শাহজালাল ব্যাংকের মৃত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শাহজালাল ইসলামী ব্যাংকের মৃত উদ্যোক্তা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ফারুকের ১ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ১৬২টি শেয়ার হস্তান্তর করা হবে। এই উদ্যোক্তার উল্লেখিত পরিমাণ শেয়ার উত্তরসরী হিসেবে তার স্ত্রী ও পুত্রকে হস্তান্তর করা হবে। ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আলহাজ্ব মোহাম্মদ ফারুক ইন্তেকাল করেছেন। তাই উল্লেখিত পরিমাণ শেয়ার উচ্চ আদালতের উত্তরাধিকার সার্টিফিকেট অনুযায়ী তাঁর স্ত্রী ও পুত্রের মধ্যে বণ্টন করা হবে।

মোহাম্মদ ফারুকের স্ত্রী সানোয়ারা বানুকে ২২ লাখ ৯৫ হাজার ৮৯৫টি শেয়ার, ও তিন ছেলের মধ্যে ৫৩ লাখ ৫৭ হাজার ৮৯টি করে শেয়ার হস্তান্তর করা হবে। তিন ছেলেরা হলেন- ড. মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ হাসান। এরা তিনজন কোম্পানির উদ্যোক্তা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ওটিসির ৯ কোম্পানির ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

otcস্টকমার্কেট ডেস্ক :

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের নয় কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০১৬ সমাপ্ত অ-নিরীক্ষিত প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানিগুলো হলো- এমএকিউ এন্টারপ্রাইজ, এএমকিউ পেপার, থিরাপিউটিক্স বিডি লিমিটেড, আরবি টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, সোনালী পেপার, ইউসুফ ফ্লাওয়ার মিলস, তমিজউদ্দিন টেক্সটাইল এবং রহমান কেমিক্যালস।

এএমকিউ এন্টারপ্রাইজ: কর পরিশোধের পর আয় হয়েছে ৩৪ লাখ ৫০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ২ লাখ ৮০ হাজার টাকা ও ০.১১ টাকা।

এমএকিউ পেপার: কর পরিশোধের পর আয় হয়েছে ২১ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৭৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৭২ লাখ ৩০ হাজার টাকা ও ৬.০৩ টাকা।

থিরাপিউটিক্স বিডি: কর পরিশোধের পর লোকসান হয়েছে ৩ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান ০.২৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১৫ লাখ টাকা ও ১.০৯ টাকা।

আরবি টেক্সটাইল: কর পরিশোধের পর লোকসান হয়েছে ৮৩ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান ১.৯৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা ও ২.৩৬ টাকা।

মুন্নু ফেব্রিক্স: কর পরিশোধের পর লোকসান হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান ০.১৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৬ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা ও ০.৫৩ টাকা।

সোনালী পেপার: কর পরিশোধের পর আয় হয়েছে ৭৬ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান ০.৫৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৬৯ লাখ ২০ হাজার টাকা ও ০.৫৫ টাকা।

ইউসুফ ফ্লাওয়ার মিলস: কর পরিশোধের পর লোকসান হয়েছে ৩ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান ০.০০৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ লাখ ৪০ হাজার টাকা ও ০.২৪ টাকা।

তমিজউদ্দিন টেক্সটাইল: কর পরিশোধের পর আয় হয়েছে ১৬ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.১০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১৯ লাখ ৮০ হাজার টাকা ও ০.১৩ টাকা।

রহমান কেমিক্যালস: কর পরিশোধের পর আয় হয়েছে ৮ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.২২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৪ লাখ ৮০ হাজার টাকা ও ০.১২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

এখন থেকে এয়ারটেলের গ্রাহকরা হবেন রবি গ্রাহক

robi-airনিজস্ব প্রতিবেদক :

মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলে একীভূত হয়ে পথচলা শুরু করেছে। গতকাল বুধবার থেকে এয়ারটেলের গ্রাহকরা রবি গ্রাহক নামে পরিচিতি লাভ করবেন।

রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে একীভূত কোম্পানি হিসেবে রবির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতের প্রথম একীভূতকরণ কার্যকর হলো।

একীভূত কোম্পানিটি রবি আজিয়াটা লিমিটেড নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। এখন থেকে ‘রবি’ লোগোর ব্যানারের পেছনে থাকবে দুটি কোম্পানি রবি ও এয়ারটেল। আর দুই কোম্পানির গ্রাহকরা পরিচিতি পাবেন ‘রবি’ গ্রাহক হিসেবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একীভূতকরণ শেষে অপারেটরটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখ। রবি ও এয়ারটেল একীভূত হওয়ার ফলে রবি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হিসাবে প্রতিষ্ঠিত হলো।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘এয়ারটেলের সাথে একীভূতকরণ প্রক্রিয়া শেষ করতে পেরে আমরা আনন্দিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় একীভূতকরণ প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।’

আজিয়াটার প্রেসিডেন্ট এবং গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার তান শ্রি জামালুদিন ইবরাহিম বলেন, ‘ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও কম্বোডিয়ার মতো বাজারে আমাদের কৌশলগত একীভূতকরণের অভিজ্ঞতা বাংলাদেশের টেলিযোগাযোগ বাজারের প্রথম একীভূতকরণ প্রক্রিয়াটি সফলভাবে শেষ করতে সহায়ক হয়েছে।’

বাংলাদেশে একীভূত হয়ে ব্যবসা পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর উভয় পক্ষের আলোচনা শুরুর ঘোষণার মধ্য দিয়ে একীভূতকরণের যে প্রক্রিয়াটি শুরু হয়েছিল সেটি বুধবার শেষ হলো।

২০১৬ সালের জানুয়ারিতে আজিয়াটা গ্রুপ বারহাদ (আজিয়াটা) ও ভারতী এয়ারটেল অব ইন্ডিয়া (ভারতী) বাংলাদেশে তাদের কোম্পানিগুলাকে একীভূতকরণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছিল।

ওই চুক্তির ভিত্তিতেই গত ৩১ আগস্ট মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল একীভূত হতে আদালতের অনুমোদন পায়। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবি-এয়ারটেল একীভূত হওয়ার প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিচ হ্যাচারির ১ম প্রান্তিকের বোর্ড সভা বিকালে

BEATCH-SMBDস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারির লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি আজ ১৭ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় কোম্পানিগুলোর সর্বশেষ আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

এসইএমএল আইবিবিএল ফান্ডের সাবস্ক্রিপশন ১১ ডিসেম্বর

mutualনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের গণপ্রস্তাবের (আইপিও) সাবস্ক্রিপশন শুরু হবে ১১ ডিসেম্বর। আর তা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ফান্ড ম্যানেজার সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রটি জানায়, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ৫০ কোটি টাকা। প্রি আইপিও প্লেসমেন্টের মাধ্যমে ২৫ কোটি টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। বাকি ২৫ কোটি টাকা সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে; যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এর উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক যথাক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এসইএমএল)।

আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

স্টকমার্কেটবিডি.কম/এমএ