নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেনের পরিমাণ ও মূল্য সূচক আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়।
এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৩ পয়েন্টে।
এদিন দিনভর লেনদেন হওয়া ৩২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- কনফিডেন্স সিমেন্ট, ডরিন পাওয়ার, শাশা ডেনিমস, পাওয়ার পাওয়ার, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, বিবিএস, কাসেম ড্রাইসেল ও আর্গন ডেনিমস।
এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার সেখানে ৩৪ কোটি ৫৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কনফিডেন্স সিমেন্ট ও বিএসআরএম লিমিটেড।
এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির।
স্টকমার্কেটবিডি.কম/এম