে গত কয়েকদিন ধরেই লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই হল্টেড হয়ে যাচ্ছে জিলবাংলা সুগার মিলের শেয়ার।

আর শেয়ারটির এমন আচরণকে অস্বাভাবিক মনে করছেন ডিএসই কতৃপক্ষ। শেয়ারটির দর বাড়লেও কোম্পানি কতৃপক্ষ জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

লোকসানে জর্জরিত কোম্পানিটি গত ৫ বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। জেড ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসএম